শুভব্রত মুখার্জি:- ধীরে ধীরে শ্রীলঙ্কার সিনিয়র মহিলা ক্রিকেট দল যে কতটা শক্তিশালী হচ্ছে তার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। এবার বাস্তবে যেন তার প্রমাণ দিয়ে ছাড়লেন চামারি আতাপাত্তুরা। এই মুহূর্তে শ্রীলঙ্কার সিনিয়র মহিলা ক্রিকেট দল গিয়েছে দক্ষিণ আফ্রিকা সফর♛ে। সেখানেই ইতিহাস রচনা করে ফেলেছে তারা।
টি-২০ সিরিজে পিছিয়ে পড়েও সিরিজ জিতে নিয়েছে শ্রীলঙ্কা। নিজেদের ক্রিকেট ইতিহাসে লঙ্কানদের মহিলা দল প্রথমবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোনও সিরিজ জয়ের স্বাদ পেল। তাও আবা♉র নিজেদের দেশের মাটিতে নয়। তারা এই সিরিজ জেতে 𝐆দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে।
বুধবারের ম্যাচে চামারি আতাপাত্তু, হর্ষিতা মাডাভির দুরন্ত ইনিংসে ভর করে জয় পেল শ্রীলঙ্কা দল। গুনারত্নে এবং দিলহারির দুরন্ত পারফরম্যান্সে ভর করে ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল শ্রীলঙ্কা দল। পচেস্ট্রুমে পাওয়া ওই জয় তাদের আত্মবিশ্ব🐈াস যে কতটা বাড়িয়েছিল তা এদিন ধরা পড়ল তাঁদের খেলাতে।
আরও পড়ুন:- KKR-এর 📖হয়ে IPL-এ সব থেকে বেশি ম্যান অফ দ্য ম্যাচ, রাসেলের রেকর্ড ছুঁ🎐লেন নারিন
এদিন প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা দল। নির্ধারিত ২০ ওভারে তারা ছয় উইকেট হারিয়ে করে ১৫৫ রান। ইস্ট লন্ডনে এদিন টপ অর্ডারে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় প্রোটিয়ারা। একটা সময়ে তাদের স্কোর ছিল ৬৫ রানে তিন উইকেট। সেখান থেকে দলকে লড়াইতে ফেরান অধিনায়ক লরা ☂উলভার্ট। তিনি দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেছেন।মাত্র ৪৭ বল খেলে আটটি চারের সাহায্যে ৫৬ রান করেছেন লরা উলভার্ট।
এছাড়াও অ্যানেকে বস ২১ বলে ২৭ রান করেন। নাদিন ডি ক্লার্ক ২৫ বলে ৪৪ রান করে অপরাজিত থেকে দলের রান ১৫০'র গন্ডি পার করান। শ্রীলঙ্কার হয়ে তিনটি উইকেট নেন সুগান্ডিকা কুমা♈রি। জবাবে ব্যাট করতে শ্রীলঙ্কার শুরুটা ভালো হয়নি। গত ম্যাচে তাদের জয়ের অন্যতম নায়ক ভিসমি গুনারত্নে খুব দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান।
এরপর খেলার হাল ধরেন অধিনায়ক চামারি আতাপাত্তু। তাঁকে যোগ্য সঙ্গত দেন হর্ষিতা সামারবিক্রমে মাডাভি। আতাপাত্তু মাত্র ৪৬ বলে ৭৩ রান করে আউট হয়ে যান। তাঁর ইনিংস সাজানো ছিল সাতটি চার এবং পাঁচটি ছয়ে। আতাপাত্তু আউট হয়ে যাওয়ার পরে মাডাভি লড়াই ছাড়েননি। তিনি অপরাজিত থেকে দলের ♏ম্যাচ এবং ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করেন। ৪৩ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন মাডাভি। তাঁর ইনিংসে তিনি হাঁকান চারটি চার এবং একটি ছয়।