মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর ১৯তম ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও নিউজিল্যান্ড। সেমিফাইনালে উঠতে হলে দুই দলের জন্যই এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ ছি༒ল। তবে এই ম্যাচের দিকে ভারতীয়রাও তাকিয়ে ছিল। যদি কোনও ভাবে নিউজ♛িল্যান্ড হারত তাহলে সেমির টিকিট পেতে পারত হরমনপ্রীতদের ভারতও। তবে শেষ পর্যন্ত ভারতের আশায় জল ঢালল নিউজিল্যান্ড। পাকিস্তানকে হারিয়ে ভারতকে পিছনে ফেলে শেষ চারের টিকিট পাকা করল নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেট দল।
এদিনের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ཧেছিল নিউজিল্যান্ড।ജ এই সিদ্ধান্ত তাদের জন্য সঠিক প্রমাণিত হয়নি। আসলে, প্রথমে ব্যাট করে কিউয়ি দল নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ১১০ রান করতে পারে। এইভাবে, একটা সময়ে টিম ইন্ডিয়ার সেমিফাইনালে ওঠার আশাও বেড়ে গিয়েছিল বলে মনে করা হচ্ছিল। তবে শেষ পর্যন্ত সেটা আর হয়ে ওঠেনি।
আরও পড়ুন… প্রবল সম🐲ালোচনার মুখে ঘরোয়া টি-২০💙 লিগ থেকে Impact player নিয়ম সরালো BCCI
কেমন খেলল নিউজিল্যান্ডের ব্যাটাররা-
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল কিউয়ি💦 দল। উদ্বোধনী জুটি প্রথম উইকেটে ৪১ রান যোগ করেছিল। কিন্তু জর্জিয়া প্লিমারের উইকেটের পতনে মনে হচ্ছিল, নিউজিল্যান্ডের খেলোয়াড়দের মধ্যে প্রথমে প্যাভিলিয়নে ফেরার প্রতিযোগিতা চলছে। ৫৮ রানে নিউজিল্যান্ডের তিনজন ব্যাটসম্যান আউট হয়ে ড্রেসিংরুমে পৌঁছে যান। অধিনায়ক সোফি ডিভাইনও বিশেষ কিছু দেখাতে পারেননি এবং ১৯ রান করে প্যাভিলিয়♛নে ফেরেন।
আরও পড়ুন… ওদের বাদ দেওয়া হ🦩য়নি: বাবর-শাহিন-নাসিমকে নিয়ে পাকিস্তান দলের সহক🐟ারী কোচের সাফাই
দলের পক্ষে সর্বোচ্চ রান করেন বেটস। ২৯ বলে ২৮ রান করেন তিনি। যেখানে ব্রুক হ্যালিডে যোগ করেন 🌄২২ রান। পুরো ওভার খেলে কিউয়ি দল কোনও মতে ৬ উইকেট হারিয়ে ১১০ রান তুলতে সক্ষম হয়। নাশরা সান্ধু পাকিস্তানের হয়ে দুর্দান্ত বোলিং করেন এবং চার ওভারের একটি স্পেলে ১৮ রানে তিনটি উইকেট শিকার করেন।
আরও পড়ুন… দুঃখের সময় পাশে থেকেছেন, সঞ্জু সাফ🦩ল্য পেতেই সং🅺বর্ধনা জানাতে হাজির শশী থারুর
কেমন ছিল পাকিস্তানের ইনিংস-
এরপরে সকলেই অঙ্ক কষতে শুরু করেন যে কেমন ভাবে ভারত সেমিতে পৌঁছাতে পারে। অর্থাৎ পাকিস্তান কীভাবে জিতলে ভারত শেষ চারের টিকিট পাবে। কারণ অনেকেই ভেবেছিলেন হয়তো এবার হরমনপ্রীতরা শেষ চারে উঠতে পারে। তবে সেই আশায় জল ঢেলে দিল নিউজিল্যান্ড। এর সঙ্গে অবশ্যই পাকিস্তানের ব্যাটিংও রয়েছে। কারণ এদিন সম্পূর্ণ ব্যর্থ হয়ে যায় পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। ৫.৪ 𒆙ওভারে মাত্র ২৮ রানের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান দল। শেষ পর্যন্ত ৫৪ রানে জিতে শেষ চারের টিকিট নিশ্চিত 🎃করল নিউজিল্যান্ড।