শুভব্রত মুখার্জি:- বাংলাদেশে এই মুহূর্তে পরিস্থিতি বেশ জটিল। রাজনৈতিক অস্থির🔯তা চলছে গোটা দেশে। দেশের প্রধানমন্ত্রী হিসেবে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। এখনও দেশের দায়িত্ব নেয়নি কোন অন্তর্বর্তী সরকার। দেশে নির্বিচারে লুঠতরাজ থেকে মারধর, বাড়ি জ্বালিয়ে দেওয়া, আসবারপত্র নষ্ট করা সব চলছে একেবারে নিয়ন্ত্রণহীনভাবে। এমন আবহে দেশ কঠিন পরিস্থিতিতে থাকলেও দেশের ক্রিকেট ইতিহাসে সেরা অলরাউন্ডার শাকিব আল হাসান একবারও আন্দ꧂োলন কারীদের পক্ষে দাঁড়িয়ে মুখ খোলা তো দূর কোন সোশ্যাল মিডিয়া পোষ্টও করেননি। আর সেই রাগ এবার তাঁর উপর গিয়ে পড়েছে বাংলাদেশিদের। এবার তাঁকেই চরম অপমানের শিকার হতে হয়েছে। তাও আবার নিজের দেশে নয়। বিদেশ বিভুঁইয়ে লিগ খেলতে গিয়ে অপমানিত হতে হয়েছে শাকিব আল হাসানকে। ঠিক কী ঘটে ছিল আসুন জেনে নেওয়া যাক সেই ঘটনা।
এই মুহূর্তে শাকিব রয়েছেন কানাডাতে। সেখানে তিনি গ্লোবাল টি-২০ লিগ নামক একটি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিচ্ছেন। সেখানেই ঘটে গিয়েছে এই ঘটনা। সেই ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে সামনে এসেছে।যা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে এই মুহূর্তে। সেই ভিডিয়োতেই দেখা গিয়েছে খেলা দেখতে আসা কানাডা প্রবাসী এক বাংলাদেশি ব্যক্𓃲তি শাকিবের উদ্দেশ্য চরম অবমাননাকর কথা বলেছেন।
আরও পড়ুন…. বাবর নাকি ইরফানকে𒈔 সাক্ষাৎকার দিতে চায়নি! পাক সমর্থকদের মিথ্যাচারের যোগ্য জব💙াব দিলেন হরভজন
বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার শাকিব দীর্ঘদিন বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের হয়ে দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে একাধিক সাফল্য রয💃়েছে তাঁর। তাঁকে নিয়ে বিতর্কও কম হয়নি। এইবার বাংলাদেশের আন্দোলন নিয়ে মুখ না খুলে ও চরম অপমানের শিকার তিনি।
আরও পড়ুন…. SA20 লিগে খেলবেন দীনেশ কার্তিক! KKR ও RCB-র প্রাক্তনী যুক্ত হলেন পার্ল রয়্ꩲযালসের সঙ্গে
বাংলাদেশের আরেক প্রাক্তন অধিনায়ক মাশরাফি ⭕বিন মোর্তাজা নড়াইল-২ কেন্দ্রের সাংসদ। তাঁর বাড়ি গতকাল পোড়ানো হয়েছে। হয়েছে লুটপাট। বাংলাদেশের গত সাধারণ নির্বাচনে জিতে সাংসদ হয়েছিলেন শাকিব আল হাসানও। তিনি সোমবার কানাডা টি-২০ লিগে একটি ম্যাচ ছিল শাকিবের। গতকালের ম্যাচে ১টি উইকেট নিয়েছেন তিনি। তাঁর দল বাংলা টাইগার্সের হয়ে ব্যাট হাতে ৩০ বলে ৩৬ রানও করেন। বলা যায় তাঁর দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শাকিব আল হাসান। এরই মাঝে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। শাকিবকে অশ্লীল ভাষায় ম্যাচ চলাকালীন বিদ্রুপ করা হয়। তিনি কিছু বলেননি। শুধু হাত নেড়েছেন। তাঁকে ওই ব্যক্তি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ‘শাকিব ভাই গদি আছে? না গেছে?’ যার উত্তরে শাকিব কোনও রকম হাসি দিয়ে হাত নেড়ে ফিল্ডিংয়ে মনোনিবেশ করেন।