যখনই মাঠে নামার সুযোগ পান, কুলদীপ যাদব দুর্দান্ত পারফর্ম্যান্সꦬ উপহার দেন। তবে কম্বিনেশনের স্বার্থে যখনই কাউকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়ার প্রয়োজন পড়ে, কুলদীপের উপর কোপ পཧড়ে সবার আগে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টে মন্দ খেলেননি কুলদীপ। তা সত্ত্বেও ওয়াশিংটন সুন্দরকে জায়গা করে দিতে কিউয়িদের বিরুদ্ধে পুণে টেস্টের প্রথম একাদশ থেকে বাদ পড়তে হয় চায়নাম্যান স্পিনারকে।
এবার তো বর্ডার-গাভাসকর ট্রফির জন্য ঘোষিত ভারতের টেস্ট স্কোয়াডে নামই নেই কুলদীপের। শুক্রবার বিসিসিআই দক্ষিণ আফ্রিকা সফরের টি-২০ সিরিজ ও অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজের জন্য ২টি পৃথক স্কোয়াড ⭕ঘোষণা করে। দু'টি স্কোয়াডের কোনওটিতেই নাম নেই কুলদীপের। অথচ এই মুহূর্𒁏তে ভারতের টেস্ট স্কোয়াডে কুলদীপ অটোমেটিক চয়েজ হওয়ার কথা।
যদিও এক্ষেত্রে বিসিসিআইয়ের তরফে দল ঘোষণার বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, কুলদীপকে কেন🍷 বর্ডার-গাভাসকর ট্রফির স্কജোয়াডে রাখা হয়নি। অর্থাৎ, কুলদীপ কেন বাদ, কারণ জানানো হয়েছে বোর্ডের তরফে।
কেন বাদ কুলদীপ
বিসিসিআইয়ের বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে যে, কুঁচকির যে চোট নিয়ে দীর্ঘদিন ভুগছেন কুলদীপ যাদব, ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে থেকে তিনি সেই চোটের দীর্ঘমেয়াদী নিরাময়ে মন দেবেন। তাই তাঁকে অস্ট্রেলিয়া সফরের ꦉটেস্ট স্কোয়াড থেকে সরিয়ে রাখা হয়েছে।
অন্যদিকে দক্ষিণ আফ্রꦓিকা সফরের জন্য ঘো😼ষিত ভারতের টি-২০ স্কোয়াডে নাম নেই আগুনে পেসার মায়াঙ্ক যাদব ও দুই ধ্বংসাত্মক মেজাজের অল-রাউন্ডার শিবম দুবে এবং রিয়ান পরাগের। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এই তিন তারকার বাদ পড়ার কারণও জানিয়ে দেওয়া হয়েছে।
চোট প্রবণ মায়াঙ্ক যাদব ফের চোট পেয়েছেন। তাই জাতীয় দল নির্বাচনের সময় বিবেচিত হয়নি তাঁর নাম। শিবম দুবেরও চোট রয়েছে। সেই কারণে তাঁকেও আপাতত জাতীয় টি-২০ স্কোয়াডের বাইরে রাখা হয়েছে। রিয়ান পরাগ দীর্ঘদিন কাঁধের চোট বয়ে বেড়াচ্ছেন। তিনি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে দীর্ঘমেয়াদী ভিত্তিতে চোট🦹 সারানোর প্রক্রিয়ায় থাকবেন। তাই তাঁকে দক্ষিণ আফ্রিকা সফরের টি-২০ স্কোয়াড থেকে সরিয়ে রাখা হয়েছে।
দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারতের টি-২০ স্কোয়াড
সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন♏), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিং, তিলক বর্মা, জিতেশ শর্মা (উইকেটকি♛পার), হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, বিজয়কুমার বৈশাক, আবেশ খান ও যশ দয়াল।
বর্ডার-গাভাসকর ট্রফির ভারতীয় স্কোয়াড
রোহিত শর্মা (ক্যাপ্টেন),জসপ্রীত বুমরাহ (ভাইস ক্যাপ্টেন), যশস্বী জসওয়াল, অভিমন্যু ঈশ্বরন, শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্ত (উই🧜কেটকিপার), সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিধ কৃষ্ণা, হর্ষিত রানা, নীতীশ রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর।