তাঁর বল দেখলে মনে হতেই পারে অস্ট্রেলিয়ার প্রাক্তন স্পিনার শেন ওয়ার্নের কথা। মহিলাদের বিগ ব্যাশ লিগে এমনই এক ঘটনা দেখল গোটা ক্রিকেট বিশ্ব। বিগ ব্যা✨শ লিগে শুক্রবার মুখোমুখি হয় ব্রিসবেন হিট এবং মেলবোর্ন স্টারস। আর সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ব্রিসবেন। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫০ রান তোলে তারা। দুর্দান্ত ব্যাটিং করেন জর্জিয়া ভোল। তিনি ৪০ বলে করেন ৪৮ রান। তাঁর ইনিংসটি সাজানো ছিল মাত্র ৭টি বাউন্ডারির সাহায্যে। এছাড়াও চার্লি নট মাত্র ১৪ বলে ৪১ রানের ইনিংস খেলেন ৪টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারির সাহায্য়ে।
১৫১ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামে মেলবোর্ন। শুরুতেই ধাক্কা খায় তারা। পরপর উইকেট হারাতে থাকে মেলবোর্ন। ম্যাচের একেবারে শুরুতেই চমকে দেন চার্লি নট। সোফিয়া ডুঙ্⭕কলেকে বোল্ড করে ফিরেয় দেন তিনি। বলা ভালো এদিন ডুঙ্কলে যে বলটিতে আউট হলেন, তা যে কেউ সেই বল ছেড়ে দিত। এদিন তিনিও তাই করেন। কিন্তু বলটি এই ভাবে টার্ন করবে তা বুঝতে পারেননি এই ব্যাটার। বাইরে থেকে বলটি ভিতরে প্রবেশ করে উইকেটে লাগে। বোল্ড হয়ে ফিরে যান সোফিয়া। স্বাভাবিক ভাবেই চার্লির এই বোলিং মনে করিয়ে দিচ্ছে শেন ওয়ার্নকে।
যার বলে বেশ চাপে থাকতেন ব্যাটাররা। বল পিচে 𒐪পড়ার পর কীভাবে ব্যাটারের কাছে আসবে, তা বোঝা বেশ কঠিন হত। এদিন ঠিক তেমনই দেখা গেল। এমনকী চার্লি নিজেও তা বুঝতে পারেননি। সোফিয়া অবাক হয়🎉ে তাকিয়ে রইলেন। এমন বলে যে কেউ অবাক হতে বাধ্য। প্রথমেই উইকেট হারানোর ফলে বেশ চাপে পড়ে যায় মেলবোর্ন। মেগ ল্যানিংও ৫ রান করে ফিরে যান। যদিও এই ম্যাচে অ্যালিস ৪৩ বলে ৫২ রান করেন ৪টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সৌজন্যে।
এছাড়াও কিম গ্রা মাত্র ২৭ বলে ৪৫ রানের ইনিংস খেলেন ৭টি বাউন্ডারির সৌজন্যে। নির্ধারিত ওভারে মাত্র ৭ উইকেট হারিয়ে ১৩৭ রান তোলে মেলবোর্ন। ১৩ রানে ম্যাচ জিতে নেয় ব্রিসবেন। তবে এদিন দুর্দান্ত বোলিং করা চার্লি নট ﷽৩ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৩ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন। ম্যাচের সেরাও হয়েছেন তিনি।