জিম-আফ্রো টি-১০ লিগে ধুন্ধুমার ব্যাটিং জর্জ মুনসির। স্ಌকটিশ তারকা চার-ছক্কার বন্যায় আক্ষরিক অর্থেই ইতিহাস গড়েন টুর্নামেন্টে। বৃহস্পতিবার ডারবান উলভস বনাম হারারে বোল্টস ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি চোখে পড়ে।
হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে ডারবান উলভসের ক্যাপ্টেন ইয়াসির শাহ শুরুতে ব্যাট𒅌 করতে পাঠান হারারে বোল্টসকে। হারারে নির্ধারিত ১০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৭৩ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। অর্থাৎ, তারা ওভার প্রতি ১৭.৩ রান করে সং❀গ্রহ করে। জিম-আফ্রো টি-১০ লিগের ইতিহাসে এটিই সব থেকে বেশি রানের দলগত ইনিংস।
তিন নম্বরে ব্যাট করতে নেমে জর্জ মুনসি রীতিমতো তাণ্ডব চালান। তিনি মাত্র ২১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। শেষমেশ ৩৮ বল🅷ে ধ্বংসাত্মক শতরান করে অপরাজিত থাকেন তিনি। ১০০ রানের মারকাটারি ইনিংসে মুনসি সাহায্য নেন ৬টি চার ও ১০টি ছক্কার। টুর্নামেন্টের ইতিহাসে এটিই কোনও ব্যাটারের প্রথম সেঞ্চুরি। অর্থাৎ, জিম-আফ্রো টি-১০ লিগের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েন মুনসি।
এছাড়া ৩টি বাউন্ড🍌ারির সাহায্যে ৬ বলে ১৩ রান করেন লাহিরু মিলান্তা। জানিকসা পেরেরা ১৬ বলে ২৪ রান করেন। তিনি ৪টি চার মারেন। ১টি ছক্কার সাহায্যে ৩ বলে ৭ রান করে অপরাজিত থাকেন ক্যাপ্টেন দাসুন শা🐻নাকা। উল্লেখ্য, পেরেরার সঙ্গে মুনসির ১৩৭ রানের পার্টনারশিপ টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ।
আরও পড়ুন:- Record Alert: চলতি বছরে সব থেকে বেশি টেস্ট🔜 সেঞ্চুরি, রুটকে টপকালেন কামিন্দু
ডারবানের হয়ে ২ ওভারে ৩৬ রান𒐪 খরচ করে ২টি উইকেট নেন দৌলত জাদরান। ১ ওভারে ৩০ রান খরচ করেন ক্যাপ্টেন ইয়াসির শাহ। কোনও উইকেট পাননি তিনি।
জবাবে ব্যাট করতে নেমে ডারবান উলভস নির্ধারিত ১০ ওভ𓄧ারে ৬ উইকেটের বিনিময়ে ১১৯ রানে আটকে যায়। ৫৪ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে হারারে বোল্টস। টুর্নামেন্টের ইতিহাসে এটিই সব থেকে বেশি রানের ব্যবধানে ম্যাচ জয়ের রেকর্ড।
ডারবানের হয়ে কলিন মুনরো ১৩ বলে ৩২ রান করেন। মারেন ১টি চার ও ৪টি ছক্কা। ১৪ বলে ২৫ রান করেন শ𒐪ার্জিল খান। ৫ বলে ১৬ রান করেন উইল꧙ স্মিড। ইনোসেন্ট কাইয়া ১৬ ও মুতুমবামি ১৫ রানের যোগদান রাখেন।
হারারের 🐈রিচার্ড গ্লিসন ১ ওভারে ২ রান খরচ করে ২টি উইকেট দখল করেন। ২ ওভারে ১২ রান খরচ করে ১টি উইকেট নেন দা🧸সুন শানাকা।