তরুণ ব্রিগেড নিয়ে ইংল্যান্ডের মতো বড় মাপের দলকে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে গুঁড়িয়ে দিয়েছে ভারত। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ নিজেদের ঝুলিতে তারা তুলে নিয়েছে ৪-১ ফলাফলে। সিরিজ শেষে রোহিত শর্মার প্রশংসায় পঞ্চমুখ সকলেই। বিশেষ করে যেভাবে তিনি একটি তরুণ ক্রিকেটার ভরতি দলকে চালিয়ে নিয়ে গিয়েছেন। যা সকল প্রাক্তন ক্রিকেট তারকার দৃষ্টি আকর্ষণ করেছে। তার উপর বিরাট কোহলিও ব্যক্তিগত কারণে সিরিজে অংশগ্রহণ করতে পারেননি। এমন একটা বড় চাপ নিয়েও রোহিত সির🗹িজ উপহার দিয়েছেন দেশকে।
বিরাটের অনুপস্থিতি প্রথমদিকে চাপে ফেলেছিল সকলকেই। অধিনায়ক থেকে হেড কোচ, সবাই চিন্তায় ভুগছিল যে তাঁর পরিবর্তে কে বড় ভূমিকা পালন করবে। যদিও শুভমন গিল সেই পরীক্ষায় উত্তীর্ণ হন সফলভাবে। তবে এবার কেউ কোহলিকে নিয়ে একটি বড় মন্তব্য করলেন দলের তারকা স্পিনার 🧔অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। এক ইউটিউব ভিডিয়োতে তিনি দাবি করলেন যে শর্ট মিড-উইকেট বিরাট কোহলির ফিল্ডিং করার স্থান এবং সেখানে প্রথম টেস্টে শুভমন গিলকে একেবারেই স্বাচ্ছন্দ দেখায় ♚না।
রবিচন্দ্রন অশ্বিন বলেন, 'বিরাটের ফিল্ডিং করার স্থান হচ্ছে শর্ট মিড-উইকেট এবং ওই জায়গায় ওকে ছাড়া অন্য কাউকে ভাবা একেবারেই যায় না। গিল প্রথম টেস্টে ওখানেই দাঁড়িয়েছিল, তবে ও একেবারেই স্বাচ্ছন্দ্যবোধ করছিল না। যদিও অন্তিম টেস্টে ও নিজেকে মানিয়ে নেয় ওই স্থানেꦜ। কভারে ও বেন ডাকেটের ক্যাচ নেয়। তবে এর থেকে এটা স্পষ্ট যে ও লাগাতার ভাবে নিজের খ🍰েলার উন্নতি করতে চায় এবং করেও চলেছে।'
যদিও এরপরে গিলের প্রশংসা করে অশ্বিন জানান যে তারকা ওপেনার অনেক উপর-নিচ দেখেছে এবং সবকিছু পার করে তিনি আজ একটি বড় জায়গায় এসে পৌঁছেছেন। অশ্বিন বলেন, 'এক্ষেত্রে আমি শুভ♕মন গিলের প্রশংসা করব কারণ ও অনেক উপর-নিচ দেখেছে। অনেক🥀েই মাঝে দাবি করেছিল যে ওকে প্লেইং একাদশে জায়গা দেওয়া উচিত নয়। হ্যাঁ, মাঝে ওর কিছু সমস্যা হয়েছিল তবে দিনের শেষে ও সবকিছু পার করে এখন একটা বড় জায়গায় এসে পৌঁছেছে। লোকে যদি মনে করে যে কোনও ক্রিকেটার ভবিষ্যতের তারকা হওয়ার যোগ্যতা রাখে তাহলে তার কাছে এই জিনিসটা অত্যন্ত জরুরি। সত্যি বলতে গেলে আমি এটা দেখে খুব খুশি হয়েছি যে ও সব চাপ সামলেছে ভালোভাবে। আমি ওর জন্য হাততালি দিতে চাই।'