শুভব্রত মুখার্জি:- শনিবার নভি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্পোর্টস অ্যাকাডেমির মাঠে ইতিহাসের সাক্ষী থেকেছেন দর্শকরা। ভারত বনাম শক্তিশালী ইংল্যান্ডের মহিলা দলের বিরুদ্ধে একটি মাত্র টেস্ট খেলা হয়েছিল এই মাঠে। আর সেই মাঠেই আজ নয়া নজির স্থাপন করেছেন ভারতীয় মেয়েরা। ভেঙে দিয়েছেন ২৫ বছর আগের নজির। ইংল্যান্ড দলকে রীতিমতো দুরমুশ করেছে ভারতীয় দল। ৩৪৭ রানের বিপুল ব্যবধানে টেস্ট জিতেছেন হরমনপ্রীত কৌররা। ম্যাচ হেরে স্বাভাবিকভাবেই হতাশ ইংল্যান্ড অধিনায়ক হিথার নাইট। পিচ নিয়ে যে ♔তিনি একেবারেই খুশি নন তা ব্যক্ত করেছেন তিনি। তাঁর সোজাসাপটা বক্তব্য অত্যন্ত প্রতিকূল পরিস্থিতি ছিল।
ম্যাচ শেষে ইংল্যান্ড অধিনায়ক জানান, 'ভারত দুর্দান্ত খেলেছে। অনবদ্য পারফরম্যান্স করেছে ওরা। আমাদেরকে তার ফল ভুগতে হয়েছে। ওঁরা প্রথম ইনিংসে খুব ভালো ব্যাটিং করেন। দল হিসেবে আমরা ম্যাচটা থেকে অনেক কিছু শিখেছি। তবে ভারতকে আলাদা করে কৃতিত্ব দিতেই হবে। য🐟েভাবে ওরা খেলেছে তা অনবদ্য। পরিবেশ পরিস্থিতি বেশ কঠিন ছিল। আমরা ওএই ধরনের পরিবেশ, পরিস্থিতিতে খেলতে অভ্যস্ত না। এই উইকেটে রান করাটা খুব কষ্টকর ছিল।এর আগে বলকে কখনও এতটা স্পিন করতে দেখিনি।এর আগে এমন শুকনো উইকেট কখনো দেখিনি। আমরা যে সব ফর্ম্যাটে প্রধানত খেলি ৫০ ওভার এবং টি-২০ ম্যাচ সেখানে কোনদিন উইকেটে বল এতটা স্পিন করতে দেখিনি।'
তিনি আরও যোগ করেন, 'আমি মনে করি না ভারত ছাড়া এমন কঠিন পরিস্থিতিতে আর কোথাও আমাদের পড়তে হবে। ভারত প্রথম ইনিংসে তো ভালো বল করেইছে। দ্বিতীয় ইনিংসে ভারত আরো বেশি ভালো বল করেছে। আমাদের বেশ কিছু বিষয়ে উন্নতি করতে হবে। ভারতের পরিবেশ পꦦরিস্থিতি একজন ক্রিকেটার হিসেবে কঠিন পরীক্ষা আপনাকে দিতে হবে। সঠিক লাইন এবং লেন্থে বল না করলে মার খেতে হবে। আমরা যেভাবে চেয়েছি ম্যাচটা সেইভাবে আমাদের পক্ষে যায়নি।তবে এই অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছুই শিখতে পেরেছি।'
উল্লেখ্য ভারত প্রথম ইনিংসে ৪২৮ রানে অলআউট হয়ে যায়। ভারতের হয়ে চারজন ব্যাটার অর্ধশতরান করেন। সর্বোচ্চ ৬৯ রান করেন শুভা সতীশ। জেমিমা ৬৮ এবং দীপ্তি শর্মা ৬৭ রান করেন। জবাব﷽ে ইংল্যান্ড মাত্র ১৩৬ রানে অলআউট হয়ে যায়। ন্যাট স্কিভার ব্রান্ট একমাত্র অর্ধশতরান (৫৯) করেন। ভারতের🔯 হয়ে দীপ্তি শর্মা পাঁচটি উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ভারত ৬ উইকেটে ১৮৬ রানে ডিক্লেয়ার দেয়। ফলে ম্যাচ জয়ের জন্য ৪৭৯ রান দরকার ছিল ইংল্যান্ডের।তারা মাত্র ১৩১ রানে অলআউট হয়ে যায়। দীপ্তি শর্মা নেন চারটি উইকেট। ফলে ৩৪৭ রানের বড় ব্যবধানে জয় পায় ভারত। ম্যাচের সেরা হয়েছেন দীপ্তি শর্মা।