WPL শুরুর আগেই প্রমোশন পেলেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার ♍দীপ্তি শর্মা। অস্ট্রেলিয়ার তার♉কা ব্যাটার অ্যালিসা হিলির পরিবর্তে ইউপি ওয়ারিয়র্জ দলের অধিনায়ক নির্বাচিত হলেন টিম ইন্ডিয়ার এই গুরুত্বপূর্ণ সদস্য। দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এই ভারতীয় ক্রিকেটারের কাঁধেই অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিল উত্তর প্রদেশের ফ্র্যাঞ্চাইজি।
অবশ্য WPL শুরুর আগে বড় ধাক্কাও খেয়েছে উত্তর প্রদেশের ওয়ারিয়র্জ ফ্র্যাঞ্চাইজি। কারণ অস্ট্রেলিয়ান অধিনায়ক তথা ওপেনার ব্যাটার অ্যালিসা হেলি চোট পেয়ে ছিটকে গেছেন গোটা প্রতিযোগিতা থেকে। এর জেরেই গতবার হিলির সহকারী হিসেবে থাকা অর্থাৎ ভাইস ক্যাপ🌟্টেনের দায়িত্ব পালন কর🃏া দীপ্তি শর্মাকে অধিনায়ক হিসেবে বেছে নিল তাঁরা।
অবশ্য প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে অ্যালিসা হিলির শূন্যস্থান কে পূরণ 🐷করবেন। কারণ অস্ট্রেলিয়ার এই ব্যাটারের যা যোগ্যতা এবং দক্ষতা, তাঁর ধারে কাছে অনেক কম ক্রিকেটারই রয়েছে। ফলে শেষ মূহূর্তে তাঁর সঠিক পরিবর্তন ক্রিকেটার খোঁজা এবং তাঁকে ওপেনিংয়ে সেট করানো অনেক বড় চ্যালে🥀ঞ্জ হতে চলেছে তাঁদের সামনে।
ডান পায়ে চোটের জন্য গত অ্যাসেজ সিরিজের ম্যাচে খেলেননি অস্ট্রেলিয়ার মহিলা দলের অধিনায়ক অ্যালিসা হিলি। টি২০ বিশ্বকাপ এবং বিবিএলের অনেক ম্যাচেও খে🃏লতে পারেননি। ফলে মনে করা হচ্ছিল তাঁর পক্ষে WPLএ খে🍬লা সম্ভব হবে না, আর সেই সম্ভাবনাই সত্যি হল। ফলে অধিনায়ক কাকে দেওয়া হবে, সেই বিষয়টা নিয়ে শেষ কিছুদিন ধরেই আলোচনা সেড়েছে এই ফ্র্যাঞ্চাইজি।
গতবারের আইপিএলে ইউ ওয়ারিয়র্জ দলের সর্বোচ্চ রানের মালিক ছিলেন দীপ্তি শর্মা। আর বল হাতে তিনি প্রতিযোগিতার পঞ্চম সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন। লোয়ার মিডল অর্ডারে এসেও ইউরিপ সর্বোচ্চ রানের মালিক হওয়ায় তিনি যে দলের অন্যতম সেরা অস্ত্র ♏সেকথা বলার অপেক্ষা রাখে না। ২৯৫ রান তিনি করেছিলেন ৮ ইনিংসে, আউটট হয়েছিলেন মাত্র ২বার। বল হাতে নিয়েছিলেন ১০টি উইকেট, ইকোনমি ছিল ৭.২৩।
অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ায় স্মৃতি মন্ধনা (রয়্যাল চ্যালেঞ্জার🌜্স বেঙ্গালুরু), হরমনপ্রীত কৌরের(মুম্বই ইন্ডিয়ান্স) সঙ্গে তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে আগামী WPLএ অধিনায়কত্ব করবেন দীপ্তি শর্মা। ফলে নিজের অলরাউন্ড পারফরমেন্স দেখানোর পাশ🌃াপাশি অধিনায়কত্বের স্কিলও তুলে ধরার বড় সুযোগ পেলেন দীপ্তি শর্মা।