সম্প্রতি ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজ হেরে দেশের মাটিতে পা রেখেছে অস্ট্রেলিয়া। এবার তাদের সামনে পাকিস্তান। বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর শুরু হচ্ছে প্রথম টেস্ট। পাকদের বিরুদ্ধে খেলতে নামার আগে নিজেদের সবদিক দিয়ে প্রস্তুত করছে অজি শিবির। তবে এই সিরিজে একটি দারুণ সুযোগ রয়েছে অস্ট্রেলিয়ার তারকা স্পিไনার নাথান লিয়নের কাছে। ৫০০ উইকেটের কাছাকাছি এসে গিয়েছেন তিনি এবং এই রেকর্ড গড়ার শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে সিরিজ শুরুর আগে লিয়নের মুখে শোনা গেল টিম ইন্ডিয়ার তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের প্রশংসা। লিয়ন বলেছেন যে অশ্বিন এক ধরনের কোচ এবং তিনি তাঁকে শ্রদ্ধা করেন। পাশাপাশি, লিয়ন আরও জানিয়েছেন যে ভবিষ্যতে নিজেদের কেরিয়ারের শেষে, হয়তো তিনি অশ্বিনের সঙ্গে বসে নিজেদের পুরনো দিনের খেলার কথা আলোচনা করবেন।
রাত পোহালেই পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি পার্থে খেলতে নামবে অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই নেট প্র্যাকটিসে লেগে পড়েছেন দুই দলের ক্রিকেটাররা। বিশ্বকাপের পর টিম ইন্ডিয়ার বিরুদ্ধে হার দিয়ে শুরু করার পর, এই সিরিজ পকেটে তুলে নিতে চায় অস্ট্রেলিয়া। পাশাপাশি ৫০০ উইকেটকেও পাখির চোখ করেছেন অজি দলের তার꧅কা স্পিনার লিয়ন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন তাঁর জীবনের কোচ যিনি, তিনি এখনও ক্রিকেট খেলছেন এবং সেটি রবিচন্দ্রন অশ্বিন।
লিয়ন বলেন, 'অশ্বিন দুর্দান্ত একজন বোলার। আমি ওর খেলা প্রথমদিন থেকেই দেখছ🐬ি। আমরা একে অপরের মুখোমুখি হয়েছি বহুবার এবং বিভিন্ন পরিস্থিতিতে। আমি ওকে খুবই সম্মান করি এবং ও সত্যিই সম্মানের যোগ্য। যেভাবে ও ব্যাটারদের হাবুডুবু খাওয়ায় নিজের স্পিন দিয়ে, তাতে প্রশংসা ওর প্রাপ্য।'
এছাড়াও টিম ইন্ডিয়ার তারকা স্পিনারকে নিজের কোচের তকমা দ🃏েন লিয়ন। তিনি বলেন, 'দেখুন সত্যি বলতে গেলে ও আমার কাছে এক ধরনের কোচই। আমি ওর থেকে অনেককিছু শিখেছি। অনেক সময় আপনার বিপক্ষ দলের বোলার বা ব্যাটারদের থেকে অনেককিছু শিখতে পারেন আপনি। আমার ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই। আমরা দু'জনেই ৫০০ উইকেটের কাছাকাছি রয়েছি। এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। আশা করছি যেদিন আমাদের দু'জনের ক্রিকেট জীবন শেষ হবে আমরা একসাথে বসে বিয়ার খেতে খেতে এগুলি নিয়ে আলোচনা করব এবং নিজেদের পুরনো স্মৃতি নিয়ে গল্প করবো।'