শুভব্রত মুখার্জি: রবিবার শেষ হয়েছে ভারত বনাম ইংল্যান্ডের রাজকোট টেস্ট। চলতি টেস্ট সিরিজে ভারতে রাজকোট টেস্টের পরে আপাতত এগিয়ে র꧅য়েছে ২-১ ফলে। বাকি রয়েছে আরও দু'টি টেস্ট। একটি খেলা হবে রাঁচিতে। অপরটি খেলা হবে ধর্মশালাতে। হায়দরাবাদে প্রথম টেস্টে হারের পরে সিরিজে ইংল্যান্ডের ব্যাজবল স্ট্র্যাটেজির ক্রিকেট সামলে যেভাবে কামব্যাক করেছে ভারতীয় দল, তা এককথায় অনবদ্য। রাজকোট টেস্টে তো ধরাশায়ী হয়েছে ইংল্যান্ড দল। ৪৩৪ রানের বিরাট ব্যবধানে হেরেছে তারা। ১৯৩৪ সালে বিরাট ব্যবধানে টেস্ট হারের পরে ফের এতবড় ব্যবধানে টেস্ট হেরেছে ইংল্যান্ড দল। তবে এই রাজকোট টেস্টে ইংল্যান্ড দল হারলেও, তাদের হয়ে এক বিরল নজির গড়েছেন বাঁহাতি ওপেনার বেন ডাকেট।
আরও পড়ুন: ৪-৫ বছর আগে রোহিতের একটা ফোনই কি বদলে দিয়েছিল যশস্বীর ক্যারিয়ার? খোলসা করলেন তরুণ 💟তারকার শৈশবের কোচ
কী সেই নজির? আসুন জেনে নেওয়া যাক। কোনও টেস্টে চারশো বা তার বেশি রানের ব্যবধানে ইংল্যান্ড দল হেরেছে দু'বার। আর এই এত বড় ব্যবধানে টেস্ট হারের মধ্যেও দলের হয়ে শতরান করা দ্বিতীয় ব্যাটার হিসেবে বিরল নজির গড়েছেন বেন 📖ডাকেট। রাজকোটে ১৫৩ রান করেছেন ডাকেট। আর এই বিরল তালিকায় প্রথম স্থানে রয়েছেন ইংল্যান্ডের মরিস লেল্যান্ড। ১৯৩৪ সালে তাঁর দল হারলেও তিনি করেছিলেন ১১০ রান। শক্তিশালী অজিদের বিরুদ্ধে এই ইনিংস খেলেছিলেন তিনি। আর ডাকেট খেললেন রাজকোটে ভারতের 𒐪বিরুদ্ধে। এই ম্যাচে ডাকেট একাধিক নজির গড়েছেন। গোটা ইনিংস জুড়েই তাঁর স্ট্রাইক রেট ছিল ১০০-র উপরে।
আরও পড়ুন: ঘুর্ণি পিচ বান𓆏িয়ে ইংল্যান্ডকে ধরাশায়ী- নিন্দুকদের এহেন সমালোচনা ফুৎকারে ওড়ালেন রোহিত
রাজকোটে ভারত প্রথম ইনিংসে করে ৪৪৫ রান। তার জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে করে ৩১৯ রান। বেন ডাকেট একাই করেন ১৫৩ রান। খেলেন ১৫১ বল। তাঁর ইনিংস সাজানো ছিল ২৩ টি চার এবং ২ টি ছয়ে। কুলদীপ যাদবের বলে শুভমন গিলের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। ডাকেট ছাড়া ওই ইনিংসে আর কোনও ইংল্যান্ড ব্যাটার অর্ধশতরানও করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ স্কোর বেন স্টোকসের। তিনি ৪১ রান করেন। এছাড়াও অলি পোপ করেছেন ৩৯ রান। দ্বিতীয় ইনিংসে বেন ডাকেট 🅘অবশ্য বড় রান করতে পারেননি। ১৫ বল খেলে মাত্র ৪ রান করে আউট হন তিনি। ইংল্যান্ড অল আউট হয়ে যায় ১২২ রানে। ফলে ৪৩ℱ৪ রানের বড় ব্যবধানে হারতে হয় ইংল্যান্ডকে।