আগামি ২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে বহু প্রতিক্ষীত বর্ডার-গাভসকর ট্রফি। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠ🌄িত হবে পার্থের অপটাস স্টেডিয়ামে। জেনে নেওয়া যাক ভারতীয় সময় অনুযায়ী ঠিক কখন শুরু হবে ম্যাচ। সেই সঙ্গে দেখে নেওয়া যাক বর্ডার-গাভাসকর ট্রফির ৫টি টেস্ট ও রো🦄হিতদের একটি ট্যুর ম্যাচ ভারতীয় সময় অনুযায়ী কখন শুরু হবে।
ভারত-অস্ট্রেলিয়া পার্থ টেস্টের প্লেয়িং কন্ডিশন
টেস্ট শুরু হবে ২২ নভেম্বর অ🧸র্থাৎ শুক্রবার। খেলা শুরু হবে স্থায়ী সময় অনুযায়ী সকাল ১০টা ২০ মিনিটে। অর্থাৎ, ভারতীয় সময় অনুযায়ী ম্যাচ শুরু হবে সকাল ৭টা ৫০ মিনিটে। টস অনুষ্ঠিত হবে ৩০ মিনিট আগে অর্থাৎ, সকাল ৭টা ২০ মিনিটে।
লাঞ্চের বিরতি ভারতীয় সময় অনুযায়ী ৯টা ৫০ মিনি𒁏টে। ৪০ মিনিটের বিরতি শেষে দ্বিতীয় সেশনের খেলা শুরু হবে ১০টা ৩০ মিনিটে। চায়ের বিরতি বেলা ১২টা ৩০ মিনিটে। ২০ মিনিটের বিরতি শেষ তৃতীয় সেশনের খেলা শুরু হবে ১২টা ৫০ মিনিটে। ওভার-রেট বজায় থাকলে দিনের খেলা শেষ হবে দুপুর ২টো ৫০ মিনিটে। ৯০ ওভারের কোটা পূর্ণ না হলে দিনের শেষে অতিরিক্ত ৩০ মিনিট খেলা জারি রাখা হতে পারে।
ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের পূর্ণাঙ্গ সূচি ও কখন শুরু ম্যাচ
১. প্রথম টেস্ট: ২২-২৬ নভে✃ম্বর (পারথ🅷, সকাল ৭টা ৫০ মিনিট)।
২. অস্ট্রেলিয়া প্রধাꩵনমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ: ৩০ নভেম্বর-১ ডিসেম্বর (ক্যানবেরা, 🌄ভোর ৫টা ৩০মিনিট)।
৩. দ্বিতীয় টেস্ট (ডে-নাইট): ৬-১০ ডিসেম্বর (অ্যাডিলেড⛦, সকাল ৯টা ৩০ মিনিট)।
৪. তৃতীয় টেস্ট: ১৪-১৮ ডিসেম্বর (ব্রিসবেন,ꦺ♔ ভোর ৫টা ৫০মিনিট)।
৫. চতুর্থ টেস্ট: ২৬-৩০ ডিসেম্বর (মಌেলবোর্ন, ভোর ৫টা)।
৬. পঞ্চম টেস্ট: ৩-৭ জানুয়ারি ২০২৫ (সিডনি, ভꦕোর ৫টা)।
ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড
প্যাট কামিন্স (ক্যাপ্টেন), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, 🍒জোশ হেজেলউড, ট্র্যাভিস হেড, জোশ ইংলিস, উসমান খোয়াজা, মার্নাস ল্যাবুশান, নাথান লিয়ন, মিচেল মার্শ, ন্যাথন ম্যাকসুইনি, স্টিভ স্মিথ ও মিচেল স্টার্ক।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ভারতের স্কোয়াড
রোহিত শর্মা (ক্যাপ্টেন), জসপ্রীত বুমরাহ (ভাইস ক্যাপ্টেন), যশস্বী জসওয়াল, অভিমন্যু ঈশ্বরন, শুভম𒉰ন গিল, বিরাট কোহলি,💦 লোকেশ রাহুল, ঋষভ পন্ত (উইকেটকিপার), সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিধ কৃষ্ণা, হর্ষিত রানা, নীতীশ রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর।
রিজ𝄹ার্ভ প্লেয়ার- মুকেশ কুমার, নভদীপ সাইনি ও খলিল আহমেদ। দেবদূত পাডিক্কালকেও ভারতীয় দল অস্ট্রেলিয়ায় রেখে দিয়েছে বলে খবর।