ICC WTC 2023-25 Points Table: ম্যাঞ্চেস্টার টেস্টে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে ইংল্যান্ড দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে। তবে এর পা﷽শাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ অর্থাৎ ডব্লিউটিসি ২০২৩-২৫-র পয়েন্ট টেবিলেও বিরাট লাফ দিয়েছে ইংল্যান্ড দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই জয়ের ফলে ইংল্যান্ডের অ্যাকাউন্টে ১২ পয়েন্ট যোগ হয়েছে এবং তাদের অ্যাকাউন্টে এখন মোট পয়েন্ট ৪১.০৭ শতাংশ হয়েছে। ইংলিশ দল এখন তিন ধাপ লাফিয়ে সপ্তম থেকে চতুর্থ স্থানে উঠে এসেছে। এর সঙ্গে, দলটি প্রথমবারের মতো ডাব্লুটিসি ফাইনাল খেলার দাবিও জানাচ্ছে। আমরা আপনাকে বলি, ইংল্যান্ড গত দুই চক্রের মধ্যে একবারও WTC ফাইনালে পৌঁছায়নি।
আমরা যদি WTC পয়েন্ট টেবিলের দিকে তাকাই, তাহলে দেখতে প꧟াব রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া ৬৮.৫২ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। যেখানে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ান দল ৬২.৫০ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এই দুই দলের মধ্যে সর্বশেষ WTC ফাইনাল খেলা হয়েছিল। ৫০ শতাংশ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নিউজিল꧟্যান্ড এবং সেরা-৫-এ তাদের ছাড়াও রয়েছে ৪০ শতাংশ নম্বর নিয়ে শ্রীলঙ্কা।
আরও পড়ুন… AUSW A vs INDW A: কাজে এল না রাঘবী-উমার লড়াই! শেষ ম্যাচ ৪৫ রানে হেরে অস্ট্রেলিয়াꦚ সফর শেষ করল ভারত
বড় ধাক্কা খেল পাকিস্তান দল
এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বিরাট সুবিধা পেয়েছে ইংল্যান্ড দ✱ল। আগে সপ্তম স্থানে থাকলেও এখন পাকিস্তানকে পিছনে ফেলেছে ইংল্যান্ড দল। জানিয়ে রাখি, ইংল্যান্ডের এই জয়ের আগে পাকিস্তান ছিল ছয় নম্বরে। কিন্তু এখন তারা একধাপ নেমে গিয়েছে। অন্যদিকে বর্তমানে বাংলাদেশের বিরুদ্ধে খেলছে পাকিস্তান। এখন সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়া তাদের জন্য খুবই কঠিন। এমন পরিস্থিতিতে পয়েন্ট টেবিলে তাদের আরও ক্ষতির মুখে পড়তে হতে পারে।
ইংল্যান্ডের আর কত ম্যাচ বাকি?
শ্রীলঙ্কার বিরুদ্ধে ইংল্যান্ডের আর একট💛ি ম্যাচ বাকি রয়েছে। এরপর পাকিস্তান ও নিউজিল্যান্ড সফরে যেতে হবে ইংলিশ দলকে। ইংল্যান্ড পাকিস্তানে ব্যাজবল চালু করেছিল এবং ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল। এমন অবস্থায় শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টেস্ট জিতলে ফাইনালে নিজেদের দাবি আরও🎐 মজবুত করতে পারবে ইংল্যান্ড।
WTC 2025 আপডেট করা পয়েন্ট টেবিল
১) ভারত শীর্ষস্থানে রয়েছে তাদের জয়ের শতাংশ ৬৮.৫১। ভারতের সংগ্রহে রয়েছে ৭৪ পয়েন্ট। ছয়টি ম্যাচ জয়ের পাশাপাশি ২টিতে হার ওএ𒈔কটি ম্যাচড্র করছে ভারত।
২) 𝄹অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে রয়েছে তাদের জয়ের শতাংশ ৬২.৫০। অস্ট্রেলিয়ার সংগ্রহে রয়েছে ৯০ পয়েন্ট। আটটি ম্যাচ জয়ের পাশাপাশি ৩টি𓆉তে হার ও একটি ম্যাচ ড্র করছে অস্ট্রেলিয়া।
৩)💛 নিউজিল্যান্ড তৃতীয় স্থানে রয়েছে তাদের জয়ের শতাংশ ৫০। নিউজিল্যান্ডের সংগ্রহে রয়েছে ৩৬ পয়েন্ট। তিনটি ম্যাচ জয়ের পাশাপাশি ৩টিতে হার ও একটি ম🐽্যাচও ড্র করেনি নিউজিল্যান্ড।
৪) ইংল্যান্ড চতুর্থ স্থানে রয়েছে তাদের জয়ের শতাংশ ৪১.০৭। ইংল্ꦚযান্ডের সংগ্রহে রয়েছে ৬৯ পয়েন্ট। সাতটি💝 ম্যাচ জয়ের পাশাপাশি ৬টিতে হার ও একটি ম্যাচে ড্র করেছে ইংল্যান্ড।
৫) শ্রীলঙ্কা পঞ্চম স্থানে রয়েছে তাদের জয়ের শতাংশ ৪০। ♛শ্🅰রীলঙ্কার সংগ্রহে রয়েছে ২৪ পয়েন্ট। দুটি ম্যাচ জয়ের পাশাপাশি ৩টিতে হার ও একটি ম্যাচও ড্র করেনি শ্রীলঙ্কা।
৬) দক্ষিণ আফ্রিকা ষষ্ঠ স্থানে রয়েছে তাদের জয়ের শতাংশ ৩৮.৮৯। দক্ষিণ আফ্রিকার সংগ্রহে রয়েছে ২৮ পয়েন্ট। দুটি ম্যাচ জয়ের পাশাপাশি ৩টি𒁃তে হার ও একটি ম্যাচে ড্র করেছে দক্ষিণ আফ্রিকা।
৭) পাকিস্তান সপ্তম স💞্থানে রয়েছে তাদের জয়ের শতাংশ ৩৬.৬৬। পাকিস্তানের সংগ্রহে রয়েছে ২২ পয়েন্ট। দুটি ম্যাচ জয়ের পাশাপাশি ৩টিতে হার ও একটি ম্যাচও ড্র করেনি পাকিস্তান।
৮) বাংলাদেশ অষ্টম স্থানে রয়েছে তাদের জয়ের শতাংশ ২৫.০০। বাংলাদেশের সংগ্রহে রয়েছে ১২ পয়েন্ট। একটি ম্যাচ জয়ের পাশ𓆉াপাশি ৩টিতে হার ও একটি ম্যাচᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚও ড্র করেনি বাংলাদেশ।
৯) ওয়েস্ট ইন্ডিজ নবম স্থানে রয়েছে তাদের জয়ের শতাংশ ১৮.৫২। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহে রয়েছে ২০ পয়েন্ট। একটি ম্যাচ জয়ের পাশাপাশি ৬টিতে হার ও দুটি ম্যাচে ড্র করেছে ওয়েস্ট💖 ইন্ডিজ।