আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজার সঙ্গে রোহিত শর্মাও সংক্ষিপ্ততম ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। স্বাভাবিক ভাবেই, ভারতের টি-টোয়েন্টি টিমের জন্য একজন অধিনায়ক নির্বাচিত করতে হবে। মনে করা হচ্ছে যে, তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া টি২০ ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব নিতে পারেন। একই সঙ্গে সূত্র মারফৎ ইঙ্গিত পাওয়া গিয়েছে যে, উইকেটরক্ষক-ব্যাটসম্যান কেএল রাহুল শ্রীলঙ্কা🎉র বিরুদ্ধে ওডিআই ম্যাচে সম্ভবত নেতৃত্ব দেবেন। আর টি২০-তে হার্দিক দলকে নেতৃত্ব দিতে পারেন। তাঁ✅কে এই সিরিজে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা কম।
বিসিসিআই-এর এক সূত্র এএনআইকে জানিয়েছে, ‘রোহিত শর্মা অবসর নেওয়ার পর, হার্দিক পান্ডিয়া টি-টোয়েন্টিতে ভারতীয় দলের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত। হার্দিককে শ্রীলঙ্কার বিরুদ্ধে 🌠আসন্ন সিরিজে বিশ্রাম দেওয়ার সম্ভাবনাও কম।’
হার্দিক পান্ডিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর অলরাউন্ড দক্ষতা প্রদর্শন করেছিলেন। তিনি ছয় ইনিংস ৪৮.০০ এর চিত্তাকর্ষক গড়ে এবং ১৫১.৫৭ স্ট্রাইক রেটে মোট ১৪৪ রান সংগ্রহ করেছিলেন। তার সর্বোচ্চ স্কোর🤡 ছিল অপরাজিত ৫০। বল হাতে পান্ডিয়া ১৭.৩৬-এর এর চমৎকার গড় এবং ৭.৬৪ ইকোনমি রেট বজায় রেখে আট ম্যাচে ১১ উইকেไট তুলে নিয়েছেন। তাঁর সেরা বোলিং পরিসংখ্যান ৩/২০।
তবে হার্দিক পান্ডিয়া ২০২৪ আইপিএলে খুব খারাপ ছন্দে ছিলেন। তিনি একটি চ্যালেঞ্জিং পর্বের মুখোমুখি হয়েছিল। রোহিতের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের (এমআই) অধিনায়কত্ব পাওয়ার পর, হার্দিক তীব্র ভাবে আক্রমণের শিকার হয়েছিলেন। ২০২৩ সালে ৫০-ওভারের বিশ্বকাপে গোড়ালির চোট🐻 পেয়ে ছিটকে যাওয়ার পর আইপিএলে ভালো পারফরম্যান্স না করতে পারলেও, হার্দিক টি২০ বিশ্বকাপে দুরন্ত ছন্দে প্রত্যাবর্তন করেন।
আরও পড়ুন: ট্রফি জয়ের প্রায়🍌 দু' মাস বাদে ইডেনে সেলিব𝄹্রেশন প্ল্যান করল KKR, থাকবেন শাহরুখ, আসবেন কি গম্ভীর?
এদিকে কেএল রাহুল, ভারতে অনুষ্ঠিত ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ ভালো পারফরম্যান্স করার পরেও, আশ্চর্যজনক ভাবে টি-টোয়েন্টি বিশ্𝓰বকাপের জন্য ভারতীয় দল থেকে বাদ পড়েন। রাহুল ওডিআই বিশ্বকাপে ন'টি ইনিংসে ৩৮৬ রান সংগ্রহ করেছেন। তাঁর গড় ৭৭.২০। স্ট্রাইক রেট ছিল ৯৮.৭২। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে রাহুল ধারাবাহিক ভাবে ভালো খেলে দলের ইনিংস ধরে রাখার নজির গড়েন।
ভারতের উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাহুলের ম্যাচ জেতানো নক খেলেন রাহুল। ৩ রানে যখন ২ উইকেট হারায় ভারত, তখন বিরাট কোহলির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ১৬৫ রানের জুটি গড়েন রাহুল এবং ৯৭ রানে নিজে অপরাজিত ছিলেন। যার ফলে চেন্নাইয়ে ভারত একটি ঐতিহাসিক জয় পেয়েছিল। বিসিসিআই-এর সেই সূত্র যোগ করেন, ‘রোহিত শর্মার𝓀 অনুপস্থিতিতে কেএল রাহুল শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে ভারতীয় দলের নেতৃত্ব দিতে পারেন। কারণ বোর্ড বিশ্বাস করে যে, তিনি🍨 দীর্ঘ ফর্ম্যাটে রান করতে পারেন।’