WTC 2025 Updated Points Table: তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ইনিংস ও ৪৭ রানে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এই জয়ে🍌 ইংল্যান্ড খুব একটা লাভ করতে পারেনি, তবে এতে পাকিস্তানের বিরাট ক্ষতি হয়েছে। বর্তমান ডব্লিউটিসি পয়েন্ট টেবিলে ৮ ম্যাচে এটি পাকিস্তানের ছয় নম্বর পরাজয়। এই পরাজয়ের পর দলটি নবম স্থানে নেমে গিয়েছে। বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প♐য়েন্ট টেবিলে পাকিস্তানের চেয়ে খারাপ অবস্থায় এখন আর কেউ নেই। পাকিস্তানের অ্যাকাউন্টে এখন মাত্র ১৬.৬৭ শতাংশ পয়েন্ট রয়েছে।
একই সময়ে, পাকিস্তানের বিরুদ্ধে জয় নিবন্ধনের পর, ই🎀ংল্যান্ডের অ্যাকাউন্টে ৪৫.৫৯ শতাংশ পয়েন্ট বেড়েছে, তবে দলটি চতুর্থ অবস্থানেই রয়েছে। ইংল্যান্ডের উপরে র꧟য়েছে শ্রীলঙ্কা দল। তাদের অ্যাকাউন্টে ৫৫.৫৬ শতাংশ নম্বর রয়েছে।
আরও পড়ুন… PAK vs ENG 1st Test: পাকিস্তানের লজ্জার হার! ঘরের মাঠে ইনিংস ও 🌃৪৭ রানে হারল বাবর-আফ্রিদিরা
যেখানে ভারতের সঙ্গে টপ-২-এ বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। টিম ইন্ডিয়া সর্বাধিক ৭৪.২৪ শতাংশ নম্বর নিয়ে প্রথম স্থানে রয়েছে এবং🉐 অস্ট্রেলিয়া ৬২.৫০ শতাংশ নম্বর ন𒐪িয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
এদিনের ম্যাচে পাকিস্তান টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আব্দুল্লাহ শফিক, শান মাসুদ ও আগা সালমানের সেঞ্চুরির ভিত্তিꦑতে পাকিস্তান দল ৫৫৬ রান করে। জবাবে হ্যারি ব্রুকের ট্রিপল সেঞ্চুরি ও জ🐓ো রুটের ডাবল সেঞ্চুরির সাহায্যে বোর্ডে ৮২৩ রানে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ২৬৭ রানের লিড পাওয়া ইংল্যান্ড দল দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের ২২০ রানে সীমাবদ্ধ করে। ইংল্যান্ড এই ম্যাচে ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে জিতেছে।
আরও পড়ুন… IND vs BAN: সঞ্জুকে কি আর একটা সুযোগ পাবেন? হর্ষিত কি অভিষেক করবেন? দেখুন ভারতের সম্ভ🌃া🦄ব্য একাদশ
WTC 2025 পয়েন্ট টেবিলের অবস্থান-
১) এক নম্বরে রয়েছে ভারত। ১১ ম্যাচে ৮টি জয় ও দুটি হ💝ারꦇের পরে একটি ম্যাচে ড্র করায় ৯৮ পয়েন্ট ও ৭৪.২৪ শতাংশ নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে টিম ইন্ডিয়া।
২) দুই নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। ১২ ম্যাচে ৮টি জয় ও তিনটি হারের প🃏রে একটি ম্যাচে ড্র করায় ৯০ পয়েন্ট ও ৬২𒆙.৫ শতাংশ নিয়ে তালিকায় দুই নম্বরে রয়েছে টিম অস্ট্রেলিয়া।
৩) তিন নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। ৯ ম্যাচে ৫টি জয় ও চারটি হারের ফলে ৬൩০ পয়েন্ট ও ৫৫.৫৫ শতাংশ নিয়ে তালিকায় তিন নম্বরে রয়েছে শ্রীলঙ্কা।
৪) চার নম্বরে রয়েছে ইংল্যান্ড। ১৭ ম্যাচে ৯টি জয় ও সাতটি হারের পরে একটি ম্যাচে ড্র করেছে ইংল্যান্ড। ৯৩ পয়েন্ট ও ৪৫.৫৯ জয়ের শতাংশ নিয়ে তালিকায়𓂃 চার নম্বরে রয়েছে ইংল্যান্ড।
আরও পড়ুন… ভিডিয়ো: বিরাট BGT-তে আগ🧸ুন লাগাতে হবে- মুম্বইয়ে ফিরতেই ভক্তের আবদার, শুনে কী বললেন কোহলি?
৫) ♑তালিকার পাঁচ নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ৬ ম্যাচে ২টি জয় ও তিনটি হার ও একটি ম্যাচে ড্র করেছে দক্ষিণ আফ্রিকা। ২৮ পয়েন্ট ও ৩৮.৮৯ জয়ের শতাংশ নিয়ে তালিকার পাঁচ নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
৬) তালিকার ছয় নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। ৮ ম✨্যাচে ৩টিতে জয় ও পাঁচটি ম্যাচে হেরেছে নিউজিল্যান্ড। ৩৬ পয়েন্ট ও ৩৭.৫০ জয়ের শতাংশ নিয়ে তালিকার ছয় নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রি𓆏কা।
৭) তালিকার সাত নম্বরে রয়েছে বাংলাদেশ। ৭ ম্যাচে ৩টি জয় 🍬ও পাঁচটি ম্যাচেও হেরেছে বাংলাদেশ। ৩৮ পয়েন্ট ও ৩৪.৩৮ জয়ের শতাংশ নিয়ে তালিকার সাত নম্বরে রয়েছে বাংলাদেশ।
৮) তালিকার ꧂আট নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।ꦇ ৯ ম্যাচে ১টি জয় ও ছয়টি ম্যাচে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। ২০ পয়েন্ট ও ১৮.৫২ জয়ের শতাংশ নিয়ে তালিকার আট নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
৯) ♏তালিকার নয় নম্বরে রয়েছে পাকিস্তান। ৮ ম্যাচে ২টি জয় ও ছয়টি ম্যাচে হেরেছে পাকিস্তান। ১৬ পয়েন্ট ও ১৬.৬৭ জয়ের শতাংশ নিয়ে তালিকার নয় নম্বরে রয়েছে পাকিস্তান।