একেই পঞ্জাব কিংসের কাছে হার। তার উপর চোটের কবলে চেন্নাই সুপার কিংসের তারকা পেসার দীপক চাহার। বুধবার পঞ্জাবের বিরুদ্ধে বলই করতে 𓆏পারলেন না চাহার। প্রথম ওভারে বল করতে এসে, মাত্র ২ বল করেই মাঠ ছাড়েন꧅ তিনি।
দীপকের চোট
দেখা যায়, পঞ্জাবের ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলটি করতে গিয়ে দীপ﷽ক চাহার অস্বস্তি হওয়ার কারণে রানআপ থামিয়ে দেন। চোখেমুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। এর পর অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে কথা বলে মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি। দীপক ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚচাহারের অসমাপ্ত ওভার সম্পূর্ণ করেন শার্দুল ঠাকুর।
আরও পড়ুন: তোমার যখন♚ অভিষেক হয়েছিল, ন্যাপিতে ছিলাম- অমি𝄹ত মিশ্রর বয়স নিয়ে চরম কটাক্ষ রোহিতের- ভিডিয়ো
ক্ষোভের শিকার হওয়ার পাশাপাশি কটাক্ষও হজম করতে হচ্ছে তারকা পেসারকে
দীপক চাহার মাত্র দুই বল করে, মাঠ ছাড়ার পরে নেটপাড়ায় একেবারে তাঁকে নিয়ে সমালোচনার বন্যা বয়ে যায়। তাঁকে রীতিমতো তুলোধোনা করা হয়। তার এই বারবার চোটের কারণে, সমস্যায় পড়তে হচ্ছে সিএসকে-কেও। আনফিট প্লেয়ারকে বাদ দেওয়ার জন্য সরব হয়েছেন অনেকেই। অনেক সিএসক🐲ে ভক্ত তো তাঁকে প্রতারকও বলেছেন। এক্সে একজন লিখেওছেন, ‘ব্রিটিশরা ভারতকে যতটা প্রতারণা করেছিল, তার চেয়েও বেশি এই ফ্র্যাঞ্চাইজিকে প্রতারণা করেছেন দীপক চাহার।’ ধিক্কারের সঙ্গে তুমুল কটাক্ষেরও মুখে পড়তে হয়েছে সিএসকে-র পেসারকে।
প্রতিবাদ জানালেন চাহারের বোন
তবে চাহারকে নিয়ে কটাক্ষ করায় রুখে দাঁড়িয়েছেন তাঁর বোন মালতি। তিনি তাঁর এক্স হ্যান্ডলে গিয়ে এর তীব্র প্রতিবাদ করেছেন। তিনি লিখেছেন, ‘এরকম অসংবেদনশীল হবেন না! কেউই এই ধরনের চোট পেলে, খুশি হন না। ও (দীপক চাহার) ওর সেরাটা দেওয়া চেষ্টা করছে এবং ꦦআর শক্তিশালী হয়ে ও ফিরে আসবে।’
এবার আইপিএলের পারফরম্যান্সও আহামরি নয় দীপকের
২০২৪ আইপিএলে দীপক চাহার মোটেও ভালো ছন্দে নেই। মার্চ মাসে চিপকে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ২৮ রানে ২ উইকেট ন🧸িয়েছিলেন, এটিই তাঁর সেরা পরিসংখ্যান। তিনি এবার ৮.৫৯ ইকোনমি রেটে ৮ ম্যাচে মাত্র ৫ উইকেট নিয়েছেন। স্পিডস্টার গত কয়েক বছরে চোটের সঙ্গে লড়াই করছেন। যার ফলে তাঁকে অনেকটা সময়ই ২২ গজের বাইরে কাটাতে হচ্ছে।
আরও পড়ুন: নেতৃত্ব ফিরে পেয়েই ICC T20I Rankings-এ বড় লাফ দি♋লেন বাবর, সূর্য ধরে রাখলেন এক নম্বর জায়গা
পঞ্জাবের কাছে হারতে হল চেন্নাইকে
বুধবার ঘরের মাঠে পঞ্জাব কিংসের কাছে সাত উইকেটে হারতে হল চেন্নাই সুপার কিংসকে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬২ রান করে সিএসকে। জবাবে রান তাড়া করতে নেমে ১৩ বল বাকি থাকতেই সাত উইকেটে জয়ꦺ ছিনিয়ে নেয় পঞ্জাব। এদিনের জয়ের ফলে প্রীতি জিন্টার𝓀 দলের প্লে-অফে ওঠার আশা বেঁচে থাকল।