আইপিএল শুরু হতে আর মাত্র হাতে গোনা কয়েক দিনের অপেক্ষা। ইতিমধ্যেই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি অনুশীলন শুরু করে দিয়েছে। গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসও পিছিয়ে নেই। একই সঙ্গে মুম্বইও তাদের প্রাক মরশুম প্রস্তুতি শুরু করেছে। তবে এবারে উল্লেখযোগ্য বি꧋ষয় হল, মুম্বই ইন্ডিয়ান্সে অধিনায়ক বদল। এতদিন দলের দায়িত্ব সামলেছেন রোহিত শর্মা। কিন্তু এবার অধিনায়কত্ব করতে দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে। যিনি গত দুই মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সে ছিলেন না। গুজরাট টাইনাটনসের হয়ে খেলছেন। সেই সঙ্গে অধিনায়কত্ব করতে দেখা গিয়েছে তাঁকে। ২০২৩ সালে গুজরাটে চ্যাম্পিয়নও করেন হার্দিক। ফের দুই বছর পর ঘরে ছেলে ঘরে ফিরেছেন। এবার ঘরে ফিরতেই অধিয়কত্বের দায়িত্ব পেয়েছেন। টিম ম্যানেজেমেন্টের এমন সিদ্ধান্তে খুশি নন রোহিত, তার প্রমাণ মিলেছে। যদিও টিম ম্যানেজমেন্ট যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছেন কেন হার্দিককে অধিনায়ক করা হয়েছে।
যদিও এই অলরাউন্ডার গত কয়েক মাস ধরে ভারতীয় দলের বাইরে রয়েছেন। বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন চোট পান তিনি। তারপর থেকে জাতীয় দলের বাইরেই রয়েছেন। বর্তমানে তিনি ফিট। বিশ্বকাপের পর আইপিএলেই নামছেন হার্দিক। এই প্রথম তিনি দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে রয়েছেন এমনটা নয়, চোটের জন্য আগেও তাঁকে দলের বাইরে থাকতে হয়েছে। কিন্তু আইপিএলে তাঁকে দেখা গিয়েছেন। এবার হার্দিক পান্ডিয়াকে নিয়ে꧟ কড়া ভাষায় আক্রমণ করলেন প্রাক্তন 🌼ভারতীয় পেসার প্রবীণ কুমার।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিয়োতে দেখা যাচ্ছে প্রাক্তন তারকা পেসার বলছেন, 'আইপিএলের দু'মাস আগে চোট পাবে। আবার তুমি দেশের জন্য খেলবেন না। তুমি আবার ঘরোয়া ক্রিকেটে ♈রাজ্যের হয়ে খেলবে না, সরাসরি আইপিএলে খেলবেন। এভাবে কাজগুলো করা উচিত নয়। অর্থ উপার্জন করা ঠিক আছে, এতে দোষের কিছু নেই। কিন্তু তোমাকে রাজ্য এবং দেশের জন্য খেলতে হবে এবং এখন দেখছি এরা আইপিএলকেই গুরুত্🐈ব দেয়।'
আইপিএল রোহিত শর্মাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে হার্দিককে তাদের নতুন নেতা হিসাবে মনোনীত করে মুম্বই ইন্ডিয়ান্স। এটা সঠিক ছিল কিনা এমন প্রশ্নের জবাবে প্রবীণ বলেন, 'হ্যাঁ, অধিনায়কত্ব করতে পারত। শুধু এক বছরের জন্য নয়, তিনি দুই বছর কী তিন বছরের অধিনায়কত্ব করতে পারত। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্তটা ম্যানেজমেন্টের হাতেই বর্তায়। যাই হোক, রোহিত অধিনায়ক হিসাবে একেবারেই খারাপ নয়। ও কিন্তু দলকে চ্যাম্পিয়ন﷽ করেছে, এটা ভুলে গেলে চলবে না।'