জিম্বাবোয়ের বিরুদ্ধে আইসিসি মেনস টি-২০ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে বল হাতে বিশ্বরেকর্ড গড়লেন গাম্꧋বিয়ার মুসা জোবার্তে। যদিও এমন বিশ্বরেকর্ড গড়ে তিনি উচ্ছ্বসিত হওয়ার বদলে লজ্জায় মুখ লুকো♐তে পারেন। কেননা এমন নজির খুশি করবে না কোনও ক্রিকেটারকেই।
আসলে শুধু আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটেই নয়, বরং ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে যে কোনও পর্যায়ের টি-২০ ক্রিকেটের এক ম্যাচে সব থেকে বেশি রান খরচ করার বিশ্বরেকর্ড গড়েন মুসা। বুধবার জিম্বাবোয়ের বিরুদ্ধে ৪ ওভার বল করে তিনি মোট ৯৩ রান খরচ করেন। গাম্বিয়ার এই পেসার চা🌠র ওভারের কোটায় মোট ৯টি চার ও ৮টি ছক্কা হজম করেন।
মুসা ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসে 🐎৩টি বাউন্ডারি-সহ মোট ১৪ রান খরচ করেন। ইনিংসের চতুর্থ ওভারে পুনরায় বল করতে এসে তিনি ৩টি চার ও ১টি ছক্কা-সহ মোট ১৯ রান খরচ করেন। ইনিংসের ১৭তম ওভারে মুসা ৪টি ছক্কা ও ২টি চার-সহ মোচ ৩৫ রান খরচ করেন। সেই ওভারে ১টি নো-বল করেন তিনি। ইনিংসের ২০তম বা শেষ ওভারে বল করতে এসে মুসা ৩টি ছক্কা ও ১টি চার-সহ ২৫ রান উপহার দেন প্রতিপক্ষ দল জিম্বাবোয়েকে।
রজিথার রেকর্ড ভাঙেন মুসা
এতদিন আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এক ম্যাচে সব থেকে বেশি রান খরচ করার হতাশাজনক রেকর্ড ছিল শ্রীলঙ্কার কাসুন রজিথার নামে। তিনি ২০১৯ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ ওভারে ৭৫ রান 🦄খরচ করেন। সুতরাং, রজিথাকে লজ্জা থেকে মুক্তি দিলেন মুসা।
ম্যাটিকে লজ্জা থেকে মুক্তি দেন মুসা
ঘরোয়া টি-২০ ক্রিকেটে এক ম্যাচে সব ♊থেকে বেশি রান খরচের লজ্জাজনক রেকর্ড ছিল ডার্বিশায়ারের ম্যাটি ম্যাককিয়েরনানের। তিনি ২০২২ সালে টনটনে সামারসেটের বিরুদ্ধে চার ওভারে সাকুল্যে ৮২ রান খরচ করেন। বুধবার মুসা ম্যাটির রেকর্ডও ভেঙে দেন।
জিম্বাবোয়ে-গাম্বিয়া ম্যাচের ফলাফল
নাইরোবিতে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে জিম্বাবোয়ে। তারা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৩৪৪ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এটিই সর্বোচ্চ দলগত ইনিংসের বিশ্বরেকর্ড। সিকন্দর রা𒁃জা ৪৩ বলে ১৩৩ রান করে অপরাজিত থাকেন। তিনি ৭টি𓂃 চার ও ১৫টি ছক্কা মারেন।
পালটা ব্যাট করতে নেমে গাম্বিয়া ১৪.৪ ওভারে মাত্র ৫৪ রানে অল-আউট হয়ে যায়। ২৯০ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে꧟ জিম্বাবোয়ে। ম্যাচের সেরা হন সিকন্দর রাজা।