আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ ইতিমধ্যেই পকেটে তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। ২-০ ব্যবধানে এগিয়ে ꦍগিয়েছে 'মেন ইন ব্লু'। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও আগ্রাসী ক্রিকেট খেলে তারা এবং ছয় উইকেটে জিতে নেয় ম্যাচ। দুটি ম্যাচেই ব্যাট হাতে বড় ভূমিকা পালন করেন দলের তরুণ অলরাউন্ডার শিবম দুবে। দুটিতেই পার করেন ৫০ রানের গন্ডি। বুধবার, অর্থাৎ ১৭ জানুয়ারি, বেঙ্গালুরুতে সিরিজের তৃতীয় এবং অন্তিম ম্যাচটি খেলতে নামার আগে দলের তারকা ওপেনার শুভমন গিলের সম্পর্কে মুখ খুললেন প্রাক্তন পাক অধিনায়ক সলমন বাট। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন যে গিল প্রতিভার সঙ্গে অবিচার করছে। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে তরুণ ক🍬্রিকেটার নিজের প্রতিভাকে সঠিকভাবে কাজে লাগাতে পারেনি এই সিরিজে।
প্রাক্তন পাক অধিনায়ক বলেন, 'দেখুন শুভমন গিল একজন দুর্দান্ত ক্রিকেটার। অনেক প্রতিভা রয়েছে ওর মধ্যে। এই বয়সে অনেক ভালো ইনিংস খেলেছে গিল। তবে আফগানিস্তানের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে ও একেবারেই ন্যায় করেনি নিজের প্রতিভার স𒐪ঙ্গে। সত্যি বলতে গেলে বেশ কয়েকটা ম্যাচ ধরে আমি লক্ষ্য করছি যে ও একেবারেই সঠিকভাব🐻ে কাজে লাগাতে পারেনি নিজের প্রতিভাকে। প্রথম ম্যাচে ওকে প্রচন্ড তাড়াহুড়ো করতে দেখা গেছে। ২০ রানের গণ্ডি পার হতে না হতেই, ও একটা খারাপ শর্ট খেলে বসে এবং নিজের উইকেট হারায়। ওকে এমন কাজ আগে করতে কখনোই দেখা যায়নি। ওর যখন সময় ভালো চলছিল ও অনেক বুদ্ধি নিয়ে এবং ধৈর্যের সঙ্গে খেলতো।'
পাশাপাশি, এই সাক্ষাৎকারে সলমন বাট আরো জানিয়েছেন যে এই মুহূর্তে শুভমন গিলের উচিত ঠান্ডা মাথায় খেলা এবং বিশেষ কিছু না করে দেখানোর। তিনি বলেন, 'দেখুন এই মুহূর্তে আমি মনে করি💯 যে গিলের যেটা করা উচিত সেটা হলোღ ঠান্ডা মাথায় এবং ধৈর্যের সঙ্গে বড় ইনিংস খেলা। ও যেভাবে খেলে ঠিক সেভাবেই খেলা উচিত। নতুনত্ব কিছু না করাই ভালো ওর পক্ষে এই মুহূর্তে। আমি জানি ওর বয়সটা এখন অনেক কম, তবুও ওর ধীরে ধীরে বোঝা উচিত যে সব বলে নিজের মতো করে খেলা যায় না। বিশ্বের যত বড়ই ব্যাটার হোক না কেন, সবারই উচিত বল অনুযায়ী শট খেলা। সবকিছু নিজেদের মতো করে চালানো যায়না। বলগুলোকে বুঝতে হবে।'