শুভব্রত মুখার্জি:- রবিবার বেঙ🌄্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল এবং দক্ষিণ আফ্রিকা দল। এই মুহূর্তে ভারত সফরে এসেছে প্রোটিয়া বাহিনী। এখানে তারা ওয়ান ডে সিরিজ খেলার লক্ষ্য নিয়ে এসেছেন। সেই সিরিজের প্রথম ম্যাচে ভারত ১৪৩ রানের বিরাট ব্যবধানে জিতেছে। অনবদ্য শতরান করে ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ভারতের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধনা। বেশ কয়েক মাস ধরেই ধারাবাহিক পারফরম্যান্স করছেন স্মৃতি মন্ধনা। আর এবার তার সুফল পেলেন তিনি। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি সম্প্রতি তাদের মহিলা ক্রিকেটে ওয়ান ডে ফর্ম্যাটের ক্রমতালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় উন্নতি হয়েছে তাঁর।
মঙ্গলবার আইসিসি এই নয়া তালিকা প্রকাশ করেছে। আর সেই তালিকাতেই ক্রমতালিকায় উন্নতি হয়েছে স্মৃতি মন্ধনার। তাঁর দুরন্ত শতরানে ভর করে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ভারত আপাতত এগিয়ে রয়েছে ১-০ ফলে। এই মুহূর্তে মহিলা ক্রিকেটে ওয়ান ডে ব্যাটারদের তালিকায় তিন নম্বরে রয়েছেন স্মৃতি মন্ধনা। এই তালিকায় শীর্ষে রয়েছেন চামারি আতাপাত্তু। দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের ন্যাট স্কিভার ব্রান্ট। স্মৃতি মন্ধনার ঝুলিতে রয়েছে ৭১৫ পয়েন্ট। ব্রান্ট সম্প্রতি পাকিস্তানের মহিলা দলের বিরুদ্ধে ১২৪ রানের একটি অনবদ্য ইনিংস খেলে পুনরায় শীর্ষে উঠে এসেছেন। অন্যদিকে ক্রমতালিকায় উন্নতি হয়েছে ভারতের দীপ্তি শর্মা এবং পূজা বস্ত্রকারের। তিনধাপ উঠে এই মুহূর্তে দীপ্তি শর্মা রয়েছেন ২০ নম্বরে। আর অন্যদিকে তিনধাপ উঠে পূজা বস্ত্রকার রয়েছেন ৩৮ নম্🔴বরে।
পূজা অন্যদিকে অলরাউন্ডারদের ক্রমতালিকায় চার ধাপ উঠে রয়েছেন ১৮ নম্বরে। ওয়ান ডে ফর্ম্যাটে⛄ অলরাউন্ডারদের তালিকায় শীর✃্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মারিজান কাপ। অপরদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দীপ্তির কিপ্টে বোলিং তাঁকে অলরাউন্ডারদের ক্রমতালিকায় একধাপ উঠতে সাহায্য করেছে। ১০ রানে দুই উইকেট নিয়ে তিনি ওডিআই বোলারদের তালিকায় চার ধাপ উঠে এসেছেন। ওডিআই বোলারদের শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের সোফি একেলস্টোন। তাঁর সঙ্গে বাকিদের ফারাক রয়েছে বিস্তর।