খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে সিনিয়র উইমেন্স ইন্টার জোনাল মাল্টি-ডে ট্রফির ফাইনালে উঠল দীপ্তি শর্মার নেতৃত্বাধীন পূর্বাঞ্চল দল। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে দীপ্তিরা হারিয়ে দেন ওহরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন উত্তরাঞ্চলকে। ক্যাপ্টেন হরমনপ্রীত ম্যাচের দুই ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ হন। উত্তরাঞ্চলের হয়ে একা লড়াই চালান শেফালি বর্মা। তবে দীপ্তির ঘূর্ণিতে ধরাশায়ী হন হরমনপ্রীতরা।
অন্যদিকে টুর্ন𒐪ামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে স্মৃতি মন্ধনার নেতৃত্বাধীন পশ্চিমাঞ্চলকে টপকে ফাইনালে ওঠে মিন্ন꧒ু মণির দক্ষিণাঞ্চল। ম্যাচ ড্র হলেও প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ফাইনালের টিকিট হাতে পায় দক্ষিণাঞ্চল। অর্থাৎ, সিনিয়র উইমেন্স ইন্টার জোনাল মাল্টি-ডে ট্রফির খেতাবি লড়াইয়ে সম্মুখসমরে নামবে পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল।
পূর্বাঞ্চল বনাম উত্তরাঞ্চল প্রথম সেমিফাইনালের ফলাফল:-
পুণে ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে পূর্বাঞ্চল। তারা তাদের প্রথম ইনিংসে মাত্র🌃 ১৩২ রান তোলে। মণিকা দাস ২৯, দূর্গা মুর্মু ২৮, ধারা গুজ্জর ১৭ ও উমে ছেত্রী ১৩ রান করেন। ক্যাপ্টেন দীপ্তি প্রথম ইনিংসে মাত্র ১ রানে আউট হন। রিচা ঘোষ ৪ রান করে সাজঘরে ফেরেন। সাইকা ইশাক ১১ রানের যোগদান রাখেন।
পালটা ব্যাট করতে নেমে উত্তরাঞ্চল তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ১৪৪ রানে। অর্থাৎ, প্রথম ইনিংসের নিরিখে ১২ রানের সংক্ষিপ্ত লিড নেয় তারা। শেফালি বর্মা ৫৮ রানে আᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚউট হন। হর𝕴মনপ্রীত কৌর ১০ রান করে আউট হয়ে বসেন। মন্নত কাশ্যপ ১৮ রান করে নট-আউট থাকেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পূর্বাঞꦐ্চল দৃঢ়তা দেখায়। তারা তাদের𓃲 দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৮২ রান তুলে ব্যাট ছেড়ে দেয়। উমা ছেত্রী ৩৭, দীপ্তি শর্মা ৩৯, রিচা ঘোষ ৩১, ধারা গুজ্জর ৫৮, রিজু সাহা ৪৫ ও সাইকা ইশাক ৩৭ রান করেন।
আরও পড়ুন:- BAN vs SL💜: বাংলাদেশ নাকি প্র্যাক্টিস꧒ ম্যাচ খেলার মতো দল! সিরিজ জিতে চরম বিদ্রুপ শ্রীলঙ্কার, দেখুন কী কাণ্ড ঘটাল তারা
জয়ের জন্য ২৭১ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামে উত্তরাঞ্চল। তারা মাত্র ১৩৫ রানে অল-আউট হয়ে যায়। শেফালি বর্মা ৪৯ রান করেন। হরমনপ্রীত ৫ রান করে আউট হন। প্রথম ইনিংসে ৪টি উইকেট নেওয়া দীপ্তি শর্মা দ্বিতীয় ইনিংসে ৬টি উইকেট নেন। অর্থাৎ, দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নেন পূর্বাঞ্চল💮ের ক্যাপ্টেন। ১৩৫ রানে ম্যাচ জিতে ফাইনালে ওঠেন দীপ্তিরা।
পঞ্চিমাঞ্চল বনাম দক্ষিণাঞ্চল দ্বিতীয় সেমিফাইনালের ফলাফল:-
ডিওয়াই পাতিল অ্যাকাডেমি গ্রাউন্ডে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে দক্ষিণাঞ্চল। তারা প্রথম ইনিংসে ২৮৯ রান তোলে। অরুন্ধতী রেড্ডি ৮৫, সজীবন সজনা ৭৪ ও তমন্না নিগম ৫৫ রান করেন। পালটা ব্যাট করতে নেমে পশ্চিমাঞ্চল তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ২৩০ রানে। অর্থাৎ, প্রথম ইনিংসের নিরিখে ৫৯ রানের লিড নেয় দক্ষিণাঞ্চল। পশ্চিমাঞ্চলের ক্যাপ্টেন স্মৃতি মন্ধনা ৩০ রান করেন। যস্তিকা ভাটিয়া করেন ৬৭ রান। দক্ষিণাঞ্চল দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৬২ রান তুললে ম্যাচ ড্র ঘোষিত হয়। তমন্না দ্বিতীয় ইনিংসে ৯৯ রানে 🦩আউট হন।