গত বছর ঠিক এই সময় ভয়াবহ পথ দুর্ঘটনার শিকার হন ঋষভ পন্ত। তারপর থেকেই ২২ গজের বাইরে রয়েছেন তিনি। তবে এক লম্বা সময় পর চোট সারিয়ে ফের আরেক বিপদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেই তারকা ক্রিকেটার প্রতারণার শিকার হন। সবচেয়ে ভয়াবহ বিষয়, এর পেছনে হাত ছিল তাঁরই পেশার সঙ্গে যুক্ত এক ব্যক্তির। হরিয়ানার হয়ে খেলা অনূর্ধ্ব-১৯ দলের এক ক্রিকেটার মৃণাঙ্ক সিং ১ কোটি ৬৩ লক্ষ টাকা নিয়ে প্রতারণা করেছিলেন ঋষভ পন্তের সঙ্গে। তবে অবশেষে তিনি পুলিশের জ♋ালে ধরা পড়েন।
ঋষভ প🃏ন্তের আইনজীবী একলব্য দ্বিবেদীর থেকে জানা যায়, ২০২০-২২ সালের মধ্যে ঠিক কীভাবে তারকা ব্যাটার প্রতারিত হয়েছিলেন। স্পোর্টস তাকের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, 'এই দুই বছরে একটি বড় আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হয় ঋষভ পন্তকে। সেই সময়ে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে দামি পণ্যকে ঘিরে একটি ব্যবসা শুরু করবেন। সেই অনুযায়ী, পন্ত একটি বড় মাপের অর্থ ও বেশ কিছু দামি গয়না সিংকে দিয়েছিলেন। তবে এরপর মৃণাঙ্ক সিং জানিয়েছিলেন ঋষভ এই জিনিসগুলি পাবেন না। এরপরই পন্তের তরফ থেকে একটি আইনি নোটিস পাঠানো হয় এবং ১ কোটি ৬৩ লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়। সেই ক্রিকেটার পন্থকে একটি চেক পর্যন্তও দিয়েছিলেন সেই অর্থের। কিন্তু পরে দেখা যায় সেই চেক বাউন্স করে।'
এরপর ২০২২ সালে জুলাই মাসে, হরিয়ানার সেই ক্রিকেটার তাজ হোটেলে একসপ্তাহ ছিলেন এবং বিনা বিল মিটিয়েই হোটেল ছাড়েন। জানা গিয়েছে, সেখানে তিনি ৫ লক্ষ ৫৩ হাজার টাকা প্রতারণা করেন। হোটেলের তরফ থেকে বিলের টাকা চাওয়া হলে তিনি জানান 🍸তাঁর স্পনসর অ্যাডিডাসের তরফ থেকে সেই বিল মিটিয়ে দেওয়া হবে। পরে ব্যাঙ্ক ডিটেলস দেওয়া হয় হোটেলের তরফ থেকে এবং একটি ভুয়ো ট্রানজাকশন আইডি দিয়ে তিনি জানিয়েছিলেন যে দুই লক্ষ টাকা মিটিয়ে দেওয়া হয়েছে। কিন্তু হোটেলের কর্মীরা নিজেদের সিস্টেমে সেটি খুঁজে পাননি। এরপর তাকে ও তাঁর ম্যানেজার গগন সিংকে ফোন করা হলে, তিনি জানান গাড়ি চালকের হাত দিয়ে বাকি টাকা পাঠানোর কথা। তবে সেটিও হয়নি শেষে।
এরপর লাগাতার ভুয়ো প্রতিশ্রুতি আসতে থাকে হরিয়ানা সেই ক্রিকেটারের থেকে এবং অবশেষে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। সোমবার তাকে গ্রেফতার করা হয় দিল্লি বিমানবন্দর থেকে। তদন্তকারীরা জানিয়েছেন, দিল্লি বিশ্বব💜িদ্যালয়ে পড়াশোনা করেছেন মৃণাঙ্ক। এর পর রাজস্থানের একটি কলেজ থেকে এমবিএ করেন। হরিয়ানার হয়ে ২০২১ সালে রঞ্জি ট্রফি খেলেছেন। ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স দলের সদস্য ছিলেন।