শুভব্রত মুখার্জি: এই মুহূর্তে নিঃসন্দেহে ভারতের প্রিমিয়র পেসার জসপ্রীত বুমরাহ। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকতে হয়েছে তাঁকে। পিঠের চোট সারিয়ে ওয়ানডে বিশ্বকাপের আগেই ভারতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে তাঁর। ভারত বনাম আয়ারল্যান্ড সিরিজে জাতীয় দলে ফিরেছেন তিনি। শুধু ফিরেছেন বললে হয়তো কম বলা হয়ে যাবে। দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়ে ফিরেছেন তিনি। এদিন আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথ⭕ম টি-২০ ম্যাচে জাতীয় দলের হয়ে অধিনায়ক হিসেবে টস করতে নামার সময়েই গড়ে ফেলেছেন এক নয়া কীর্তি। ভারতের ক্রিকেট ইতিহাসে প্রথমবার টি-২০ ফর্ম্যাটে দেশকে নেতৃত্ব দি🗹চ্ছেন একজন বিশেষজ্ঞ পেসার। আর সেই হিসেবেই নয়া নজির স্থাপন করেছেন তিনি।
প্রসঙ্গত জসপ্রীত বুমরাহ এই এক নজির গড়েছিলেন টেস্ট ফর্ম্যাটেও। ভারতকে তিনি টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন ইংল্যান্ডের মাটিতে। তবে টেস্ট এবং টি-২০ ফর্ম্যাটে ভারতকে একজন বিশেষজ্ঞ পেসার হিসেবে নেতৃত্ব দেওয়ার নজির বুমরাহর থাকলেও ওয়ানডে ফর্ম্যাটে এখন পর্যন্ত ভারতকে নেতৃত্ব দেননি কোন বিশেষজ্ঞ পেসার। এদিন অবশ্য ডাবলিনের মালাহাইডে বল হাতে নেমেই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেনꦓ জসপ্রীত বুমরাহ। চোট থেকে ফিরেই দুরন্ত বোলিং করেছেন তিনি।ম্যাচের প্রথম ওভারেই তুলে নেন দু দুটি উইকেট। ম্যাচের দ্বিতীয় বলেই ওপেনার অ্যান্ডি বলবির্নিকে আউট করে দেন তিনি।
বলবির্নি ম্যাচের প্রথম বলেই বুমরাহকে চার হাঁকান।আর এর ঠিক পরপরেই অ্যান্ডি বলবির্নিকে বোল্ড করে প্যাভিলিয়নের রাস্তা দেখান জসপ্রীত বুমরাহ। ওই ওভারের পঞ্চম বলেই ফের সাফল্য পান বুমরাহ। তিন নম্বরে ব্যাট ক♋রতে নামা লরকান টাকারকে সাজঘরে ফেরান তিনি। মাত্র তিন বল খেলে শূন্য রান করেই প্যাভিলিয়নে ফিরে যান লরকান টাকার। বুমরাহের বলে তিনি খোঁচা দিয়ে আউট হন। তাঁর ক্যাচ তালুবন্দি করেন কিপার ব্যাটার সঞ্জু স্যামসন। উল্লেখ্য ২০২২ সালের টি-২০ বিশ্বকাপের আগেই চোট পেয়েছিলেন বুমরাহ।ঘরের মাঠে অস্ট্রেলি🌺য়ার বিরুদ্ধে সিরিজ খেলার সময়েই তিনি চোট পান। তাঁর কোমরের নীচের দিকের অংশে স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়ে। সেই চোট সারিয়ে এই প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে ২২ গজে ফিরে এলেন বুমরাহ।