শুভব্রত মুখার্জি: চলতি টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে সোমবার মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া। ক্রিকেট ইতিহাসে অন্যতম শক্তিশালী দুই ক্রিকেট খেলিয়ে দেশ এই দুই দেশ। গত ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে গিয়েছিল অস্ট্রেলিয়া দল। ফলে সুপার এইটে যেতে গেলে ভারতেরꦇ বিরুদ্ধে জিততেই হত অস্ট্রেলিয়াকে। হারলে আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচের উপর নির্ভর করতে হত। যে ম্যাচ আফগানরা জিতে যাওয়ায়, ছিটকে যেতে হল অজিদের।
যাইহোক ভারতের বিরুদ্ধে সেন্ট লুসিয়ার গ্রস আইলেটে ড্যারেন স্যামি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বোলাররা ভারতের বিরুদ্ধে অত্যন্ত খারাপ পারফরম▨্যান্স করে। রোহিত শর্মা সহ ভারতীয় ব্যাটারদের হাতে বেদম পিটুনি খেতে হয়েছে তাদের। আর তার ফলেই টি-২০ বিশ্বকাপের ইতিহাসে লজ্জার নজির গড়ে ফেলেছেন অ্যাডাম জাম্পা,প্যাট কামিন্স এবং মার্কাস স্টইনিস। তবে এর মধ্যেও ব্যতিক্রম জোশ হেজে🐻লউড। বাকি বোলাররা যখন বেদম পিটুনি খেয়েছেন, তখন তিনি কিপ্টে বোলিং করে এক ব্যতিক্রমী নজির গড়েছেন!
টি-২০ বিশ্বকাপ তো বটেই আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটের কোনও একটি ম্যাচে এদিন সব থেকে বেশি রান দেওয়ার লজ্জার নজির গড়েছেন জাম্পা, কামিন্স এবং মার্কাস স্টইনিস। অজিদের ওয়ানডে ফর্ম্যাটের অধিনায়ক প্যাট কামিন্স এদিন চার ওভার বল করেছেন। একটিও মেডেন না দিয়ে তিনি দিয়েছেন ৪৮ রান। অর্থাৎ ওভার পিছু গড়ে রান দিয়েছেন ১২ প্রতি ওভার। কোনও উইকেট পাননি তিনি। অন্য দিকে জাম্পা তাঁর চার ওভারে একটিও মেডেন না দিয়ে দিয়েছেন ৪১ রান। তবে কামিন্স এবং জাম্পা উইকেট না পেলেও, এদিন দুটি উইকেট নিয়েছেন ꩲমার্কাস স্টইনিস। তিনি চার ওভার বল করে ৫৬ রান দিয়ে নিয়েছেন দুটি উইকেট। ঋষভ পন্ত এবং শꦇিবম দুবেকে এদিন আউট করেছেন তিনি। তবে এই তিন বোলার এদিন তাদের আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারের সব থেকে বেশি রান দেওয়ার লজ্জার নজির গড়েছেন।
আরও পড়ুন: 2024 T20 World Cup-এ সবচেয়ে বেশি ক্যাচ ফ𝄹েলেছে ⛎অস্ট্রেলিয়া, লজ্জার নজিরে শীর্ষে ক্যাপ্টেন মার্শ
সতীর্থরা যখন বেধড়ক ম্যাচ খেয়েছেন তখন একেবারে ব্যতিক্রমী বোলিং করার নজির গড়েছেন হেজেলউড। নিজের কেরিয়ারে টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সব থেকে কৃপণ বোলিং করার নজির গড়েছেন তিনি। তিনি এদিন চার ওভার বোলিং করে দিয়েছেন মাত্র ১৪ রান। নিয়েছেন একটি উইকেট। বাকি অজি বোলাররা যখন ওভার প্রতি ১০-১২ রান দিয়েছেন গড়ে, তখন হেজেলউড গড়ে প্রতি ওভারে দিয়েছেন ৩.৫ রান মাত্র। ভারতীয় ওপেনার তথা প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নিয়েছেন তিনি। প্রসঙ্গত, ভারত এদিন ম্যাচে প্রথমে ব্যাট করে। অজিরা টসে জিতে ভারতকে এদিন প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়। ভারত তাদের নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান তুলতে সমর্থ হয়। ভারত অধিনায়ক রোহিত শর্মা এদিন ৪১ বলে ৯২ রানের একটি অনবদ্য ম্যাচ খেলেছেন। এছাড়াও সূর্যকুমার যাদব (৩১),শিবম দুবে🦋 (২৮) এবং হার্দিক পান্ডিয়া (২৭*) ব্যাট হাতে উল্লেখযোগ্য যোগদান করেছেন।