১২ বছর আগে ঠিক একই ভাবে ব্যর্থ হয়েছিল আসমাভিয়া ইকবালের লড়াই। মঙ্গলবার মীরপুরে জলে গেল ফারিহা ইসলাম তৃষ্ণার দুরন্ত হ্যাটট্রিক। বাংলাদেশের ২১ বছর বয়সী বাঁ-হাতি পেসার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত বল করেন। তবে ফের একবার ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ হেরে মাঠ ছಞাড়তে হয় বাংলাদেশের মহিলা ক্রিকেট দলকে। ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পরে এবার অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের কাছে টি-২০ সিরিজও হেরে বসল বাংলাদেশ।
প্রথম টি-২০ ম্যাচে হেরে বাংলাদেশ আগেই সিরিজে পিছিয়ে ছিল। মঙ্গলবার মীরপুরের দ্বিতীয় টি-২০ ম্যাচটি ছিল বাংলাদেশ𝐆ের কাছে সিরিজে টিকে থাকার লড়াই। এই ম্যাচে টস জিতে অস্ট্রেলিয়া শুর𒊎ুতে ব্যাট করতে নামে। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৬১ রান তোলে।
অস্ট্রেলিয়া কার্যত হালকা চালে মাঠে নামে এদিন।🔯 কেননা, ক্যাপ্টেন অ্যালিসা হিলি ꧙সতীর্থদের ব্যাটিংয়ের সুযোগ দিতে নিজে ব্যাট করতেই নামেননি। ব্যাটিং অর্ডারের ১০ নম্বরে নাম ছিল তাঁর। বেথ মুনি ব্যাট করতে নামেন নয় নম্বরে। তা সত্ত্বেও অস্ট্রেলিয়া বাংলাদেশের সামনে জয়ের জন্য বড়সড় লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দেয়।
জর্জিয়া ওয়ারহ্যাম ৫৭, গ্রেস হ্যারিস ৪৭, এলিস পেরি ২৯ ও তালিয়া ম্যাকগ্রা ১৯ রান করেন। ফারিহা ইনিংসের শেষ ওভারে পরপর ৩ বলে ৩টি উইকেট তুলে নেন। ১৯.৪, ১৯.৫ ও ১৯.৬ ওভারে যথাক্রমে এলিস পেরি, সোফি মলিনাক্স ও বেথ মুনিকে আউট করেন ত൲িনি। এছাড়া ফরিহা সাজঘরে ফেরান ফোবি লিচফিল্ডকে। তিনি ৪ ওভারে ১টি মেডেন-সহ ১৯ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। এটি তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের সেরা বোল𒁃িং পারফর্ম্যান্স।
উল্লেখযোগ্য বিষয় হল, আন্তর্জাতিক ক্রিকেটে ফরিহ👍ার এটি দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে ২০২২ সালে সিলেটে মালয়েশিয়ার বিরুদ্ধে টি-২০ ম্যাচে হ্যাটট্রিক করেন তিনি।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ⛎ ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১০৩ রান তোলে। ৫৮ রানে ম্যাচ জেতে অস্ট্রেলিয়ার মেয়েরা। সেই সুবাদে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের টি-২০ সিরিজ জয় নিশ্চিত করে তারা। দিলারা আক্তার ২৭, স্বর্ণা আক্তার ২১, ফহিমা খাতুন ১৫ ও রাবেয়া খান ১৪ রান করেন। অস্ট্রেলিয়ার অ্যাশলেই গার্ডনার ও স🍰োফি মলিনাক্স ৩টি করে উইকেট দখল করেন। ২টি উইকেট নেন মেগান শুট। ম্যাচের সেরা হন জর্জিয়া।
২০১২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচে হ্যাটট্রিক করেন পাকিস্তানের আসমাভিয়া♔ ইকবাল। সেই ম্যাচে হারতে হয়েছিল পা🍎কিস্তানকে। এবার ১২ বছর পরে ২০২৪ সালে এসে ফারিহার হ্যাটট্রিক সত্ত্বেও অস্ট্রেলিয়ার কাছে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে হারতে হয় বাংলাদেশকে।