চলতি টি-২০ বিশ্বকাপের পারফর্ম্যান্সের নিরিখে ক্রিকেটারদের ব্যক্তিগত 💛আইসিসি ব়্যাঙ্কিংয়ে বিস্তর উত্থান-পতন ঘটে। সব থকে উল্লেখযোগ্য বদল ঘটে টি-২০ অল-রাউন্ডারদের তালিকায়। ♉গ্রুপ লিগে দুর্দান্ত পারফর্ম্যান্সের সুবাদে অস্ট্রেলিয়ার মার্কাস স্টাইনিস বিশ্বের এক নম্বর টি-২০ অল-রাউন্ডারের সিংহাসন দখল করনে।
এক্ষত্রে মুকুট খোয়াতে হয় আফগানিস্তানের মহম্মদ নবিকে। তিনি এক থেকে তিন🅷 ধাপ নেমে চার নম্বরে অবস্থান করছেন। দ্বিতীয় স্থানে উঠে আসেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তৃতীয় স্থানে উঠে আসেন বাংলাদেশের শাকিব আল হাসান। ভারতের হার্দিক পান্ডিয়া রয়েছেন টি-২০ অল-রাউন্ডারদের তালিকায় ৭ নম্বরে।
টি-২০ ব্যাটারদের এক নম্বরে রয়েছেন ভারতের সূর্যকুমার যাদব। যশস্বী জসওয়াল ১ ধাপ নেমে ৭ নম্বরে চলে গিয়েছেন। রুতুরাজ গায়কোয়াড় রয়েছেন ১৩ নম্বরে। বিরাট কোহলি ও রোহিত শর্মা রয়েছেন যথাক্রমে ৫০ ও ৫১ নম্বরে। টি-২০ ব্যাটারদের তালিকায় বড়সড় লাফ দিয়েছেন অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড। তিনি ৫ ধাপ উন্নতি করে ৫ নম্বরে চলে এসেছেন। ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ৮ ধাপ উঠে এসে ১১ নম্বরে অ🍌বস্থান করছেন।
টি-২০ বোল༒ারদের তালিকায় আগের মতোই এক নম্বরে রয়েছেন ইংল্যান্ডের আদিল রশিদ। ৬ ধাপ উন্নতি করে দ্বিতীয় স্থানে চলে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন। অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ৩ ধাপ উঠে এসে ৮ নম্বরে অবস্থান করছেন। ভারতের অক্ষর প্যাটেল ২ ধাপ নেমে গিয়ে ৯ নম্বরে অবস্থান করছেন। ২০ নম্বরে রয়েছেন আর্শদীপ সিং।
আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সেরা ১০ টি-২০ ব্যাটার:-
১. সূর্যকুমার যাদব (ভারত)- ৮৩৭ পয়েন্ট।
২. ফিল সল্ট (ইংল্যান্ড)- ৭৭১ পয়েন্ট।
৩. বাবর আজম (পাকিস্তান)- ৭৫৫ পয়েন্ট।
৪. মহম্মদ রিজওয়ান (পাকিস্তান)- ৭৪৬ পয়েন্ট।
৫. ট্র্য়াভিস হেড (অস্ট্রেলিয়া)- ৭৪২ পয়েন্ট।
৬. জোস বাটলার (ইংল্যান্ড)- ৭১০ পয়েন্ট।
৭. যশস্বী জসওয়াল (ভারত)- ৬৯৩ পয়েন্ট।
৮. এডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা)- ৬৭৪ পয়েন্ট।
৯. ব্র্যান্ডন কিং (ওয়েস্ট ইন্ডিজ)- ৬৬৮ পয়েন্ট।
১০. রিজা হেনড্রিক্স (দক্ষিণ আফ্রিকা)- ৬৬১ পয়েন্ট।
আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সেরা ১০ টি-২০ বোলার:-
১. আদিল রশিদ (ইংল্যান্ড)- ৬৯৬ পয়েন্ট।
২. আকিল হোসেন (ওয়েস্ট ইন্ডিজ)- ৬৭৫ পয়েন্ট।
৩. ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)- ৬৭৪ পয়েন্ট।
৪. রশিদ খান (আফগানিস্তান)- ৬৫৭ পয়েন্ট।
৫. এনরিখ নরকিয়া (দক্ষিণ আফ্রিকা)- ৬৫৬ পয়েন্ট।
৬. ফজলহক ফারুকি (আফগানিস্তান)- ৬৫৩ পয়েন্ট।
৭. জোশ হেজেলউড (অস্ট্রেলিয়া)- ৬৫২ পয়েন্ট।
৮. অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)- ৬৪৮ পয়েন্ট।
৯. অক্ষর প্যাটেল (ভারত)- ৬৪৬ পয়েন্ট।
১০. মাহিশ থিকশানা (শ্রীলঙ্কা)- ৬৪৪ পয়েন্ট।
আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সেরা ৫ টি-২০ অল-রাউন্ডার:-
১. মার্কাস স্টাইনিস (অস্ট্রেলিয়া)- ২৩১ পয়েন্ট।
২. ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)- ২২২ পয়েন্ট।
৩. শাকিব আল হাসান (বাংলাদেশ)- ২১৮ পয়েন্ট।
৪. মহম্মদ নবি (আফগানিস্তান)- ২১৩ পয়েন্ট।
৫. সিকন্দর রাজা (জিম্বাবোয়ে)- ২১০ পয়েন্ট।