প্রতিটি তরুণ রাহুল দ্রাবিড়ের অধীনে খেলার স্বপ্ন দেখেন। কিন্তু অভিষেক শর্মা যখন ভারতীয় দলে প্রতিনিধিত্ব করার সুযোগ পান, তখন দ্য ওয়াল ভারতের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। যদিও অভিষেক অনূর্ধ্ব-১৯-এ দ্রাবিড়ের কোচিংয়ে খেলেছেন। এবং ২০১৮ সালে দ্রাবিড়ের কোচিংয়ে ভারত যুব বিশ্বকাপ জেতে। সেই দলের সদস্য ছিলেন অভিষেক।
সম্প্রতি ভারতীয় ক্রিকেটার অভিষেক শর্মা টিম ইন্ডিয়ার প্রাক্তন প্রধান ক🧔োচ রাহুল দ্রাবিড় সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছেন। ঘটনাটি ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সময় ঘটেছিল। তিনি দাবি করেছেন, শুরু থেকেই রাহুল দ্রাবিড়কে আপাতদৃষ্টিতে খুবই শান্ত মনে করতেন তাঁরা। কিন্তু সেই সময়ে, দ্রাবিড় পুরো দলকে তাতাতে বলেছিলেন যে, কোনও সময়ে পিছিয়ে না পড়তে এবং নি🐟জেদের সবটা উজাড় করে দিতে হবে। সব কিছুরই পালটা জবাব দিতে হবে।
আরও পড়ুন: কাপ হাতে নিয়েꦏ চিৎকার করে কেঁদে ফেলেছিলেন… অন্য দ্রাবিড়ের গল্প শোনালেন অশ্বিন
অভিষেক তাঁর প্রাক্তন সতীর্থ মনজোৎ কালরার সঞ্চালনায় একটি পডকাস্ট শো-তে বলেছেন, ‘আমরা অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের কাছে হেরেছিলাম। বিশ্বকাপে যখন আমরা আবার তাদের মুখোমুখি হয়েছিলাম, তখন রাহুল দ্রাবিড় আমাদের বলেছিলেন যে, ওরা যদি গালি দেয়, তোমরাও তা ফেরৎ দেবে। কেউ আশা করেনি, তিনি এমন কিছু বলবেন। ♔আমরা সেই ম্যাচের জন্য সবাই খুব উত্তেজিত ছিলাম।’
আরও পড়ুন: ভারতকে দ্বিপ🐬াক্ষিক T20I সিরিজের কোনও প্রস্তাবই দেওয়া হয়নি- ভোল বꦜদলে দাবি PCB-র
সেবাꦑর বিশ্বকাপে অভিষেক তাঁর ব্যাটিং দক্ষতা দেখানোর খুব বেশি সুযোগ পাননি। কারণ তিনি ভারতীয় ব♛্যাটিং অর্ডারের নীচের দিকে ব্যাট করতেন। তিনি তিনটি ইনিংস খেলে ৭৮ রান করেছিলেন এবং ছ'টি ম্যাচে ৬টি উইকেট নিয়েছিলেন। তবে তিনি তাঁর অলরাউন্ড দক্ষতার হাত ধরে প্রভাব ফেলার চেষ্টা করেছিলেন।
আরও পড়ুন: সঞ্জু, রুতু, অ🍷ভিষেকরা কি দলে জায়গা পাওয়ার যোগ্য নন? জবাব দিতে গিয়ে হোঁচট খেলেন আগরকর
প্রসঙ্গত, বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচে শুভমন গিলের ৮৬ রাไনের সুবাদে ভারত প্রথমে ব্যাট করে ২৬৫ রান করেছিল। অভিষেক ৪৯ বলে ৫০ রান করেন। কমলেশ নগরকোটি তিনটি, অভিষেক দু'টি উইকেট নেন এবং বাংলাদেশ ♍মাত্র ১৩৪ রানে গুটিয়ে যায়। এর পর সেমিফাইনালে পাকিস্তানকে এবং তার পর ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জিতে নেয় ভারতের যুব দল।
২০২৪ সালে আবার ভারত ফের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। সেই দ্রাবি🃏ড়ের কোচিংয়ে। তবে এবার সিনিয়র দলকে চ্যাম্পিয়ন করেছেন রাহুল দ্রাবিড়। এবং ভারতকে সাফল্য দেওয়ার পর টিম ইন🔯্ডিয়ার কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। আর দ্রাবিড় সরে দাঁড়ানোর পরেই ভারতের সিনিয়র দলে সুযোগ পেয়েছেন অভিষেক শর্মা।