এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে দারুণ ফর্মে রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বিশ্বকাপের পর তারা প্রথম সিরিজ খেলে এবং পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে। এরপর তারা মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজের, তবে সিরিজের ফল দাঁড়ায় ১-১। সিরিজের দ্বিতীয় এবং অন্তিম টেস্টে জয় পেয়ে সমতা ফেরাতে সফল হয় ওয়েস্ট ইন্ডিজ। তবে এবার তাদের সামনে রয়েছে নতুন চ্যালেঞ্জ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 'বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন ২০২৫'এর সিরিজের জন্য ঘোষণা করে দেওয়া হয় অজিদের দল, যার নেতৃত্ব দেবেন প্যাট কামিন্সই। এই দলে থাকবে💫ন মিচেল স্টার্ক, উসমান খোয়াজা ও নেথান লিওনের মতো তারকা ক্রিকেটাররাও। তবে এই সিরিজের বিশেষ চমক অভিজ্ঞ পেসার মাইকেল নেসারের দলে জায়গা পাওয়া।
চলতি মাসের শেষদিন, অর্থাৎ ২৯ ফেব্রুয়ারি নিউজিল্যান♋্ডের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচটি খেলবে অস্ট্রেলিয়া। চলবে মার্চ মাসের ১২ তারিখ পর্যন্ত। ইতিমধ্যেই, ঘোষণা করে দেওয়া হয়েছে দলের ক্রিকেটারদের নাম। নেতৃত্বের দায়িত্বে থাকবেন স♈েই প্যাট কামিন্সই। তবে এই সিরিজে জায়গা পেয়েছেন মাইকেল নেসারের মতো অভিজ্ঞ পেসারও। যদিও পেস আক্রমণের ত্রিমূর্তি, অর্থাৎ স্টার্ক, কামিন্স, হেজেলউডের উপস্থিতিতে কতটা সুযোগ তিনি পাবেন সেটা প্রশ্নের বিষয়।
যদিও এই বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন দলের প্রধান নির্বাচক, তথা প্রাক্তন অজি তারকা জর্জ বেলি। তিনি বলেছেন, 'আমি সত্যি খুব খুশি মাইকেল নেসার আরও একবার সুযোগ পেয়েছে বলে। দীর্ঘদিন ধরে ও ভালো পারফরম্যান্স করে চলেছে এবং সেই কারণেই ওকে দলে নেওয়া হয়েছে এবং ওর থেকে আমাদের অনে♓ক আশা রয়েছে।'
এছাড়াও, আসন্ন এই সিরিজ নিয়ে তিনি বলেন, 'প্রতি টেস্ট 🍸ম্যাচেই সুযোগ থাকে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট অর্জন করার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য। আমরা জানি এই সফর আ☂মাদের কাছে একেবারেই সহজ হবে না। কারণ নিউজিল্যান্ড খুব শক্তিশালী দল এবং বিগত কয়েক মাস ধরে ওরা দেশের মাটিতে বেশ ভালই পারফর্ম করে চলেছে।'
একনজরে এই সিরিজের জন্য অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স♛্কট বোল্যান্ড, আলেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হেজেলউ👍ড, ট্র্যাভিস হেড, উসমান খোয়াজা, মার্নাস ল্যাবুশান, নাথান লিয়ন, মিচেল মার্শ, মাইকেল নেসার, ম্যাথিউ রেনশ, স্টিভ স্মিথ (সহ অধিনায়ক) ও মিচেল স্টার্ক।