ভারতের ইতিহাস লেখার দিন, যন্ত্রণা থেকে মুক্তির মুহূর্তে ভারতের তারকা প্লেয়ার বিরাট কোহলি টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসরের কথা ঘোষণা করে দেন। রোমাঞ্চকর ফাইনাল জেতার পর যখন পুরো টিম সেলিব্রেশনে মত্ত, তখনই কোহলির এই ঘোষণা কিছুটা হলেও ধাক্কা ছিল। তবে টি২০ থেকে সরে দাঁড়ানোর ঘোষণার জন্য বিশ্ব জয়ের চেয়ে বড়🥀 মঞ্চ আর হতে পারে না। কোহলি জানিয়ে দেন, তিনি টেস্ট, ওডিআই খেললেও, আন্তর্জাতিক টি২০ আর খেলবেন না।
আরও পড়ুন: বিশ্বকা💧প জিতিয়ে রাজার মতো T20I-কে আলবিদা ��জানালেন রোহিতও
শামির বিশেষ বার্তা
এর পরেই ভারতের তারকা পেসার মহম্মদ শামি আবেগে ভেসেছেন। চোটের কারণে তিনি ওডিআই বিশ্বকাপের পর থেকে দলের বাইরে। টি২০ বিশ্বকাপের দলেও তিনি থাকতে পারেননি। তবে কোহলির আন্তর্জাতিক টি২০ থেকে অবসরের কথা শুনেই হৃদয়গ্রাহী একটি মেসেজ শেয়ার করেছেন শামি। তিনি তাঁর ইনস্টাগ্রামে কোহলির প্রতি তা꧑ঁর ভালোবাসা, শ্রদ্ধা প্রকাশ করে শামি লিখেছেন, ‘একটি যুগের অবসান। বিরাট ভাই, আপনি আপনার আবেগ, নিষ্ঠা এবং ব্যতিক্রমী দক্ষতা দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন। আপনার লিডারশিপ এবং স্পোর্টসম্যানশিপ চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আপনার সাথে খেলতে পারাটা সম্♓মানের। আপনার ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য শুভ কামনা।’ সঙ্গে তিনি কিছু ছবিও পোস্ট করেছেন।
আরও পড়ুন: শেষ টি২০ খেলে𝄹 ফেললাম, নবীন প্🅘রজন্ম তৈরি… ট্রফি জিতে বিরাট মঞ্চ ত্যাগ
শামির এই অনুভূতি ক🔜্রিকেট সম্♏প্রদায়ের মধ্যে গভীর ভাবে অনুরণিত হয়েছে। কারণ তিনি কোহলির বিশাল অবদানের কথা বিশেষ ভাবে তুলে ধরেছেন। এবং ধর্ম নিয়ে ট্রোলারদের আক্রমণের সময় যেভাবে কোহলি পাশে ছিলেন, তাতে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ছবিগুলির মাধ্যমে।
কোহলির ঘোষণা
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতার পর বিরাট কোহলি বলে দেন য𝄹ে, ‘এটাই আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ, এটাই আমরা অর্জꩲন করতে চেয়েছিলাম। মাঝে মাঝে মনে হবে যে, আপনি হয়তো রান পাচ্ছেন না। তার পরেই একটা বড় রান আসে। আসলে আমার কাছে ব্যাপারটা ছিল, হয় এখন, না হলে কখনও নয়। একদিনই পারফর্ম করলাম, আর এটা কাজে এল দলের।’
সঙ্গে তিনি যোগ করেন, ‘ভারতের হয়ে এটাই ছিল আমার শেষ টি-টোয়েন্🎀টি ম্যাচ। চেষ্টা করেছি দলে যতটা সম্ভব অবদান রাখার। পরিস্থিতিকে সম্মান দেখিয়ে খেলার চেষ্টা করেছি। আমরা কাপটি তুলতে চেয়েছিল🧸াম, সেটা পেরেছি। এখনই সময়, টি-টোয়েন্টিকে পরের পরবর্তী প্রজন্মের এগিয়ে নিয়ে যাওয়ার। দারুণ কিছু খেলোয়াড় আছে, যারা দলকে সামনে এগিয়ে নিতে পারবে।’
আরও পড়ুন: হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল… ক্যাপ্টেন কুলের মোড়ক খুলে রোহিতদের উচ্ছ্বসিত শুভেচ্ছা ধ🅰োনির
টি-টোয়েন্টিতে মোট ১২৫টি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। ৪৮.৬৯ গড়ে ৪১৮৮ রান করেছেন। একটি সেঞ্চুরি রয়েছে তাঁর। গত বছর এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে এই শতরানটি করেছিলেন তিনি। এ ছাড়া কোহলি ৩৯টি অর্ধশতরান করে ফেলেছেন। হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২০১০ সালে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল কোহলির। ঘটনাচক্রে, কোহলির অবসরের পর ফের জিম্বাবোয়ে সফরে যাবে টিম ইন্ডিয়া। তবে এই দলে সিনিয়ররা কেউ থাকছেন না। তরুণ প্রজন্মকেই এই সফরে সুযোগ দেওয়া হয়েছে। যাইহোক ভারতীয় টি২০ ক্রিকেটের ইতিহাসে দাঁড়ি পড়ল ‘বিরাট’ অধ্যায়ের🃏।