সম্প্রতি অ্যাডিলেড টেস্টে শিরোনামে উღঠে আসে ট্র্যাভিস হেডের সঙ্গে সিরাজের ঝামেলা। এরপরই ভারতীয় পেসারের ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নেওয়া হয়। নিঃসন্দেহে সিরাজ যে কাজটি করেছিলেন, সেটাꦍ হয়ত ক্রিকেটের রুল বুক অনুযায়ী ঠিক নয়। কিন্তু অতীতে এমন নিদর্শন বহু রয়েছে, যেখানে অজিদের ছাড় দিয়েছে আইসিসি, আর ভারতের বেলায় কঠিন হয়েছে তাঁরা।
আরও পড়ুন-‘ওর ওপর যা রাগ হয়েছিল না…’! বিশ্বকাপ ফাইনালের পর PS෴Gতে মেসি দেখ🔥ে কি করেন এমবাপে?
সিরাজকে শাস্তি, হেডকে ছাড়-
১. সাম্প্রতিক সময় যদি দেখা যায়, তাহলে ভারতীয় ক্রিকেটারের বড় বিতর্কে জড়ানো বলতে সিরাজের হেডকে অঙ্গভঙ্গি। এরপ🌄র তাঁর ২০ শতাংশ ম্যাচ ফি কাটা যায়। কিন্তু একইভাবে হেডও সিরাজের উদ্দেশ্যে কিছু বলেছিলেন। তবে হেডকে দোষি হিসেবে আইসিসির ধারা অনুযায়ী মেনে নিলেও তাঁকে কোনও জরিমানা করা হয়নি সিরাজের মতো।
আরও পড়ুন-ইস্টবেঙ্গলের পর মহমেডান! বাং꧟লাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে সা🍰মিল বাংলা...
দ্রাবিড় স্লেটার বিবাদ-
২. ২০০১ সালে রাহুল দ্রাবিড়ের সঙ্গে অস্ট্রেলিয়ান ক্রিকেটার মাইকেল স্লেটারের বিবাদ হয়, যখন তিনি মাটিতে পড়ে যাওয়া বল হাতে তুলে ক্যাচ বলে দাবি করেন। যদিও আম্পায়ার বেঙ্কটরাঘবন꧒ দ্রাবিড🔜়কে আউট দেননি, তাই মাঠ ছাড়েননি রাহুল। এরপর তাঁকে এসে কটুক্তি করলেও স্লেটারের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেয়নি আইসিসি।
মাঙ্কিগেট স্ক্যান্ডেল-
৩. ২০০৮ সালে সিডনি টেস্টে মাঙ্কিগেট স্ক্যান্ডেলের কথা সকলেরই জানা। সেই সময় অজি ক্রিকেটার প্রয়াত অ্যান্ড্রিউ সাইমন্ডসকে উদ্দেশ্য করে হরভজন সিং কিছু বলেছিলেন, এরপর তাঁকে প্রাথমিকভাবে তিন ম্যাচের জন্য নির্বাসিত করা হয়। যদিও পরে আইসিসির অ্য💛াপিল কমিশনার জাস্টিস জন হানসেন ভাজ্জিকে নির্দোষ মেনে নিয়ে তাঁর নিষেধাজ্ঞা কমিয়ে স্রেফ ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করেন, কিন্তু পাল্টা ভাজ্জির সঙ্গে কথা কাটাকাটির জন্য অজি ক্রিকেটারের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি আইসিসি।
আরও পড়ুন-‘সিরিজের গুরুত্ব অন🅠েক,তাই…' হ﷽েড-সিরাজ বিতর্ক স্পোর্টিংলি নিচ্ছেন অজি অধিনায়ক…
ধাওয়ান-বিরাট-ওয়ার্নার বিতর্ক-
৪. ২০১৪ সালে অস্ট্রেলিয়া সফর ছিল উত্তেজনাময়। সেই সিরিজে ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান এবং বরুণ অ্যারনের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় ডেভিড ওয়ার্নারের। স্মিথের সঙ্গেও ক🐎থা কাটাকাটি হয় বিরাটের, কিন্তু শাস্তির বেলায় ভারতীয় শিখর এবং বিরাটকে দেওয়া হয় ৩০ শতাংশ ম্যাচ ফ💞ি জরিমানা, আর অজি ওয়ার্নারকে দেওয়া হয় ১৫ শতাংশ জরিমানা।