২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে প্রায় হারতে বসা ম্যাচ জিতে বাজিমাত করেছে টিম ইন্ডিয়া। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে𒆙 ১১৯ রানে অলআউট 𝐆হওয়ার পরেও, ভারতীয় দল পাকিস্তানকে ৭ উইকেটে ১১৩ রানে আটকে দেয়। ৬ রানে ম্যাচ পকেটে পুড়ে ফেলে টিম ইন্ডিয়া।
এই জয়ের আসল কারিগর নিঃসন্দেহে জসপ্রীত বুমরাহ। তাঁর সৌজন্যেই পাকিস্তান ১১৩ রানে আটকে যায়। ১৫ এবং ১৯তম ওভারে বুমরাহ ৩ করে রান দিয়ে ১টি করে উইকেট তুলে নেন। এখানেই ঘুরে যায় ম্যাচের রং। বুমরাহ তাঁর ৪ ওভারে মাত্র ১৪ রাꦡন দিয়ে তিন উইকেট তুলে নেন। পাকিস্তানের ওপেনার বাবর আজম, মহম্মদ রিজওয়ান এবং বিস্ফোরক ইফতিখার আহমেদকে আউট করে ভারতের জয়ের রাস্তা তৈরি করে দেন বুꦍমরাহ-ই।
রোহিত-হার্দিকের সম্পর্কের উন্নতি
তবে ভারতের সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়াও উইকেটের মধ্যেই রয়েছেন। তিনি এই ম্যাচে আবার ২৪ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। আর এই উইকেট নেওয়ার ফাঁকেই রোহিত এবং হার্দিকের একটি সুন্দর মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায়। এক লাফে রোহিত শর্মার কোলে চড়ে হার্দিককে তাঁকে জড়িয়ে ধরতে দেখা গিয়েছে। দু'জনের মুখেই তখন উচ্ꦍছ্বাসের হাসি। আর অধিনায়ক-সহ অধিনায়কের এই বন্ডিংয়ের দৃশ্যে🗹 স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ভারতের ভক্তরা।
আইপিএলের তিক্ততা উধাও
২০২৪ আইপিএল চলাকালীন হার্দিক এবং রোহিতের ঝামেলা নিয়ে তীব্র জল্পনা ছিল। দুই তারকার মধ্যে মন কষাকষি প্রায় সময়েই প্রকাশ্যে চলেও এসেছিল। এই নিয়ে কম চাপানউতোর হয়নি। এমন কী রোহিত, হার্দিককে কেন্দ্র করে মুম্বই ইন্ডিয়ান্স টিম পুরো দ্বিধাবিভক্ত হয়ে পড়েছিল। যার প্রভাব তাদের পারফর্ম্যান্সেও পড়েছিল। এবং মুম্বইয়ের দল এবার আইপিএলে লাস্টবয় হয়ে শেষ করেছে। তবে ভারতীয় দলে সেই প্রভাব নেই। বিশ্বকাপে রোহিতের ডেপুটি🍌 হার্দিক। তবে তিনি ব্যাট হাতে সেভাবে কিছু এখনও পর্যন্ত কিছু করতে না পারলেও, বল হাতে নজর কেড়েছেন। এবং রোহিতের সঙ্গে দূরত্বও যেন কমেছে বলেই মনে হচ্ছে।
আরও পড়ুন: প্রথম বার পাকিস্তানের বিরুদ্ধে T20I-তে ১০ উইকেট হারাল ভ﷽ারত, করল সর্বনিম্ন রান, তবু জিতল টিম ইন্ডিয়া
ভারতের স্বস্তির দিনে, মারাত্মক চাপে পাকিস্তান
এদিকে রবিবার বৃষ্টিবিঘ্নিত নিউইয়র্কের নাসাউ স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে র༺ুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়ে অপ্রতিরোধ্য মেজাজে এগিয়ে চলেছে ভারত। আর পরপর দুই ম্যাচ জিতে সুপার আটের দিকে এক পা বাড়িয়েই রাখল টিম ইন্ডিয়া। উল্টোদিকে পাকিস্তান আবার প্রথমে আমেরিকা, তার পর ভারতের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশ চাপে পড়ে গিয়েছে। সুপার আটের যাওয়ার সব আশা শেষ হ💛য়ে না গেলেও, লড়াইটা বড় কঠিন হয়ে গিয়েছে। এখন তাদের বাকি দুই ম্যাচ জিতলেই শুধু হবে না, বাবর আজমদের তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলের দিকেও।