৪৩ বছরে পা দিলেন মহেন্দ্র সিং ধোনি। আর তাঁর এই বিশেষ দিনটিকে আরও মধুর করতে হাজির ছিলেন বলিউডের ভাইজান সলমন খান। শনিবার মধ্যরাতে স্ত্রী সাক্ষী এবং সল্লুর উপস্থিতিতে কেক কেটে জন্মদিন উদ্যাপন করেন মাহি। অনন্ত অম্বানী এবং রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মুম্বইয়ে আছেন ধোনি। আর এই অনুষ্ঠানের মাঝেই নিজের জন্ꦆমদিন পালন করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
বলিউডের সুপারস্টার সলমন খান খুব ভালো বন্ধু হন ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির। তাই বন্ধুর জন্মদিনে পাশে থাকতে ভুল করেননি সল্লু। আর তাঁর উপস্থিতিতে মধ্যরাতেই কেক কাটেন মাহি। সেই কেক তিনি প্রথমে খাইয়ে দেন স্ত্রীকে এবং তার পর বন্ধু সলমনকে। সল্লু নিজের ইনস্টাগ্রামে নিজের এবং ধো🌌নির একটি ছবি শেয়ার করেছেন, যেখানে ধোনিকে কেক কাটতে দেখা গিয়েছে। ক্যাপশনে সলমন লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে কাপ্তান সাহেব!’
আরও পড়ুন: ১১৫ রান করতে♏ গিয়ে ১০ নম্বর ব্যাটারের দিকে চেয়ে থাকতে হচ্ছে… হতাশা উগরালেন শুভমন
আর যে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেখানে সলমন খান এবং সাক্ষী ধোনির পাশে দাঁড়িয়ে তারকা ক্রিকেটারকে কেক কাটতে দেখা গিয়েছে। সাক্ষীকে তো আবা♈র ধোনির পা ছুঁয়ে প্রণাম করতেও দেখা গিয়েছে। ধোনি মজা করে আবার আশীর্বাদও করেছেন। প্রসঙ্গত, সলমন খান, মহেন্দ্র সিং ধোনি, এবং অন্যান্য বলিউড এবং ক্রীড়া জগতের সেলিব্রেটিরা অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের গ্র্যান্ড সঙ্গীত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আর সেখানেই এক ফাঁকে ধোনির জন্মদিন সেলিব্রেট করেন ভাইজান।
সুদূর জিম্বাবোয়ে থ🍨েকে ভিডিয়ো কলে মাহিকে শুভেচ্ছা জানান রুতুরাজ গায়কোয়াড়ও। সেখানে মুকেশ কুমার এবং তুষার পান্ডেরাও উপস্থিত ছিলেন। তাঁরাও ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি।
ধোনির জন্মদিন চেন্নাই সুপার কিংস শিবিরের কাছেও অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত। সিএসকে ফ্র্যাঞ্চাইজি ও সমর্থকদের পক্ষ থেকে এই বিশেষ দিনে নানা আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন সারির মানুষই সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। ৭ জ🔜ুলাই ঘিরে একেবারে হইহই বিষয়।
আরও পড়ুন: 2024 T20I-তে প্রথম হার🙈, ভারতের টানা ১২ ম্যাচ জয়ের ধারায় ফুলস্টপ লাগাল জিম্বাবোয়𝓡ে
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, ধোনি এখনও আইপিএল খেলছেন। গত মরশুমেই ছেড়ে দিয়েছেন চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব। তাঁর অবসর নিয়ে জল্পনা চললেও, ജধোনি নিজে মুখ খোলেননি। চেন্নাই কর্তৃপক্ষের আশা, ২০২৫ সালেও খেলবেন মাহি। তবে সবটাই নির্ভর করছে ধোনির ফিটনেসের উপর। তাঁর হাঁটুর চোট নিয়ে ভুগছিলেন মাহি। সেটা না কমলে আদৌ তিনি পরের মরশুমে খেলবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।