ভারতীয় দলের মিডল অর্ডারের হাল কে ধরবেন বিরাট কোহলিদের পর? রবীন্দ্র জাদেজা টি২০ থেকে অবসর নিয়েছে। একদিনের ক্রিকেটে ওডিআই বিশ্বকাপে অনবদ্য পারফরমেন্স করলেও ফাইনালে হারতে হয়েছিল ভারতকে। সেটা অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ছিল তাই মেনে নেওয়া গেছিল। কিন্তু শ্🐲রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতের হারের পরই বহু প্রশ্ন উঠে গেছে। সেই সিরিজে দলের ব্যাটিংয়ের অধিকাংশ ক্রিকেটার খেললেও ধরাশায়ী অবস্থা হয়েছিল মেন ইন ব্লুজদের।
এর মধ্যে শ্রেয়স আইয়ারকে নিয়ে আবারও চিন্তা বাড়ল বিসিসিআইয়ের নির্বাচকদের। এতদিন ধরে শর্ট বল খেলা নিয়ে যে রোগে আক্রান্ত ছিলেন শ্রেয়🌜স, এখনও সেই রোগের ওষুধ 🍎খুঁজে উঠতে পারেননি কেকেআরের অধিনায়ক। সেই একই শর্ট বল খেলতে গিয়ে ফের আউট হলেন মুম্বইকর ব্যাটার, দলও তাঁর ফল ভুগল বুচিবাবু টুর্নামেন্টে।
আরও পড়ুন-বিশ্বকাপ ফাইনালে SKY-র ন𒁃েওয়া ক্যাচ নিয়ে রসিকতা! সমর্থকদের রোষানলে প্রোটিয়া তারকা…
ভারতীয় দলের মিডল অর্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার শ্রেয়স আইয়ার। খেলেছেন বিশ্বকাপে। বিরাট-রোহিতরা আর কয়েক বছর, তারপর তো শ্রেয়সেরই হাল ধরার কথাജ। কিন্তু নাইট অধিনায়ক এখনও নিজেকে শর্ট বল খেলার ক্ষেত্রে পারদর🌄্শী করে উঠতে পারলেন না। বুচিবাবু টুর্নামেন্টে সিভি অচ্যুৎের করা শর্ট বল খেলতে গিয়েই আউট হলেন তিনি। সেই ছবি ইতিমধ্যেই নির্বাচকরা দেখেছেন, যা নিয়ে বেজায় চিন্তায় রয়েছে তাঁরা।
আরও পড়ুন-পাকিস্তান দলে স্বজনপোষণ,মিথ্য🍌ার ফ🥂ুলঝুরি আর বঞ্চনা চলছে! বিস্ফোরক তারকা ক্রিকেটার…
সামনে 💃রয়েছে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ, এরপর নিউজিল্যান্ড এবং সর্বশেষে বছর শেষের আগেই রয়েছে বর্ডার গাভাসকর ট্রফি। রাহানে, পূজারাদের অনুপস্থিতিতে কোথায় শ্রেয়স উঠে দাঁড়াবেন, নির্ভরতা দেবেন। কিন্তু তাঁর আগেই নিজেই তো শর্ট বলের ক্ষেত্রে নিজেকে সামলে উঠতে পারছেন না তিনি। কেরিয়ারের শুরুর দিন থেকে যে সমস্যা ছিল, এখনও তা কাটিয়ে উঠতে পারেননি মুম্বইয়ের এই ক্রিকেটার। তামিলনাড়ুর বিপক্ষে বুচিবাবু টুর্নামেন্টের প্রথম ইনিংসে তেমন নজর কাড়তে পারেননি। দ্বিতীয় ইনিংসে আরও খারাপভাবেই আউট হ𝕴লেন তিনি। সেই শর্ট বলে তিনি আউট হতেই বাংলাদেশের সিরিজের আগে তাঁর দলে থাকা নিয়ে প্রশ্ন উঠে গেল।
আরও🍒 পড়ুন-মেহেদির ঘূর𓄧্ণিতে বেসামাল পাকিস্তান, প্রথম ইনিংস শেষ ২৭৪রানে! অ্যাডভান্টেজ বাংলাদেশ…
মাত্র ২২ রানেই সাজঘরে ফেরেন মুম্বইকর ব্যাটার। তাঁর দল মুম্বইও ম্যাচে হারে বিশাল ২৮৩ রানে। রাহানের পরিবর্ত হিসেবে টেস্ট দলে এসেছিলেন শ্রেয়স আইয়ার। তখনকার মতো দলে থেকে গেলেও ফের একবার লালবলের ক্রিকেটে নিজেকে প্রমাণের লক্ষ্যে রয়েছেন শ্রেয়স। কারণ বিসিসিআইয়ের কথা গ্রাহ্য না করে রণজি 🎶ট্রফির বেশ কয়েকটা ম্যাচে না খেলে বোর্ডের কোপের মুখে পড়েছিলেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে বাদ পড়েছিলেন, দলে সুযোগ হয়নি টি২০ বিশ্বকাপেও। এই আবহে টেস্টে দলে প্রত্যাবর্তন করতে গেলে ঘরোয়া ক্রিকেটে ফর্মে ফিরতেই হবে তাঁকে। তবে বোলাররাও যে তাঁর শর্ট বল খেলার সমস্যার অস্ত্রই কাজে লাগাচ্ছে।