পরপর ২টি দ্বিপাক্ষিক সিরিজে ঘুরে দাঁড়ানোর নতুন উপাখ্যান রচনা করল ভারতীয় ক্রিকেট দল। যদিও ꦺ২টি ভিন্ন ফর্ম্যাটে। টেস্ট থেকে টি-২০'তে এমন এক নজিরের পুনরাবৃত্তি করল টিম ইন্ডিয়া, যা আগে কখনও দেখা যায়নি। সেদিক থেকে রোহিতের কৃতিত্বে ভাগীদার হলেন ক🔴্যাপ্টেন শুভমন গিল।
ভারত তাদের শেষ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ হেরে যায়। তা সত্ত্বেও পরবর্তী চারটি ম্যাচ জিতে ৪-১ ব্যবধানে সিরিজ জেতে টিম ইন্ডিয়া। বছরের শুরুতেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে এমন নজির গড়ে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। উল্লেখযোগ্য বিষয় হল, টেস্টের ইতিহাসে গত ১১২ বছরে প্রথম ম্যাচ হেরে আর কোনও দল ৪-১ ব্যবধানে সিরিজ জিততে পারেনি। সুতরাং, ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানো কাকে বলে, দেখিয়ে 💫দেন রোহিতরা।
এবার শুভমন গিলের নেতৃত্বꦉে ভারতের টি-২০ দল জিম্বাবোয়ে সফরে ঠিক একই নজির গড়ে। জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ হেরে যায় টিম ইন্ডিয়া। তবে তার পরেও তারা সিরিজ জেতে ৪-১ ব্যবধানে। আন্তর্জাতিক টি-২০ ক্রিকে🐈টে এমন নজির এই প্রথম।
আ꧋রও পড়ুন:- IND vs ZIM 5th T20I: চার উইকেট মুকেশের, জিম্বাবোয়েকে হাসতে হাসতে হারাল ভারত
২০২৪-এ ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের ফলাফল
১. হায়দরাবাদের প🍬্রথম টেস্টে ইংল্যান্ডের ক🎀াছে ২৮ রানে হেরে যায় ভারত এবং ৫ ম্যাচের সিরিজে শুরুতেই পিছিয়ে পড়ে।
২. বিশাখাপত্তনমের দ্বিত🌺ীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০৬ রানে জয় তুলে নেয় ভারতীয় দল এবং সিরিজে ১-১ সমতা ফেরায়।
৩. রাজকোটের তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে ৪৩৪ রানের⛄ বিশাল ব্যবধানে পরাজিত করে টিম ইন্ডিয়া এবং সিরিজে ২-১ লিড নেয়।
৪. রাঁচির চতুর্থ টেস্টে ভারত ৫ উইকেটের ব্যবধানে হারি🔴য়ে দেয় ব্রিটিশ দলকে এবং ৩-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে।
৫. ধরমশালার পঞ্চম তথা শেষ টেস্টে ইংল্য🤪ান্ডকে এক ইনিংস ও ৬৪ রানে বিধ্বস্ত করে টিম ইন্ডিয়া। সেই সুবাদে ভারতীয় দল ৪-১ ব্যবধানে টেস্ট সিরিজের দখল নেয়।
২০২৪-এ ভারত-জিম্বাবোয়ে টি-২০ সিরিজের ফলাফল
১. জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের প্রথওম টি-২০ ম্যাচে ১৩ রানে পরাজিত হয় ভারত।
২. দ্বিতীয় টি-২০ ম্যাচ ১০০ রানের ব্যবধানে জিতে সিরিজে ১-💫১ সমতা ফেরায় টি🍌ম ইন্ডিয়া।
৩. তৃতীয় টি-২০ ম্যাচে ২৩ রানে জয় তুল🐟ে নেয় ভারত এ💯বং শুভমন গিলরা সিরিজে ২-১ লিড নেন।
৪. চতুর্থ টি-২০ ম্যাচ༺ে ১০ উইকেটের বিশাল জয় পায় ভারত এবং সেই সুবাদে ৩-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে ফেলে তারা।
৫. সিরিজের পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচেও সিকন্দর রাজাদের ৪২ রানের বড় ব্যবধানে বিধ্বস্ত করে টিম ইন্ডিয়া। সুতরাং, প্রথম ম্যাচ হেরেও শুভমন গিলরা ৪-১ ব্যবধানে টি-২০ সিরিজের দখল 𒆙নেন।