শুভব্রত মুখার্জি: দীর্ঘ দিন বাদে ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-২০ সিরিজ হারতে হয়েছে ভারতকে। সদ্য শেষ হওয়া টি-২০ সিরিজে ভারত ২-০ ফলে পিছিয়ে পড়েছিল। সেখান থেকে তারা ২-২ করেও শেষ রক্ষা করতে পারেনি। আমেরিকার ফ্লোরিডার লডারহি🎃লে শেষ ম্যাচে ভারতকে অনায়াসে হারিয়ে সিরিজ জিতেছে ক্যারিবায়ান দল। সিরিজে ভারতের হয়ে বেশ ভালো পারফরম্যান্স করেছেন সূর্যকুমার যাদব। দলে থাকলেও ব্যাট হাতে সেই ভাবে ভালো পারফরম্যান্স করে উঠতে পারেননি সঞ্জু স্যামসন। ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দুই ব্যাটারকে কী করে পরিকল্পনা করে শেষ ম্যাচে🌃 ফাঁদে ফেলা হয়েছিল, তা বিস্তারিত ভাবে জানালেন ক্যারিবিয়ান অলরাউন্ডার রোমারিও শেফার্ড।
আরও পড়ুন: চোটের জেরেই ক্রি🤡কেট থেকে সরে দাঁড়াতে বাধ্য হলেন, অবসর ജনিলেন তারকা ব্রিটিশ পেসার
শেষ ম্যাচে ব্যাট হাতে ফের ব্যর্থ হয়েছিলেন সঞ্জু স্যামসন। আর অন্যদিকে সূর্যর দুরন্ত ইনিংসে ভর করেই লড়াকু রান করেছিল ভারতীয় দল। ৪৫ বলে ৬১ রান করেছিলেন সূর্য। তাঁর ইনিংসে ভর করেই ভারত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান করতে সমর্থ হয়। জবাবে ব্যাট করতে নেমে সেন্ট্রাল বোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে দুই ওভার বাকি থাকতেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিඣবিয়ান দল। ভারতের বিরুদ্ধꦇে সিরিজ জয় প্রসঙ্গে বলার সময়েই ক্যারিবিয়ান অলরাউন্ডার রোমারিও শেফার্ড পরিকল্পনা কষে সঞ্জু-সূর্যর উইকেট তুলে নেওয়ার বিষয়টি জানান।
তিনি বলেন, ‘সঞ্জুর ক্ষেত্রে আমাদের পরিকল্পনা ছিল যত জোরে সম্ভব উইকেটে বল করা। সূর্যের ক্ষেত্রে সেখানে আমাদের পলিকল্পনা ছিল ওকে যতটা সম্ভব সোজা খেলানোর। আর এই পথেই এসেছে সাফল্য। সিরিজ জয় নিয়ে বলতে পারি, এটা আমাদের কাছে অনেক কিছু। আরও বড় কারণ, আমরা সাম্প্রতিক কালে অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। শেষ কয়েক মাসের কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয💦়ার পরেও ভারতের মতন একটি দলের বিরুদ্ধে এই সিরিজ জয় নিশ্চিত ভাবে গুরুত্বপূর্ণ।’
উল্লেখ্য, ম্যাচে সূর্যকুমার অর্ধশতরান করলেও সঞ্জু স্যাꦺমসন মাত্র ১৩ রানেই আউট হয়ে যান। পাশাপাশি হার্দিক পান𝕴্ডিয়াও করেন মাত্র ১৪ রান।