জিম্বাবোয়ের ডোমেস্টিক টি-২০ কম্পিটিশনের ফাইনালে ধ্বংসাত্মক ক্রিকেট উপহার দিল ডারহ্যাম। প্রতিপক্ষ দলকে নামমাত্র রানে অল-আউট ক⛄রে ছেলেদের টি-২০ ক্রিকেটের ইতিহাসে তৃতীয় বৃহত্তম জয় তুলে নেয় তারা। উল্লেখযোগ্য বিষয় হল, ডারহ্যামের প্রতিপক্ষ দল মাশোনাল্যান্ড ঈগলস টি-২০ ক্রিকেটের ইতিহাসে সব থেকে কম রানে অল-আউট হওয়ার নিরিখে তিন নম্বরে জায়গা করে নেয়।
হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ডারহ্যাম। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২২৯ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। বাস ডি'লিড দলের হয়ে সব থেকে বেশি ৫৮ ♒রান করেন। ২৯ বলের ধ্বংসাত্মক ইনিংসে তিনি ২টি চার ও ৫টি ছক্কা মারেন।
ওপেন করতে নেমে নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন উইকেটকিপার-ব্যাটার ✅ওলি রবিনসন। তিনি ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২০ বলে ৪৯ রান করে মাঠ ছাড়েন। ২২ বলে ৪৬ রানের মারকাটারি ইনিংস খেলে নট-আউট থ𒉰াকেন হেডন মাস্টার্ড। তিনি ৫টি চার ও ২টি ছক্কা মারেন।
ক্যাপ্টেন অ্যালেক্স লিস মাত্র ৯ রান করে সাজঘরে ফেরেন। কলিন অ্যাকারম্যান করেন ৯ রান। পল কাফলিন ৮ রান করে ডাগ-আউটে ফেরেন। ঈগলসের হ🤪য়ে ৩৫ রানে ২টি উইকেট নেন তানাকা শিভাঙ্গা। ৪২ রান খরচ করে ২টি উইকেট নেন মার্শাল তাকোদজা। হামজা সাজাদ ও মুজোন্দো ১টি করে উইকেট পকেটে পোরেন।
পালটা ব্যাট করতে নেমে ঈগলস ৮.১ ওভারে মাত্র ১৬ রানে অল-আউট হয়ে যায়। ছেলেদের টি-২০ ক্রিকেটের ইতিহাসে এটি তৃতীয় নিন্মতম দলগত ইনিংস। ২১৩ রানের বিশাল꧙ ব্যাবধানে ম্যাচ জেতে ডারহ্যাম। ছেলেদের টি-২০ ক্রিকেটের ইতিহাসে এটি তৃতীয় বৃহত্তম ব্যবধানে ম্যাচ জয়ের নজির। ঈগলসের কোনও ব্যাটার দুই অ✨ঙ্কের রানে পৌঁছতে পারেননি। খাতা খুলতে পারেনিন তাদের ৫ জন ব্যাটার। ক্যাপ্টেন চামু ৪ রান করে মাঠ ছাড়েন।
আরও পড়ুন:- তিন ফর্ম্যাটেই ১০০ ম্য়াচ খেলা অভিজাত ক্লাবের চতুর্থ সদস্য সাউদি, বাকি🔯 ৩ জন কারা?
ডারহ্যামে🌺র লিউক রবিনসন কোনও রান খরচ না করেই ২টি উইকেট তুলে নেন। ৩ রানে ২টি উইকেট নেন কালাম পারকিনসন। ৪ র🐎ানে ২টি উইকেট দখল করেন পল কাফলিন। বাস ডি'লিড ১টি উইকেট পকেটে পোরেন।
ছেলেদের টি-২০ ক্রিকেটে সব থেকে কম রানের দলগত ইনিংস:-
১. আইল অফ ম্যান ২০২৩ সালে স্পেনের বিরুদ্ধে ১০ রানে অল-আউট হয়।
২. সিডনি থান্ডার ২০২২ সালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিরুদ্ধে ১৫ রানে অল-আউট হয়।
৩. মাশোনাল্যান্ড ঈগলস ২০২🌊৪ সালে ডারহ্যামের বিরুদ্ধে ১৬ রানে রানে অল-আউট হয়।
ছেলেদের টি-২০ ক্রিকেটে সব থেকে বড় ব্যবধানে জয়:-
১. নেপাল ২০২৩ সালে মঙ্গোলিয়াকে ২৭৩ রানে হারিয়ে দেয়।
২. চেক প্রজাতন্ত্র ২০১৯ সালে তুরস্ককে ২৫৭ রানে পরাজিত করে।
৩. ডারহ্যাম ২০২৪ সালে ঈগলসকে ২১৩ রানে হারিয়ে দেয়।