বিপুল ৯.২৫ কোটি টাকায় ভারতীয় দলে অতীতে খেলা পেসার দীপক চাহারকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স দল। আইপিএলে দীর্ঘ কয়েক বছর ধরেই দীপক দেখিয়েছেন বল তাঁর কথা শোনে। ভালো সুইং যেমন করাতে পারেন, 🌟তেমনই স্লগ ওভারে বোলিংয়ের ক্ষেত্রেও তাঁর রয়েছে যথেষ্ট কুশলতা। সেই কারণেই তাঁকে দলে নেওয়ার কথা ভাবে এমআই ম্যানেজমেন্ট।
সিএসকে ছেড়ে এমআইতে দীপক-
আগামী আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি পড়তে দেখা 𓆉যাবে দীপক চাহারকে। দীর্ঘদিন আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলেছেন। মহেন্দ্র সিং ধোনির অত্যন্ত ঘনিষ্ঠও হয়ে গেছিলেন। কিন্তু দল তাঁকে এবারে রাখতে পারেনি, তাই আপাতত তিনি মু্ম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটার। সেখানেই এবার নিজের সেরাটা দেবেন চাহার।
আরও পড়ুন-কখনও ফিল্ডিং সাজালেন! কখনও বাচ্চাদের মতো আনন্দ করলেন! পার্থে বিন্দাস ম🌟েজাজে বিরাট
৯.২৫কোটিতে মুম্বইতে চাহার-
মুম্বই ইন্ডিয়ান্স দীপক চাহারকে নিতে গিয়ে নিলামে হারায়ি দেয় পঞ্জাব কিংস এবং সিএসকেকে। ২কোটিতে শুরু হয়েই তাঁর🐭 দাম পৌঁছায় ৯.২৫ কোটিতে। এরপর প্রাক্তন সতীর্থ সুরেশ রায়নার সঙ্গেই সাক্ষাৎকারে দীপক বলছেন, ‘আমি যখনই রাহুল চাহারের সঙ্গে কথা 🐷বলি, তখনই ওকে বলে তুমি যেই দলের হয়ে খেলচ সেখানে আমার খেলার কথা। কারণ চেন্নাইতে স্পিনাররা সুবিধা পায়, আর মুম্বইতে পেসাররা। ও চেন্নাইতে আসতে পারেনি, কিন্তু আমি মুম্বইতে যাচ্ছি ’।
আরও পড়ুন-ICC চ্যাম্পিয়ন🎶্স ট্রফি নিয়ে জট কাটꩲাতে মঙ্গলবার জরুরি বৈঠক! সেদিন ঘোষণা হতে পারে ভেনু
ধোনিকে কে না মিস করে?
এরপরই সুরেশ রায়না তাঁকে জিজ্ঞাসা করেন, এতদিন যার অধিনায়কত্বে খেলেছেন সেই মহেন্দ্র সিং ধোনিকে মিস করবেন না? পাল্টা দীপকও বলেন, ‘ধোনি ভাইকে কে না মিস করে ’। 𒐪প্রসঙ্গত ৩.২০ কোটি টাকায় রাহুল চাহারকে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ দল।
Video- বিরাট কোহলির ছয়♈! সপাটে আঘাত নিরাপত্তারক্ষীর মাথায়! দৌড়ে গেলেন লিয়ন! দেখে যা করলেন কোহলি…
২০১৬ থেকেই ধোনির সঙ্গে ছিলেন চাহার-
২০১৬ সালে প্রথম আইপিএলে অভিষেক হয় দীপক চাহারের, মহেন্দ্র সিং ধোনির সঙ্গে একই দলে। এরপর ২০১৮ সালে চেন্নাই সুপার কিংস দলে নেওয়া হয় দীপক চাহারকে। সেখানেই মাহির অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে ওঠেন দীপক। প্রপোজ করতে গিয়ে ধোনির ঝাড় খাওয়া থেকে শুরু করে মাঠের মধ্যে খুনসুটি, মাঝে মধ্যেই দীপককে নিয়ে মজা করতে দেখা য𝔍ায় মাহিকে।