ILT20 Season 2 Schedule- ডিপি 🐠ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগ বা যেটি আমাদের কাছে আবু ধাবি লিগ নামেই পরিচিত, তার দ্বিতীয় সংস্করণটি শুরু হতে চলেছে ২০২৪ সালের জানুয়ারি মাসে। ৩৪টি ম্যাচের এই লড়াইটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমির শাহির তিনটি আইকনিক ভেন্যু- আবুধাবি, দুবাই এবং শারজাহতে। এই লিগের সবকটি ম্যাচ দেখা যাবে ZEE-এর ১০টি লিনিয়ার ꦫটিভি চ্যানেল, ZEE5 এর OTT প্ল্যাটফর্মে।
ভারত এবং সারা বিশ্বের ক্রিকেট অনুরাগী ZEE-এর প্ল্যাট ফর্মে লাইভ অ্যাকশন দেখতে পারবেন। ২০২৪ সালের ১৯ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত লিগটি অনুষ্ঠিত হবে। এবারের লিগে ছয়টি দল অংশ নেবে। মোট ৩৪টি ম্যাচের মাধ্যমে লিগের নিষ্পত্তি হবে। ফ্র্যাঞ্চাইজি স্টাইলের টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমির শাহিতে খেলা হবে। লিগের ছয়টি ফ্র্যাঞ্চাইজি দলের মধ্যে রয়েছে আবুধাবি নাইট রাইডার্স (কলকাতা নাইট রাইডার্স), ডেজার্ট ভাইপার্স (ল্যান্সার ক্যাপিটাল), দুবাই ক্যাপিটাল (জিএমআর), গাল্ফ জায়েন্টস (আদানি স্পোর্টসলাইন), এমআই এমিরেটস (রিলায়েন্স ইন⭕্ডাস্ট্রিজ), এবং শারজাহ ওয়ারিয়র্স (ক্যাপ্রি গ্লোবাল)।
বিশ্বের কিছু বিখ্যাত ক্রিকেট তারকারা সিজন টু-এ খেলতে দেখা যাবে। যার মধ্যে রয়েছেন ডেভিড ওয়ার্নার, দাসুন শানাকা, রহমান উল্লাহ গুরবাজ, স্যাম বিলিংস, ডেভিড উইলি, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, অ্যালেক্স হেলস, টম কারান, রোভম্যান পাওয়েল, শিমরন হেতমায়ের, জেমস ভিন্স, অম্বাতি রায়ডু, কোরি অ্যান্ডারসন, ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ড, ট্রেন্ট বোল্ট, ক্রিস ওকস এ🧜বং মার্টিন গাপ্টিল।
এবারের টুর্নামেন্টে ২১ জানুয়ারি ডেজার্ট ভাইপার্সের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে শাহরুখ খানের আবুধাবি নাইট রাইডার্স। দুবাইয়ের ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে তারা প্রথম খেলতে নামবেন। এরপরে তারা ২৩ জানুয়ারি জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এমআই এমিরেটসের বিরুদ্ধে খেলতে নামবে। ২৫ জানুয়ারি দুবাইয়ে দুবাই ক্যাপিটালের বিরুদ্ধে খেলবে আবুধাবি নাইট রাইডার্স। ২৭ জানুয়ারি ফের ডেজার্ট ভাইপার্সের বিরুদ্ধে খেলবে নাইট রাইডার্স, ম্যাচটি হবে আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। ২৮ তারিখ তারা এমআই এমিরেটসের বিরুদ্ধে জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামবে। এরপরে ৩১ জানুয়ারি গাল্ফ জায়েন্টস ও ৩ ফেব্রুয়ারি দুবাই ক্যাপিটালের বিরুদ্ধে খেলবে। ৫ ও ৭ ফেব্রুয়ারি তারা শারজাহ ওয়ারিয়র্সের বিরুদ্ধ𝐆ে খেলবে। ১০ ফেব্রুয়ারি গাল্ফ জায়েন্টসের বিরুদ্ধে খেলতে নামবে শাহরুখ খানের আবুধাবি নাইট রাইডার্স। টুর্নামেন্টে প্রথꦺম মরশুমে চ্যাম্পিয়ন হয়েছিল গাল্ফ জায়েন্টস।