কানপুরে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনেও এক বলও গড়ালো না। ফল🅰ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার কাজটা আরও অনেকটাই কঠিন হয়ে গেল ভারতীয় দলের সামনে। কারণ এই ম্যাচ জেতার পরেও আরও চারটি ম্যাচ জিততে হত ভারতকে, ফাইনালে যেতে গেলে। কিন্তু যা পরিস্থিতি, তাতে পরের দুই দিন যদি টানা ১৮০ ওভারের খেলাও হয়, তাহলেও তাঁর মধ্যে বাংলাদেশের দুই ইনিংসেই জবনিকা টানার পাশাপাশি, নিজেদের বড় রান করার কাজটা কঠিনই হতে চলেছে ভারতীয় দলের সামনে।
কানপুর টেস্টে কি অবস্থা?
এই মূহূর্তে বাংলাদেশ দল ব্যাটিং করছে ১০৬ রানে, তাঁদের হাতে রয়েছে এখনও ৭ উইকেট। অপরাজিত রয়েছেন মোমিনুল হক এবং মুশফিকুর রহিম। ফলে পরের দুই দিনের মধ্যে ভারতকে ম্যাচ জিততে গেলে প্রথম সেশানের মধ্যেই বাংলাদেশকে অলআ💙উট করতে হবে। সেক্ষেত্রে মধ্যাহ্নভোজের আগে যদি বাং𝔉লাদেশ অলআউট হয়, তাহলে দিনের শেষের মধ্যেই ভারতকে একদিনের ম্যাচের ঢংয়ে রান তুলতে হবে।
বড় রান যদি তুলতে পারে টিম ইন্ডিয়া, সেক্ষেত্রে ইনিংস ডিক্লিয়ার করে একটা চান্স নিতে পারে তাঁরা বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে অলআউট করার। সেক্ষেত্রেও হাতে একটা দিন রাখতে হবে। ফলে সোমবার প্রথম ইনিংসে যেমন বোলারদের অবিশ্বাস্য কিছু করে দেখাতে হবে, তেমনই বাকি দুই ইনিংসে ব্যাটারদের অসম্ভবকে সম্ভব করার কাজ করতে হবে। কিন্তু বাংলা🐈দেশের ব্যাটাররা যদি চতুর্থ দিনে উইকেটে টিকে যান, তাহলে এই ম্যাচের ৯০ শতাংশ সম্ভাবনাই থাকবে ড্র হওয়ার।
কানপুরে আবহাওয়ার পূর্বাভাস কি বলছে?
কানপুরে আবহাওয়ার পূর্বাভাস বলছে সোমবার এবং মঙ্গলবার মাত্র ৩ শতাংশ সম্ভাবনা রয়েছে বৃষ্টির। অর্থাৎ খেলার সম্ভাবনা প্রবল রয়েছে বাকি দুই দিনে। রোদ ওঠারও সম্ভাবনা রয়েছে🌌। আর যেটুকু বৃষ্টিপ পূর্বাভাস রয়েছে, তা ভোরের দিকে। অর্থাৎ খেলার সময় কোনও সমস্যা হওয়ার কথা নয়।
কানপুর টেস্টে তৃতীয় দিনে অবশ্য ম্যাচ🐻ের সময় কোনও বৃষ্টি পড়েনি। কিন্তু আউটফিল্ড ভিজে থাকার কারণে এবং বোলিং রান আপের জায়গায় জল থাকায় সকাল থেকেই ম্যাচ শুরু করা যায়নি। দুই দলের ক্রিকেটারদেরই হোটেলে থাকꦗতে বলা হয়। দুপুরের পর মাঠের উন্নতি না হওয়ায়, ২টোর সময় আম্পায়াররা তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।
এরপরই কানপুরে বিসিসিআইয়ের আওতায় থাকা গ্রিন পার্ক স্টেডিয়াম নিয়ে নিজেদের বিরক্তি উগড়ে দিয়েছেন ক্রিকেটভক্তরা। তাঁদের স্পষ্ট বক্তব্য, বিশ্বের ধনিতম বোর🌄্ড হয়ে লাভ কি যদি সঠিক পরিকাঠামো তাঁরা ভারতীয় দলের ম্যাচেও দিতে না পারে। কারণ এই ম্যাচ যদি ড্র হয়ে যায় বৃষ্টির জন্য, তাহলে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার স্বপ্ন বড় ধাক্কা খাবে।