মাস্টার্স লিগের ♌ম্যাচে রুদ্ধশ্বাস জয় পেল শচীন টেন্ডুলকারের ইন্ডিয়া মাস্টার্স দল। একটা সময় মনে হচ্ছিল ম্যাচ হয়তো হারের বাইরে চলে যাবে। কিন্তু শেষ মুহূর্তে ম্যাচ থেকে জয় ত🤡ুলে নিল ভারত। শ্রীলঙ্কা মাস্টার্সকে হারাল ৪ রানে।
প্রথমে ব্যাট করতে নেমে ইন্ডিয়া মাস্টার্সের দুই ওপেনারের উইকেটই জলদি পরে যায়। অম্বতি রায়াডু মাত্র ৫ রানে আউট হন, শচিন টেন্ডুলকার করেন ৮ বলে ১০ রান। এরপরই ভারতের হাল ধরেন গুরকিরাত স꧙িং এবং স্টুয়ার্ট বিনি। গুরকিরাত করেন ৩২ বলে ৪৪ রান। স্টুয়ার্ট বিনি ৩১ ব♋লে ৬৮ রানের দুরন্ত ইনিংস খেলেন। বিনি নিজের ইনিংসে শ্রীলঙ্কা বোলারদের তুলোধোনা করে মারেন ৭টি ছয় এবং ৩টি চার।
আরও পড়ুন-২০৩০ কমনওয়েলথ গেমস আয়োজন ক🐓রতে ইচ্ছুক ভারত! পাঠানো হচ্ছে প্রস্তাব! হবে ক্রিকেটও? দেখে নিন
এরপর আসেন যুবরাজ সিং। এসেই তিনি নিজের স্টাইলে লঙ্কানদের শাসন করা শুরু করে দেন। ২২ বলে ৩১ রানে নট আউট থাকেন যুবি। সঙ্গ দিয়ে পার্টিতে যোগ দেন ইউসুফ পাঠানও। ꦫতিনি অর্ধশতরান করেন। মাত্র ২২ বলে করেন ৫৬ রান। ইনিংসে ছিল ৬টি ৬ এবং ৩টি চার। সেই সুবౠাদেই ভারতের স্কোর পৌঁছায় ২০ ওভারে ৪ উইকেটে ২২২ রানে।
জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা শুরুতেই হারায় ওপেনার উপুল থারাঙ্গার উইকেট। তবে খেলা ধরে নেন কুমার সাঙ্গাকারা। লঙ্কান মাস্টার্সের অধি𝔉নায়ক ৩০ বলে করেন ৫১ রান। মারেন ৮টি চার এবং ১টি ছয়। এরপর গুনারত্নে করেন ২৩ বলে ৩৭ রান।
খেলা তখনো ভারতীয় 🧸দলের আয়ত্তেই ছিল কিন্তু এর পরই জীবন মেন্ডিস নেমে গোটা খেলায় যেন বদলে যান দেন শ্রীলংকার পক্ষে তিনটি ছয় এবং তিনটি ৪ মেরে ৪২ রানের ইনিংস খেলে যান। মাত্র ১৭ বলে ৪২ রানের অনবদ্য ইনিংস খেলে যান এই ব্যাটার আর তাতেই ভারতীয় বোলাররা কার্যতা নাস্তানাবুদ হয়ে যায়। ভুলে গেলে চলবে না? আরেক শ্রীলংকান অলরাউন্ডার ইসরু উদানা মাত্র ৭ বলে ২৩ রান করে লঙ্কারদের ভালো জায়গায় পৌঁছে দেন। শেষ ওভারে বাকি ছিল 🀅মাত্র নয় রান । অভিমন্যু মিঠুন বোলিং করে সেখানে ভারতকে জয় এনে দেয়। ৪ রানে ম্যাচ জিতে নেয় ইন্ডিয়া মাস্টার্স।