শুভব্রত মুখার্জি: ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজ শেষ হয়েছে সদ্য। দুর্দান্ত পারফরম্যান্স করেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। ৪-১ ফলে সিরিজ জিতেছে তারা। ব্যাজবল স্ট্র্যাটেজির ক্রিকেটের বিরুদ্ধে নবীন তারকা সম্বলিত দল নিয়েই বাজিমাত করে দিয়েছে ভারতীয় দল। ব্যাজবলের বিরুদ্ধে কাউন্টার অ্যাটাক নির্ভর ক্রিকেট খেলেছেন রোহিত শর্মা, য💎শস্বী জয়সওয়াল, শুভমন গিলরা। আর তাতেই একেবারে ব্যাকফুটে চলে গিয়েছিল ইংল্যান্ড বোলাররা। আর এই সুযোগকেই সিরিজে কাজে লাগিয়েছে ভারতীয় দল। বিপক্ষ দলের বোলারদের বিশেষ করে সেরা বোলারদের ছন্দ নষ্ট করে দিয়েই সম্পূর্ণ ফায়দা লুটে নেয় ভারতীয় দল। এই এক সুর শোনা গিয়েছে ভারতের অন্যতম সেরা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের গলাতে।
অশ্বিন জানিয়েছেন সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন টম হার্টলে। রোহিত শর্মা তাঁর বিরুদ্ধেই আক্রমণাত্মক ক্রিকেট খেলে তাঁ🌼র ছন্দকে নষ্ট করে দেন। যার সুবিধা উঠিয়েছেন ভারতীয় ব্যাটাররা। প্রসঙ্গত সিরিজের প্রথম টেস্টে হায়দরাবাদে জয় পেয়েছিল ইংল্যান্ড দল। এই টেস্টেই অভিষেক হয় বাঁহাতি স্পিনার টম হার্টলের। তিনি বল হাতে প্রথম ইনিংসে সেই ভাবে ভালো পারফরম্যান্স করতেই পারেননি। ভারতীয় ব্যাটাররা তাঁর বিরুদ্ধে আক্রমণাত্মক খেলা খেলেন। দ্বিতীয় ইনিংসে টম হার্টলে একাই নেন সাতটি উইকেট। আর তাঁর এই বোলিং স্পেল এবং ওলি পোপের অনবদ্য শতরানে ভর করেই প্রথম টেস্ট জয় নিশ্চিত করে ইংল্যান্ড দল। এরপরে সিরিজের চতুর্থ টেস্টের আগে পর্যন্ত সিরিজে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন টম হার্টলে। তাঁর বিরুদ্ধে ভারত অধিনায়ক রোহিত শর্মা সহ গোটা দল এমন আক্রমণাত্মক ক্রিকেট খেলা শুরু করে যে নবীন ইংরেজ স্পিনাররা শেষ পর্যন্ত খেই হারান।
বিষয়টি নিয়ে বলতে গিয়ে রবিচন্দ্রন অশ্বিন জানিয়েছেন, ‘রোহিত শর্মা সিরিজ যত এগিয়েছে তত নিজের খেলার ধরন বদলে ফেলেন। আরও বেশি আক্রমণাত্মক খেলা শুরু করেন তিনি। বিশেষ করে লেগ সাইডে রান করার দিকে বেশি মনোযোগী হন তিনি। আর এতেই হার্টলের বোলিংয়ের ছন্দপতন ঘটে। বিশাখাপত্তনমের টেস্ট শেষ হ🌜ওয়া পর্যন্ত ১৫ কিংবা ১৬টি উইকেট নিয়েছিল হার্𝓰টলে। এরপর সব টেস্ট মিলিয়ে মাত্র ছয়টি উইকেট নেয় ও।’
প্রসঙ্গত সদ্য শেষ হওয়া সিরিজ ভারত ৪-১ ব্যবধানে জিতেছে। এই সিরিজে ভারত অধিনায়ক রোহিত শর্মা দুটি শতরান হাঁকিয়েছেন। দুটি শতরান করেছেন শুভমন গিলও। তবে এই সিরিজে নিঃসন্দেহে সেরা ব্যাটার যশস্বী জয়সওয়াল। মোট ৭১২ রান করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন তিনি। ওপেনিংয়ে তাঁর আক্রমণাত্মক ইনিংস একা♑ধিক টেস্টে ভার♋তের হয়ে ম্যাচ জয়ের শক্ত ভিত গড়ে দিয়েছিল। যার উপর দাঁড়িয়ে বাজিমাত করেছেন রোহিতরা।