শুভব্রত মুখার্জি: ভারতের মাটিতে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ সম্পন্ন করেছে অস্ট্রেলিযꦓ়া দল। বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ যে ভারতীয় দলের কাছে সহজ হবে না তা আগে থেকেই তো জানা ছিল। তবে ঐতিহাসিক টেস্ট জয়ের পরে ভারতকে ৩-০ ফলে হোয়াইটওয়াশ করবে অস্ট্রেলিয়া তা হয়তো অনেক বিশেষজ্ঞও আশা করেননি। আর বাস্তবে সেই ঘটনাই ঘটিয়ে দেখিয়ে দিয়েছে অজিরা। সিরিজের প্রথম দুটি ম্যাচে রীতিমতো লড়াই করে হেরেছিল ভারত। তৃতীয় ম্যাচে তাদেরকে একেবারে খড়কুটোর মতন উড়িয়ে দিয়েছে অজিরা। ৩-০ ফলে হোয়াইটওয়াশ হতে হয়েছে ভারতীয় দলকে। আর সিরিজে দুই দলের 𒁏মধ্যে ফারাক যিনি গড়ে দিয়েছেন তিনি নিঃসন্দেহে অজি ওপেনার ফিবি লিচফিল্ড। তৃতীয় ম্যাচে অনবদ্য শতরান করে দেশকে জেতানোর পাশাপাশি ম্যাচ এবং সিরিজ সেরা হয়েছেন তিনি।
ম্যাচ শেষে সিরিজে নিজের পারফরম্যান্স এবং দলের পারফরম্যান্স বলতে গিয়ে তিনি জানিয়েছেন, ‘আমি মনে করি প্রথম ইনিংসটা চ্যালেঞ্জের ছিল। দ্বিতীয় ইনিংসে আরও বেশি চ্যালেঞ্জ ছিল। তবে এই ইনিংসে নেমেই আমি চালিয়ে খেলেছি। ভাগ্য ও কোন কোন সময়ে আমার সঙ্গ দিয়েছে। আমার মতে যত তাড়াতাড়ি উইকেট, পরিবেশ পরিস্থিতি আমি বিশ্লেষণ করে উঠতে পারব আমি তত তাড🌊়াতাড়ি সাফল্য পাব।’ নিজের ফিল্ডিং এবং ক্যাচিং নিয়ে তার বক্তব্য যে, ‘কোন ক্যাচ ধরতে পারাটা একা আলাদা অনুভূতি। যখন বল হাতে আটকে যায় তখন দেখতে দারুন লাগে। আমি এই বিষয়টা(ফিল্ডিং,ক্যাচিং) নিয়ে রীতিমতো অনুশীলন করি। অনেক সময়ে কঠিন ক্যাচ হাতে থেকে যায়, আবার কোন কোন সময় তা হাত থেকে পরেও যেতে পারে।’
তিনি আরও যোগ করে বলেন, ‘সিরিজের সবকটা ম্যাচ জিততে পারাটা দারুন ব্যাপার। আমাদের দলের কাছেও এটা একটা বড় অ্যাচিভমেন্ট। বিশেষ করে টেস্ট ম্যাচ হারের পর এই সিরিজ জয়ের আলাদা গুরুত্ব রয়েছে। তার উপর হোয়াইটওয়াশ করতে পারার জন্য আরওꦯ বেশি ভালো লাগছে।’ উল্লেখ্য এদিন ম্যাচে ১১৯ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন লিচফিল্ড। ১২৫ বল খেলে দীপ্তি শর্মার বলে হরমনপ্রীত কৌরকে ক্যাচ দিয়ে আউট হন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল ১৬ টি চার এবং একটি ছয়ে। অ্যালিসা হিলিও করেছেন ৮২ রান। ফল𝄹ে ৭ উইকেটে ৩৩৮ রান করেন অজিরা। জবাবে মাত্র ১৪৮ রানে অলআউট হয়ে যায় ভারত। ফলে ১৯০ রানের বিরাট ব্যবধানে হেরে ম্যাচে হারের পাশাপাশি সিরিজেও হোয়াইটওয়াশ হয় ভারতীয় দল।