আইপিএলে বর্তমানে ব্য়াটারদেরই রমরমা। এতকাল যা দেখা যেত না, এবারের আইপিএলে মাঝে মধ🔯্যেই দেখা যাচ্ছে। ২৫০ রান করেও ম্যাচ জেতা সহজ হচ্ছে না অনেক দলের কাছে। কলকাতা তো পঞ্জাবের বিপক্ষে হেরেও গেছে। এরই মধ্যে বোলারদের করুণ দশা। কয়েকজন ছাড়া আইপিএলে ইকোনমি ঠিক নেই বোলারদের। স্পিনারদের অবস্থাও একইরকম। কিছু ব্যাটাররা রয়েছেন যারা স্লো বল অতটাও ভালো খেলেননা, কিন্তু অন্যান্য ক্ষেত্রে মিডল ওভারের পর স্পিনারদের আর মানছেনই না ব্যাটাররা। অথছ এই আইপিএলেই এক সময় দাপটে বোলিং করতে দেখা গেছে প্রয়াত অস্ট্রেলিয়ান কিংবদন্তী শেন ওয়ার্ন, শ্রীলঙ্কার কিংবদন্তী মুত্থাইয়া মুরলিধরনের মতো বোলারদের। তাঁরা অবশ্য সর্বকালের সেরা, কিন্তু অন্যান্য স্পিনাররাও এক সময় ভারতী🤡য় উইকেটে মোটের ওপর ভালো বোলিং করতেন। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহালের মতো বোলাররা ভারতের হয়ে সাফল্য পেয়েছেন। কিন্তু তরুণ উঠতি স্পিনারদের মধ্য বল টার্ন করানোর মানসিকতা কমেছে, তারই প্রভাব খেলায় পড়েছে বলে মনে করছেন টেস্টে সর্বোচ্চ উইকেটের মালিক মুত্থাইয়া মুরলিধরন।
আইপিএলে এবারে বোলারদের মধ্যে উইকেটের নিরিখে যদি দেখা যায় তাহলে পার্পেল ক্যাপের দৌড💎়ে থাকা ২০ জন বোলারের মধ্যে মাত্র ৩জন স্পিনার। এর মধ্যে দুজন ভারতীয়, অপর জন বিদেশি। ৯ ম্যাচে ১৩ উইকেট রয়েছে যুজবেন্দ্র চ⛎াহালের। ৭ ম্যাচ ১২ উইকেট রয়েছে কুলদীপ যাদবের। ৮ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন সুনীল নারিন। উল্লেখযোগ্য ভাবেই এই তালিকায় নেই জাদেজা এবং অশ্বিন। যদিও তাঁরা কেরিয়ারের শুরুর দিকে নেই, বরং পড়ন্ত বিকেলে। কিন্তু তাঁদের পর ভারতের সাধের স্পিন অ্যাটাককে কে নেতৃত্ব দেবেন, এই প্রশ্নই সকলের। এরই মধ্যে শ্রীলঙ্কান কিংবদন্তী মুত্থাইয়ার মুরলিধরন দেখিয়ে দিলেন উঠতি ভারতীয় স্পিনারদের সমস্যাটা ঠিক কোথায় হচ্ছে।
আরও পড়ুন-তীরন্দাজি বিশ্বকাপে বাজিমাত ভারতের, সোনার হ্যাটট্রিক জ্যোত꧙ির
হায়দরাবাদ দলের স্ট্র্যাটেজিক কোচ মুরলি বলছেন, ‘ এখনকার ভারতীয় বোলারদের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে স্পিনাররা বল স্পিন না করে, একটু বেশি গতিতে বল করতে চাইছে। স্পিনারের মুল কাজ বল স্পিন করানো বা টার্ন করা, কিন্তু ভারতের তরুণ বোলাররা অধিকাংশ ক্ষেত্রেই বল হাওয়ায় ঘোরাচ্ছে না। ব্যাটাররা সাধারণত নেটে থ্রো ডাউন অনুশিলন করে থাকে। ফলে তাঁদের ক্ষেত্রে স্পিনারদের সোজা বলে হিট করা সহজ হচ্ছে। বলে যদি টার্ন না থাকে,তাহলে ব্যাটাররাও সহজে অনুমান করে নিচ্ছেন ঠিক কেমন ভাবে বল ব্য়টে আসবে। তাই বল ঘোরানোর দ🌼িকেই জোর দিতে হবে স্পিনারদের’।
আরও পড়ুন-IPL 2024- হাতে আঁকা রয়েছে সময়, কেন ꦬএমন ট্যাটু করেছ🍒েন নাইটদের রিঙ্কু সিং? ফাঁস করলেন রহস্য
রবিবারই তাঁর দল চিপকে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের। সেখানকার উইকেট অন্যান্য মাঠের পিচের তুলনায় স্লো হলেও, এবারে 💫সেরকম সাফ๊ল্য পাননি সিএসকের স্পিনাররা।