বুধবার যে র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে তাতে, টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে নবম বারের মতো শীর্ষস্থান দখল করেছেন ইংল্যান্ডের ব্যাটসম্যান জো রুট। কেন উইলিয়ামসনকে পেছনে ফেলে আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন রুট। এদিকে ভারতের ওপেনিং ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল পুরুষদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন। যশস্বী ছাড়াও দুইয়ে রয়েছেন সূর্যকুমার যাদব। টি২০ র্যাঙ্কিংয়ে শুভমন গিল ১৬ ধাপ উপরে๊ উঠে তাঁর ক্যারিয়ারের🔯 সেরা ২১তম স্থানে উঠে এসেছেন।
টেস্ট র্যাঙ্কিং
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সি𝓀রিজে মোট ২৯১ রান করেন রুট। বার্মিংহ্যামে তৃতীয় টেস্টে এক ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে খেলেন ৮৭ রানের ইনিংস। তাতে ২০ রেটিং পয়েন্ট বেড়েছে এই ডানহাতি ব্যাটসম্যানের। তাঁর বর্তমান রেটিং পয়েন্ট ৮৭২। এদিকে ইংল্যান্ডের তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান জেমি স্মিথ ৩১ ধাপ লাফ মেরে ৬৪তম স্থানে উঠে এসেছেন।
উইলিয়ামসন দুইয়ে আছেন ১৩ রেটিং পয়েন্টে পꦰিছিয়ে। শীর্ষ পাঁচে থাকা অন্যদে𒆙র মধ্যে বাবর আজম ও ড্যারিল মিচেল আছেন যৌথভাবে ৩ নম্বরে, ৫ নম্বরে আছেন স্টিভ স্মিথ। এঁদের সবাই এক ধাপ করে এগিয়েছেন। তিনে থাকা হ্যারি ব্রুক চার ধাপ পিছিয়ে সাতে নেমেছেন।
টেস্টে💙 র্যাঙ্কিংয়ে প্রথম দশে রয়েছেন ভারতের তিন ক্রিকেটার। ছয়ে রয়েছেন রোহিত শর্মা। যশস্বী জয়সওয়াল রয়েছেন আটো। দশে রয়েছেন বিরাট কোহলি। এছাড়া প্রথম কুড়ির মধ্যে শুভমন গিল রয়েছেন ১৯ নম্বরে।
এদিকে ৯২ রানে ৭ উইকেট নেওয়ার সুবাদে ইংল্যান্ডের ফাস্ট বোলার মার্ক উড ক্যারিয়ারে প্রথম বারের মতো বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষ ২০-তে উঠে এসেছেন। তিনি ছয় ধাপ উপরে উঠে ২০ নম্বরেই জায়গা করে নি𝓡য়ছেন। টেস্টের বোলিং বিভাগে এক নম্বর স্থান ধরে রেখেছেন ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। জসপ্রীত বুমরাহ রয়েছেন তিনে।
টি২০ র্যাঙ্কিং
পুরুষদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে, ভারতের ওপেনিং ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে ১৭৮ স্ট্রাইক রেটে ৮০ রান করার পর দুই ধাপ উপরে উঠে চার নম্বরে উঠে এসেছেন। এই তালিকায় সূর্যকুমার যাদব রয়েছেন দুইয়ে। শীর্ষস্থানের দখল রেখেছেন অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড। এছাড𓆉়া এই তালিকার আটে রয়েছেন ভারতের রুতুরাজ গায়কোয়াড়। প্রথম কুড়🌃ির মধ্যে আরও কোনও ব্যাটার নেই। শুভমান গিল ১৬ ধাপ উপরে উঠে ২১ নম্বরে জায়গা করে নিয়েছেন। টি২০ বোলিং র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন ভারতের রবি বিষ্ণোই। আট ধাপ উপরে উঠে দশ নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি। অক্ষর প্যাটেল রয়েছেন ১৩ নম্বরে। আর্শদীপ সিং চার ধাপ উপরে উঠে ১৯ নম্বরে জায়গা পেয়েছেন।
ওডিআই র্যাঙ্কিং
ওডিআই ব্যাটিং র্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গা ধরে রেখেছেন বাবর আজম। তবে দুই, তিন এবং চারে রয়েছেন যথাক্রমে শুভমন🤡 গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা। শ্রেয়স আইয়ার রয়েছেন ১২ নম্বরে। ১৮ নম্বরে রয়েছেন কেএল রাহুল। বোলারদের বিভাগে প্রথম দশে রয়েছেন ভারতের তিন জন। চার এবং পাঁচে রয়েছেন যথাক্রমে মহম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরাহ। নয়ে রয়েছেন কুলদীপ যাদব।