ℱ পাকিস্তানের ক্রিকেটার শাদাব খান মহিলা অভিনেত্রীদের মেসেজ পাঠানো প্রসঙ্গে খোলাখুলি মত প্রকাশ করেছেন। এবং তিনি দাবি করেছেন যে অনেক সময় বিষয়গুলো অতিরঞ্জিত করে বলা হয়। শাদাব খান জানিয়েছেন অভিনেত্রীরা শুধুমাত্র খ্যাতির জন্য এ সব বিষয় সামনে আনেন।
𓆏জিও নিউজের ‘হাসনা মানা হ্যায়’ শো-তে এক ভক্ত শাদাব খানকে প্রশ্ন করেন, ‘অনেক মহিলা অভিনেত্রী দাবি করেন যে ক্রিকেটাররা তাদের সোশ্যাল মিডিয়ায় মেসেজ পাঠান, আপনি কি কখনও কোনও অভিনেত্রীকে মেসেজ পাঠিয়েছেন?’ এর জবাবে শাদাব খান বলেন, ‘যদি ক্রিকেটাররা মেসেজ পাঠিয়েও থাকেন, তাতে দোষের কী আছে?’
আরও পড়ুন… ﷽Australian Open 2025: নোভাক জকোভিচের চোট নিয়ে প্রশ্ন তুললেন রাফায়েল নাদালের প্রাক্তন কোচ
🐲শাদাব খান আরও বলেন, ‘প্রত্যেকেরই ব্লক করার অপশন থাকে, তাই যদি পছন্দ না হয়, তাহলে উত্তর দেবেন না। তবে অনেক সময় অভিনেত্রীরাও মেসেজের জবাব দেন এবং আগ্রহ দেখান। যেন তারা কথোপকথন চালিয়ে যেতে চান।’
🌟এই শো চলাকালীন শাদাব খান আরও জানান যে ক্রিকেটারদের মধ্যেও এ নিয়ে আলোচনা হয় যে কে, কোন অভিনেত্রীকে মেসেজ পাঠিয়েছে। ২৬ বছর বয়সি এই ক্রিকেটার বলেন, ‘আমরা অনেক ভিডিয়ো দেখেছি যেখানে ব্যাপারগুলো অতিরঞ্জিত করে উপস্থাপন করা হয়, কিন্তু বাস্তবতা এমনটা নয়। কিছু অভিনেত্রী কেবল খ্যাতি অর্জনের জন্য এমন করেন। বিশেষ করে যখন কোনও টুর্নামেন্ট বা বিশ্বকাপ চলতে থাকে। তখন এমন ঘটনাগুলো সামনে আসে, কারণ তখন সকলের নজর ক্রিকেটের দিকে থাকে।’
আরও পড়ুন… ♈SL vs AUS 1st Test Day 1: গাভাসকর-লারাকে টপকালেন! ব্যাট হাতে গলে একাধিক নজির গড়লেন স্টিভ স্মিথ
꧂গত বছর পাকিস্তানি টিকটকার শাহতাজ খান দাবি করেছিলেন যে শাদাব খান তার সঙ্গে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে কথা বলতেন এবং তিনি শাদাবকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন। পাকিস্তানের এই অলরাউন্ডার দুই বছরেরও বেশি সময় ধরে মালাইকার সঙ্গে বিবাহিত, যিনি কিংবদন্তি ক্রিকেটার সাকলিন মুস্তাকের কন্যা। তবে শাহতাজ খান দাবি করেছিলেন যে তিনি শাদাবের বিয়ের ব্যাপারে জানতেন না।
𒁏শাহতাজ খান বলেছিলেন, ‘শাদাবের বিয়ের খবর শুনে আমি খুব হতাশ হয়েছিলাম, যা স্বাভাবিক কারণ যখন আপনার ক্রাশ অন্য কাউকে বিয়ে করে, তখন এমন অনুভূতি আসতেই পারে। আমি তখনও তার সঙ্গে কথা বলছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে সে বিয়ে করতে চলেছে।’ এ প্রসঙ্গে শাদাব বলেছিলেন, ‘এ সব দাবির কোনও ভিত্তি নেই, যা বলা হচ্ছে, তেমন কিছুই ঘটেনি।’