𒈔 সিন্ধের গভর্নর কামরান খান তেসোরি বাবর আজম, মহম্মদ রিজওয়ানদের জন্য মোটা অঙ্কের আর্থিক পুরস্কারের ঘোষণা করেছেন। যদি রিজওয়ানের পাকিস্তান দল রোহিতের ভারতকে হারাতে পারে তাহলে তিনি নিজের থেকে পাকিস্তান ক্রিকেট দলকে আর্থিক পুরস্কার দেবে। এই পুরস্কারটি কামরান খান তেসোরি নিজের পকেট থেকেই দেবে। তিনি এক বার্তায় বলেছেন যে ব্যক্তিগতভাবে তিনি ১ কোটি টাকা পুরস্কার দেবেন।
♑বর্তমানে লন্ডনে রয়েছেন গভর্নর কামরান খান তেসোরি। তবে ইংল্যান্ড থেকেও পাকিস্তান দলের প্রতি শুভকামনা জানিয়েছেন তিনি। কামরান খান তেসোরি বলেছেন যে, ভারতের বিরুদ্ধে এই গুরুত্বপূর্ণ ম্যাচে তার হৃদয় ও প্রার্থনা সব সময়ে তাঁর দলের সঙ্গে থাকবে। সিন্ধের গভর্নর কামরান খান তেসোরি বলেন, ‘আমি আশা করি দল তাদের সর্বোচ্চ পারফরম্যান্স প্রদর্শন করবে এবং জাতিকে গর্বিত করবে।’
ಌগভর্নর কামরান খান তেসোরি স্বীকার করেছেন যে জয় বা পরাজয় খেলার অংশ, তবে তিনি সবসময়ে নিজের দলের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি ঘোষণা করার সময়ে বলেন, ‘যদি পাকিস্তান ভারতকে হারায়, তাহলে আমি নিজে থেকে দলকে ১ কোটি টাকা পুরস্কার দেব।’
দেখুন সেই ভিডিয়ো-
আরও পড়ুন … 𒐪ভিডিয়ো: আমরা ২২ জন ভারতীয়কে ছেড়ে দিয়েছি…. IND vs PAK ম্যাচের আগে PCB প্রধানের অবাক করা মন্তব্য
꧃গভর্নর কামরান খান তেসোরি পাকিস্তান খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান যে, তারা যেন সেরা প্রচেষ্টা করে এবং নিষ্ঠার সঙ্গে খেলেন। কামরান খান তেসোরি বলেছেন, ‘সমগ্র জাতি, আমিও তাদের জন্য প্রার্থনা করছি। আমরা নিশ্চিত জিতব।’ তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত যে, আমাদের দল পাকিস্তানের সম্মান বজায় রাখবে এবং তাদের পারফরম্যান্সের মাধ্যমে পুরো দেশকে আনন্দ দেবে।’
আরও পড়ুন … 🤡Champions Trophy 2025: গড় ৭১.৯৬! 'অ্যাটাকিং' রোহিতের সঙ্গে 'ধীরস্থির' গিলের জুটি ঘুম কাড়বে শাহিনদের?
♔এদিকে এই ম্যাচের কথা বললে, সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে রোহিত শর্মার দল জয়ের লক্ষ্যে নামবে, অন্যদিকে পাকিস্তানের জন্য এটি মরণ-বাঁচন লড়াই হতে চলেছে। কারণ এই ম্যাচে হারলেই তাদের টুর্নামেন্ট থেকে বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাবে। এই সময়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি সাংবাদিকদের বলেন, ‘আশা করি ভালো একটি ম্যাচ হবে। অবশ্যই, আমাদের দল পুরোপুরি প্রস্তুত। আমি মনে করি, দল ফর্মে আছে। তারা জিতুক বা হারুক, আমরা তাদের পাশে আছি।’
আরও পড়ুন … 🀅টিকিট নিঃশেষ, টেনশন চরমে, ভারত-পাকিস্তান ম্যাচের আগেই দুবাই যেন রণক্ষেত্র
♛শনিবার লাহোরে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচের শুরুতে ভারতের জাতীয় সংগীত মুহূর্তের জন্য বাজানো নিয়ে নাকভি বলেন, ‘আইসিসিই এই টুর্নামেন্টের আয়োজক।’ তিনি আরও জানান, ‘আমাদের পক্ষ থেকে আজ ২২ জন ভারতীয় জেলেকে (Fishermen) মুক্তি দেওয়া হয়েছে।’ গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, পাকিস্তানের কর্তৃপক্ষ করাচির মালির জেল থেকে ২২ জন ভারতীয় জেলেকে মুক্তি দিয়েছে।