প্রাক্তন অভিজ্ঞ ভারতীয় ব্যাটসম্যান গৌতম গম্ভীরই টিম ইন্ডিয়ার পরবর্তী প্রধান কোচ হিসেবে যুক্ত হতে চলেছেন বলে মনে করা হচ্ছে। সম্প্রতি, বিসিসিআই ক্রিকেট উপদেষ্টা কমিটি তাঁর একটি সাক্ষাৎকারও নিয়েছে। তবে এখনও পর্যন্ত নতুন প্রধান কোচের বিষয়ে বিসিসিআই-এর তরফে আনুষ্ঠানিক ভাবে কোনও কিছু জানানো হয়নি। কোচ হিসেবে গৌতিকে নিয়ে জল্পনার মাঝেই ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ২০১২ সালের একটি ঘটনার উল্লেখ করেছেন। অশ্বিন বলেছেন যে, গৌতম গম্ভীর একজন যোদ্ধা। তবে তাঁকে সকলে ভুল বোঝে। অশ্বিনের আরও দাবি, অশ্বিনের টেস্ট ক্যারিয়ার🌄ের শুরুর দিনগুলিতে গম্ভীর তাঁকে নানা ভাবে অনেক বেশি উৎসাহিত করেছিলেন। অশ্বিন তাঁর বই ‘আই হ্যাভ দ্য স্ট্রিটস- আ কুট্টি 🌜ক্রিকেট স্টোরি’-র লঞ্চে এই গল্পটি শেয়ার করেছেন।
আরও পড়ুন: ক্রিজে এসে প্রথম বলে ছয় মেরে, পরের বলেই আউট- গ�🎉�াপ্তিলের হতাশার নজির ছুঁলেন সূর্য
কী বলেছেন অশ্বিন?
গৌতম গম্ভীরের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ২০১২ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে অভিষেক সিরিজের সময় গম্ভীরের সঙ্গে নিজের কথোপকথনের কথা স্মরণ করেছেন অশ্বিন। অশﷺ্বিন বলেছেন, ‘আমি আমার প্রথম পূর্ণাঙ্গ সিরিজ খেলছিলাম। বিশ্বকাপের (২০১১) আগে প্রথম দুই বছর আমি মাঠে শুধু পানীয় নিয়ে যেতাম। শুরুতে ও (গম্ভীর) আমাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছিল। আমি আমার রাজ্যের (তামিলনাড়ু) বাইরে কাউকে এই ধরণের আত্মবিশ্বাস༺ পাওয়ার বিষয়ে অভ্যস্ত ছিলাম না’
‘ওকে ভুল বোঝে সকলে’
টেস্ট ﷽ক্রিকেটে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নেওয়া অশ্বিন বলেছেন যে, গম্ভীরকে তাঁর স্বভাবের কারণে প্রায়ই ভুল বোঝে সকলে। তারকা স্পিনারের দাবি, ‘গৌতম গম্ভীরকে ভুল বোঝা হয়। তবে ও একজন বড় যোদ্ধা। পরাজয় মেনে নিতে পছন্দ করে না।’ ৩৭ বছর বয়সী এই তারকা আরও বলেছেন, ‘আমাদের অনেকের কাছেই সবচেয়ে বড় সমস্যা হল আমরা মনে মনে কাউকে হিরো ভেবে ফেলি এবং বাকিদের ভুলে যাই। এটা একটা খেলা, সিনেমার গল্প নয়। এখানে নায়ক ও ভিলেন নেই। গম্ভীর একজন প্রতিযোগী। ওর জেতার ইচ্ছা এবং খিদেটা অবিশ্বাস্য। ওর প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে।’
আরও পড়ুন: ছয়ে নেমে হাফসেঞ্চুরি হার্দিকের,প্রথ♌ম ভারতীয় ক্রিকেটার হিসেবে গড়লেন বড় রেকর্ড, ভা✤ঙল ধোনির নজির
শীঘ্রই প্রধান কোচ হিসেবে ঘোষণা হতে পারে গৌতির নাম
বিসিসিআই শীঘ্রই তাদের টিম ইন্ড🔜িয়ার নতুন প্রধান কোচের নাম ঘোষণা করতে পারে। পিটিআই-এর খবর অনুসারে, গম্ভীর আনুষ্ঠানিক ভাবে জুলাই মাসে এই পদ গ্রহণ করতে পারেন, ভারত যখন সীমিত ওভারের সিরিজের জন্য শ্রীলঙ্কা সফর করবে। এদিকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টর ভিভিএস লক্ষ্মণ জিম্বাবোয়ে সফরে প্রধান কোচ হিসেবে দলের সঙ্গে থাকবেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই সফরে যাবে ভারতীয় দল।