Cham🤡pions Trophy Live Match: টস হেরে ব্যাট করতে নামে ভারত। ভারত স্কꦺোর বোর্ডে ২৪৯/৯ রান তোলে। নিউজিল্যান্ড ২০৫ রানেই গুটিয়ে যায়।
দেখে নিন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সেরা বোলিং পারফরমেন্স
চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে প্রথমবার𝓰 একই ম্যাচে দুইজন বোলার পাঁচ উইকেট নিয়েছেন। বরুণ চক্রবর্তী ও ম্যাট হেনরি পাঁচ উইকট শিকার করেন।চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সেরা বোলিং পারফরমেন্স:১) ৫/৩৬ রবীন্দ্র জাদেজা বনাম ওয়েস্ট ইন্ডিজ, ২০১৩২) ৫/৪২ বরুণ চক্রবর্তী বনাম নিউজিল্যান্ড, ২০২৫৩) ৫/৫৩ মহম্মদ শামি বনাম বাংলাদেশ, ২০২৫৪) ৪/৩৮ সচিন তেন্ডুলকর বনাম অস্ট্রেলিয়া, ১৯৯৮৫) ৪/৪৫ জাহির খান বনাম জিম্বাবোয়ে, কলম্বো ২০০২
সেমিফাইনালে ভারত কাদের মুখোমুখি হবে-
নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ পর্বের সেরা হয়ে সেমিফাইনালে এন্ট্রি করেছে টিম ইন্ডিয়া। এর ফলে সেমিফ🧸াইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। অন্য সেমিফাইনাল দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড।
৪৪ রানে জিতল ভারত, ২০৫ রানে শেষ নিউজিল্য়ান্ডের ইনিংস
৪৪ রানে জিতল ভারত। নিউজিল্য়ান্ডের ইনিংস শ𒉰েষ হল ২০৫ রানে।🌸 ৪৫.৩ ওভারেই শেষ হয়ে গেল নিউজিল্যান্ডের ইনিংস। হার্দিক পান্ডিয়া ১টি উইকেট নেন, কিন্তু বাকি নয়টি উইকেট শিকার করেন স্পিনাররা। অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জদেজা ১টি করে উইকেট শিকার করেন। কুলদীপ যাদব ২টি উইকেট ও বরুণ চক্রবর্তী ৫টি উইকেট শিকার করেন। কেন উইলিয়ামসন ১২০ বলে ৮১ রান করেন।
১০ ওভারে ৪২ রানে ৫ উইকেট নিলেন বরুণ চক্রবর্তী
নিজের কোটার শেষ ওভারে ২ উইকেট শিকার করে অনন্য নজির গড়লেন বরুণ। ১০ ওভারে ৪২ রানে ৫ উইকেট ন𒅌িলেন বরুণ চক্রবর্তী। স্যান্টনার ও হেনরিকে ফেরালেন বরুণ।
আউট… ফের উইকেট পেলেন বরুণ চক্রবর্তী
মিচেল স্যান্টনারকে ক্লিন বোল্ড করলেন বরুণ চক্রবর্তী। এরপরেই ম্যাট হেনরিকে আউট করলেন𝔉 ভারতীয় স্পিনার।
সেমিফাইনালেও কি চার স্পিনার নিয়ে খেলবে ভারত?
আপাতত সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করেছে ভারত। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্য়াচের পরে 🍬একটা প্রশ্ন বিশেষজ্ঞরা করছেন। হরভজন সিং মনে করেন সেমিফাইনলেও ভারতের চার স্পিনারে খেলা উচিত। তবে রোহিত ও গম্ভীর কী করেন সেটাই এখন দেখার।
কেন উইলিয়ামসনকে আউট করলেন অক্ষর প্যাটেল
নিজের কোটার ১০ ওভারের শেষ বলে অক্ষর প্য়াটেল আউট করলেন কেন উইল💜িয়ামসনকে। ১২০ বলে ৮১ রান করে সাজঘরে ফিরলেন কিউয়ি তারকা।
৪০ ওভারের শেষ নিউজিল্যান্ডের স্কোর ১৬৫/৬
নিউজিল্যান্ডক🌠ে জিততে হলে ৬০ বলে করতে হবে ৮৫ রান। অর্থাৎ শেষ ১০ ওভারে প্রতি ওভারে ৮.৫ রান তুলতে হবে।
ব্রেসওয়েলকে আউট করলেন বরুণ
নিজের আগের ওভারেই গ্লেন ফিলিপসকে আউট করেছিলেন বরুণ চক্𝓡রবর্তী, পরের ওভারেই মাইকেল ব্রেসওয়েলকে আউট করলেন বরুণ চক্রবর্তী। ১৫৯ রানে ৬ উইকেট হারাল নিউজিꦯল্যান্ড।
আউটটটট… গ্লেন ফিলিপসকে ফেরালেন বরুণ চক্রবর্তী
গ্লেন ফিলিপসকে♕ আউট করলেন বরু��ণ চক্রবর্তী। আগের বলেই ছক্কা মেরেছিলেন, পরের বলেই গ্লেন ফিলিপসকে LBW করেন বরুণ। ৩৫.৪ বলে নিউজিল্য়ান্ডের স্কোর ১৫১/৫ রান।
ড্রিঙ্কস ব্রেক ৩৫ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ১৪৪/৪ রান
নিউজিল্যান্ডকে ম্য়াচ জিততে হলে এখনও ৯০ বলে ১০৬ রান করতে হব। প্রতি ওভার পিছু ৭.০৭ রান করতে হবে। ভারতের♍ স্💯পিনারদের বিরুদ্ধে লড়াই করে চলেছেন কেন উইলিয়ামসন। গ্লেন ফিলিপস এই লড়াইয়ে যোগ দিয়েছেন।
আউটটট… টম লাথামকে আউট করলেন রবীন্দ্র জাদেজা
২০ বলে ১৪ রান করে সাজঘরে ফিরলেন টম লাথাম। ৩২.২ ওভারে নিউজ🌺িল্যান্ডের স্কোর ১৩৩/🐭৪ রান।
IND vs NZ Live: ২৯ ওভারের শেষে এগিয়ে ভারত
২৯ ওভারের শেষে ভারতের স্কোর ছিল ১২🥀৭/🦄৩ রান অন্যদিকে নিউজিল্যান্ডের স্কোর হয়েছে ১১২/৩ রান।
চাপের মধ্যেও কেন উইলিয়ামসনের অর্ধশতরান
চাপের মধ্যেও অর্ধশতরান করলেন কেন উইলিয়ামসন। ৪৭তম ODI অর্ধশতরান করেন উইলিয়ামসন। ৭৭ ব൲লে ৫১ রান করেন তিনি।
IND vs NZ Live: ১০০ টপকাল নিউজিল্যান্ড
২৫.৪ ওভাꦅরে ১০০/৩ রান তুলল নিউজিল্যান্ড। কে♎ন উইলিয়ামসন ৪৫ রান করে খেলছেন, ক্রিজে এসেছে টম লাথাম।
IND vs NZ Live: আউটটট… মিচেলকে ফেরালেন কুলদীপ
ডারিল মিচেলকে ফেরাল𝓀েন কুলদীপ যাদব। ২৫.১ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ৯৩/৩ রান।
২৪ ওভারে নিউজিল্যান্ তুলল ৯২/২
বর্তমানে ♓৩.৮৫ গড়ে রান তুলছে নিউজিল্যান্ড। এখান থেকে কিউয়িদের ম্যাচ জিততে হলে প্রতি ওভারে ৬.০৮ করে রান করতে হবে। ২৬ ওভারে ১৫🧸৮ রান দরকর।
IND vs NZ: ২০ ওভারে ৮০/২ রান, আক্রমণে এলেন কুলদীপ
রানের গতি বাড়াতে পারছেন না উইলিয়ামসনরা। ভারতের স্পিনের সামনে চাপে রয়েছে কিউ𝕴য়ি দল।২০ ওভারে শেষে নিউজিল্যান্ডের স্কোর ৮০/২ রান।
IND vs NZ: ড্রিংকস ব্রেক!
ম্যাচ এখনও ফিফটি ফিফটি অবস্থায় রয়েছে। ভারত এখনও কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজাকে আক্রমণে আনেনি। মিচেল এর আগে কুলদীপের বিরুদ্ধে ভালো খেলেছেনꦇ, তাই তিনি পাল্টা আক্রমণের জন্য মুখিয়ে থাকবেন। অন্যদিকে, কেন উইলিয়ামসন তার স্বভাবসুলভ শান্ত ব্যাটিং করছেন, একপ্রান্ত ধরে রেখেছ🦩েন এবং চাপ সামলাচ্ছেন। তবে এই বিরতির পর যদি দ্রুত উইলিয়ামসনের উইকেট পড়ে, তাহলে নিউজিল্যান্ডের জন্য এটি একটি কঠিন পরীক্ষা হতে চলেছে।
৪৫ বল পরে বাউন্ডারি হাঁকাল নিউজিল্যান্ড।
১৬.৪ ওভারে চার মার﷽লেন কেন উইলিয়ামসন। ৪৫ বল পরে চার মারল নিউজিল্যান্ড। শেষ পাঁচ ওভারে ১৫ রান করেছে তারা।
IND vs NZ Live: ১৪ ওভারে ৫৩/২
ভারতের স্পিন আক্রমণের সামনে চাপে রয়েছে নিউজিল্যান্ড। বরুণ ও অক্ষরকে দিয়ে বোলিং করাচ্ছেন র🌊োহিত শর্মা।
আউটটট… উইল ইয়ংকে ফেরালেন বরুণ চক্রবর্তী
৪৯ রানে ২ উইকেট হারাল নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম উইকেট 🍸নিলেন ব𝓀রুণ চক্রবর্তী।
এবার স্পিন দিয়ে আক্রমণ করলে রোহিত
অক্ষর প্যাটেলকে আক্রমণে নিয়ে আনলেন রোহিত শর্মা। সপ্তম ওভার থেকেই স্পিন দিয়ে আক্র🐈মণ শুরু করল ভারত।
পাঁচ ওভারে নিউজিল্যান্ড তুলল ২৩/১ রান
🌠পাঁচ ওভার শেষে নিউজিল্যান্ড তুলল ২৩/১ রান। রাচিন রবীন্দ্র ১২ বলে ৬ রান করে ফিরেছেন। উইল ইয়ং ১১ রান করে খেলছেন এবং কেন উইলিয়ামসন পাঁচ রান করে ক্রিজে রয়েছেন।
IND vs NZ: আউট… রাচিনকে ফেরালেন হার্দিক
রাচিন রবীন্দ্রকে ফেরালেন হার্দিক পান্ডিয়💦া। ১৭ রানে ভারত প্রথম উইকেট শিকার করলেন। দারুণ একটা ক্যাচ নিলেন অক্ষর প্যাটেল।
শামিকে নিয়ে চিন্তা বাড়ছে
এখনও পর্যন্ত দুই ওভার বল করেছেন মহম্মদ শামি। ২ ওভারে পাঁচ রান দিয়েছেন তিনি। তবে বাউন্ডারি লাইনে গিয়ে পিঠের চিকিৎসা করাচ্🌜ছেন তিনি। &n🥃bsp;
IND vs NZ: চট করে দেখে নিন এখনও পর্যন্ত ম্যাচে কী ঘটেছে
দুবাইয়ের পিচে কি ভারত প্রতিযোগিতামূলক স্কোর গড়েছে? তবে এটা একটি রোমাঞ্চকর রান তাড়ার ইঙ্গিত দিচ্ছে। শুরুতেই শুভমন গিল এলবিডব্লিউ হয়ে যান, এরপর রোহিত শর্মা মিড-উইকেট ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। বিরাট কোহলি ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিলিপসের দুর্দান্ত ক্যাচের শিকার হন। এই সময়ে ভারতের স্কোর ছিল ৩০/৩ রান। এরপর শ্রেয়স আইয়ার এবং অক্ষর প্যাটেল একটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন, যদিও তারা কিছুটা ধীরগতিতে ব্যাটিং করেন। নিউজিল্যান্ডের আরও একটি চমৎকার ক্যাচের ফলে অক্ষর আউট হন, আর কিছুক্ষণ পরেই স্যান্টনারের বলে কেএল রাহুল আউট হয়ে যান।শ্রেয়স আইয়ার ফিফটি করেন কিন্তু বেশ কিছু সফল শট খেলার পর শর্ট বলে আউট হয়ে যান। হার্দিক পান্ডিয়া ৪৫ রান করেন ও শেষ ওভারে ভারতের স্কোরকে ২৪৯ পর্যন্ত পৌঁছাতে সাহায্য করে।এই পিচ ধীরগতির এবং অনে🍸কটা টার্ন করছে, তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং কিছুটা সহজ হতে পারে। কিউইদের জন্য এটি সহজ রান তাড়া হবে নাকি ভারতীয় স্পিনাররা তাদের সমস্যায় ফেলবে? সেটাই এখন দেখার বিষয়!
ম্যাট হেনরি ইতিহাস গড়লেন
এই প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিরুদ্ধে কোনও বোলার পাঁচ উইকেট নিলেন।চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের সেরা বোলিং ফিগারস:১) ৫/৩৬ - জ্যাকব ওরাম ꦿবনাম যুক্তরাষ্ট্র💖, দ্য ওভাল ২০০৪২) ৫/৪২ - ম্যাট হেনরি বনাম ভারত, দুবাই ২০২৫ *৩) ৫/৪৬ - শেন ও’কনর বনাম পাকিস্তান, নাইরোবি ২০০০
আজকের ম্যাচে স্পিনার ও পেসারদের বিরুদ্ধে কত রান তুলল ভারত
আজকের ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানদের পারফরম্যান্স:১) পেসারদের বিরুদ্ধে: ২৫ ওভারে ꦅ৭/১১৫ (ফলস শট % ২০.০)২) স্পিনারদের বিরুদ্ধে: ২৫ ওভারে ২/১২৪ (ফলস শট % ৮.৪)
দেখুন চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-তে প্রত্যেক দলের ক্যাচিং দক্ষতার পরিসংখ্যান:
১) নিউজিল্যান্ড - ৯৬.০% (একটি ক্যাচ মিস)২) দক্ষিণ আফ্রিকা - ৮৮.২% (দুটি ক্যাচ মিস)৩) অস্ট্রেলিয়া - ৮৭.৫% (দুটি ক্যাচ মিস)৪) ভারত - ৭৭.৭% (চারটি ক্যাচ মিস)৫) আফগানিস্তান - ৭৫.০% (চারটি ক্যাচ মিস)৬) ইংল্যান্ড - ৭৩.৩% (চারটি ক্যাচ মিস)৭) বাংলাদেশ - ৬৬.৬% (তিনটি ক্যাচ মিস)৮) পাকিস্তান -𒊎 ৬০.০% (চারটি ক্যাচ মিস)
IND vs NZ Match: ইনিংসের শেষে কী বলেন ম্যাট হেনরি?
India Vs New Zealand Live match: ম্যাট হেনরি෴ বলেন, ‘আমি মনে করি, আমরা যেভাবে খেলতে নেমেছি এবং পিচ আমাদের সাহায্য করেছে, তাতে ভারতকে চাপে ফেলতে পেরেছি। স্কোর নিয়ে আমরা খুশি, তবে ব্যাটিংয়ে এখনও বড় কাজ বাকি। আমরা উইকেট নেওয়ার পরিকল্পনা করেছিলাম, আর চাপ সৃষ্টি করেই উইকেট পেয়েছি। এই উইকেটে কিছুটা উত্থান-পতন রয়েছে, আর যদি আমরা পাল্টা চাপ সৃষ্টি করতে পারি, তাহলে সেটি আমাদের জন্য সহায়ক হবে।’
ভারত তুলল ২৪৯/৯
ইনিংসের শেষ বলে মহম্মদ🅘 শামিকে আউট করলেন হেনরি। এরℱফলে এই ম্যাচ নিজের পঞ্চম উইকেট নিলেন ম্য়াট হেনরি।
আউট হার্দিক
ম্যাট হেনরির শেষ ওভারের তিন নম্বর বলে রাচিন🐈 রবীন্দ্রের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন হার্দিক। ৪৫ বলে ৪৫ করলেন তিꦜনি।
আবার দুরন্ত ক্যাচ! দেখুন ভিডিয়ো
IND vs NZ Live: এবার রবীন্দ্র জাদেজাকে ফেরালেন কেন উইলিয়ামসন। ম্য়াট হেনরির বলে দুরন্ত ক্য🎃াচ নেন কেন উইলিয়ামসন। অফ স্টাম্পের বাইরে ব্যাক অফ লেন্থ ডেলিভারি করেছিলেন হেনরি। জাদেজা কাট করে ব্যাকওয়ার্ড পয়েন্টে উইলিয়ামসনের বামদিকে পাঠান। বল নীচু হয়ে যাচ্ছিল, কিন্তু উইলিয়ামসন নীচের দিকে ঝাঁপিয়ে নিজের বাঁ-হাতে অসাধারণভাবে ক্যাচটি লুফে নেন কেন উইলিয়ামসন।
IND vs NZ Live: ৪৫ ওভারে ২১৬/৬
২৬ 𒀰বলে ২১ রান করেছেন হার্দিক, জাদেজা ১৮ বলে ১৫ রান করে ক্রিজে রয়েছেন। শেষ ৫ ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚওভার অর্থাৎ শেষ ৩০ বলে ভারত কত স্কোর সেটাই দেখার।
IND vs NZ Live: ২০০ টপকাল ভারত
৪৩তম ওভারে ২০০ টপকাল ভা👍রত। ক্রিজে রয়েছেন হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা। এখন দেখার শেষ সাত ওভারে টিম ইন্ডিয়া স্কো🗹র বোর্ডে কত রান তোলে।
IND vs NZ Live: আউট কেএল রাহুল
৩৯.১ ওভারে আউট হলেন কেএল রাহুল। স্যান্টনার বলে লাথামের হাতে ক্যাচ আউট হন রাহুল। রাহ𒆙ুল ২৯ বলে ২৩ রান করেন। একটি চার মারেন𝔉।
IND vs NZ Live: হার্দিক বনাম স্যান্টনার
ODI-তে হার্দিক বনাম স্যান্টনার:৭ ইনিংস৫৬ বল৩২ র♑ান৪ বার আউটগড়: ১৪স্ট্রাইক রেট: ৫৭.১৪
IND vs NZ Live: আউট শ্রেয়স আইয়ার
শর্ট বলে পুল করতে গিয়ে আউট হলেন শ্রেয়স আইয়ার। ৯৮ বলে ৭৯ রান করে সাজঘরে ফিরে যান তিনি। ভারতের স্কোর ১৭২/৫ 💮রান।
IND vs NZ Live: ড্রিঙ্ক ব্রেক!৩৬ ওভারে ১৭০/৪
এই মুহূর্তে ম্যাচের হাফ টাইম ব্রেক শুরু হয়েছে। এই সময়ে ৪.৭২ গড💙়ে রান করছেন টিম ইন্ডিয়া। ৩৬🏅 ওভার শেষে ভারত তুলেছে ১৭০/৪ রান।
IND vs NZ Live: ১৫০ টপকাল ভারত
৩৪তম ওভারের দ্বি🦋তীয় ব😼লে রাচিন রবীন্দ্রকে ছক্কা মারেন শ্রেয়স আইযার। এই ছক্কার সঙ্গে চার উইকেটের বিনিময়ে ১৫০ টপকাল ভারত।
IND vs NZ Live: স্কোর বোর্ডে কত তুলতে পারে ভারত?
হরভজন সিং বলেন, এই পিচে ২৫০ রান যথেষ্ট হতে পারে। তবে আকাশ চোপড়ারা বলেছেন যে এই পিচে টিম ইন্ডিয়া ২৭০ থেকে ২৮০ রান তুলতে পারে। তবে যদি শ্রেয়স ও রাহুল আরও কিছুক্ষণ খেলতে পারে𒊎ন তাহলে ২৫০ টপকাতে পারে ভারত। তবে আপনার কি মনে হয়? কত তুলবে টিম 💟ইন্ডিয়া?
IND vs NZ Live: আউট অক্ষর, অল্পের জন্য অর্ধশতরান হাতছাড়া
৬১ বলে ৪২ রান করে সাজঘরে ফিরলেন অক্ষর প্যাটেল। মাত্র ৮ রানের জন্য অর্ধশতরান 🐲হাতছাড়া করলেন অক্ষর। ২৯.২ ওভারে রাচিন রবীন্দ্রের বলে কেন উই🃏লিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান অক্ষর প্যাটেল। ভারতের স্কোর ১২৮/৪ রান।
IND vs NZ Live: ৭৫ বলে ৫০ করলেন শ্রেয়স আইয়ার
গুরুত্বপূর𝐆্ণ সময়ে দারুণ ইনিংস খেললেন শ্রেয়স আইয়ার। ৭৫ বলে ৫০ করলে🔯ন তিনি। ২৮ ওভারে ভারতের স্কোর ১১৮/৩ রান।
IND vs NZ Live: ১০০ টপকাল ভারত
১৬তমওভারে 🍷৫০ টপকে ছꦜিল টিম ইন্ডিয়া, সেখান থেকে ২৫তম ওভারে ১০০ টপকাল ভারত। অর্থাৎ শেষ প্রায় ৯ ওভারে ৫০ রান তুললেন শ্রেয়স ও অক্ষর।
IND vs NZ Live: অক্ষর-শ্রেয়সের ৫০ রানের জুটি
দলের রান যখন ৩০, তখন বিরাট কোহলি সাজঘরে ফিরে যান। সেখান থেকে দলকে টেে তোলার কাজটা এখ𝄹নও পর্যন্ত করছেন অক্ষর ও শ্রেয়স। ২১তম ওভারে ৮৪/৩ রান তুলল ভারত। ততক্ষণে অক্ষর ও শ্রেয়স জুটি ৫০ তুললেন। অক্ষর ৪০ বলে ২১ রান করে খেলছেন এবং শ্রেয়স আইয়ার ৪৮ বলে ৩২ রানে ব্যাট করছেন।
IND vs NZ Live: ২০ ওভারের শেষে ভারতের স্কোর ৭৮/৩
২০ ওভারের শেষে ভারতের স্কোর ৭৮/৩ রান। অক্ষর প্যাটেল ৩৮ বলে ১৬ রান করে খেলছেন ও শ্রেয়স আইয়ার ৪৪𓆏 বলে ৩১ রানে অপরাজিত রয়েছেন।
IND vs NZ Live: রানে গতি দিতে চাইছেন শ্রেয়স
রানে গতি দিতে চাইছে টিম ইন্ডিয়া। ৫০ টপকানোর পরে শ্রেয়স হাত খুলে খেলার চেষ্টা করছಌেন।
IND vs NZ Live: ৫০ টপকাল ভারত
ম্যাচের ১৬তম🐻 ওভারের 🌃প্রথম বলেই স্যান্টনারকে চার মারেন অক্ষর। এর ফলে ৫০ টপকাল ভারত।
IND vs NZ Live: প্রথম দশ ওভারে ভারত তুলেছে ৩৭/৩
আজকের ম্যাচে পাওয়ারপ্লেতে নিউজিল্যান্ডের পেসারদের গড় সুইং এই টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ। আফগানিস্তানের🐻 🍬বিরুদ্ধে লাহোরে অস্ট্রেলিয়ার পারফরম্যান্সের পরেই। নতুন বলে কাইল জেমিসন দারুণ সুইং পেয়েছেন। প্রথম দশ ওভারে ভারত তুলেছে ৩৭/৩ রান। শ্রেয়স আইয়ার ১২ বলে ৫ করে খেলছেন এবং অক্ষর প্যাটেল ১০ বলে ৩ করেছেন।
IND vs NZ Live: ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের কিছু মূল পয়েন্ট
১) ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচ ভারত বনাম নিউজিল্যান্ড২) উভয় দল এখনও অপরাজিত৩) এই ম্যাচের বিজয়ী সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে, পরাজিত দল খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে৪) ভারত 🐭নিউজিল্যান্ডের ব🗹িপক্ষে টানা পাঁচটি ওয়ানডে জিতেছে
IND vs NZ Live: ফিলিপসের দুরন্ত ক্যাচ! ফিরলেন কোহলি, দেখুন ক্যাচের ভিডিয়ো
ম্যাট হেনরির বলে বিরাট কোহলি ক্যাচ আউট হন। দুরন্ত ক্যাচ ধরলেন গ্লেন ফিলিপস। ভারত বড় সমস্যায় পড়ে গেল। ফিলিপস, তুমি এটা করতে পারো না! কিন্তু সে উঠে দাঁড়িয়ে হাসতে হাসতে সেলিব্রেশন করলেন।কোহলি: ১১(১৪) [𓃲চার- ২]আউট: ফিলিপসের দুরন্ত ক্যাচ, বোলার ম্যাট হেনরি
IND vs NZ Live: ভারতের দ্বিতীয় উইকেটের পতন
কাইল জেমিসনের বলে উইল ইয়ংয়ের হাতে ক্যাচ দিয়ে আউট হন রোহিত শর্মা। বলটি ব্যাটের ঠিক টো-এন্ডে লেগেছিল। এবং এটি মিড উইকেটে ক্যাচ হয়। অফ স্টাম্পের বাইরে সামান্য ছোট লেংথের ডেলিভারি, রোহিত সামনের পায়ে ভর দিয়ে পুল করতে চেয়েছিলেন, কিন্তু ব্যাটের নীচের অংশে লেগে বল হাওয়ায় উঠে যায়। মিড উইকেটে দাঁড়িয়ে থাকা উইল ইয়ং সহজে🏅ই ক্যাচটি নেন। ভারতের দুই ওপেনারই ২২ রানের মধ্যে আউট হয়ে যান। উইকেট পেয়ে জেমিসন গর্জে ওঠেন এবং মুষ্ঠিবদ্ধ হাতে উল্লাস করেনജ।রোহিত: ১৫(১৭) [চার- ১, ছয়- ১]আউট: উইল ইয়ংয়ের ক্যাচ, বোলার কাইল জেমিসন
IND vs NZ Live: ভারতের প্রথম উইকেটের পতন
ভ🗹ারতের প্রথম উইকেটের পতন হল। সাজঘরে ফিরলেন শুভমন🔯 গিল। সাত বলে ২ রান করে আউট হন গিল। এই সময়ে তিনি DRS নেন, তবে তৃতীয় আম্পায়ারও মাঠের আম্পায়ারের সিদ্ধান্তকে সম্মতি জানান এবং ভারতীয় দলের ১৫ রানেই আউট হয়ে সাজঘরে ফেরেন গিল।
IND vs NZ Live: তৃতীয় ওভারেই এল ম্যাচের প্রথম ছক্কা
ম্যাট হেনরিকে এগিয়ে গিয়ে ছক্কা হাঁকান রোহিত শর্মা। তৃতীয় ওভা🅘রের দ্বিতীয় বলে ছক্কা হাঁকান হিটম্য়ান।
IND vs NZ Live: প্রথম ওভারেই ৬ রান, ইনিংস শুরু করল ভারত
IND vs NZ Live: ম্য়াট হেনরি ইনিংসের প্র🦂থম ওভার করেন। ওভারের প্রথম বলেই ২ রান নেন এবং ওভারের শেষ বলে পুল শটে চার হাঁ🌌কান রোহিত শর্মা। ইনিংসের প্রথম ওভারেই ছয় রান তোলে ভারত।
IND vs NZ Live: বিরাট কোহলির ৩০০তম ODI ম্যাচ
ভারতের হয়ে স😼বচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলা ক্রিকেটারের তালিকা-১) সচিন তেন্ডুলকর -𒀰 ৪৬৩ ম্যাচ২) এম এস ধোনি - ৩৫০ ম্যাচ৩) রাহুল দ্রাবিড় - ৩৪৪ ম্যাচ৪) মহম্মদ আজহারউদ্দিন - ৩৩৪ ম্যাচ৫) সৌরভ গঙ্গোপাধ্যায় - ৩১১ ম্যাচ৬) যুবরাজ সিং - ৩০৪ ম্যাচ৭) বিরাট কোহলি - ৩০০ ম্যাচ
IND vs NZ Live: এই ম্যাচ কেন এতটা গুরুত্বপূর্ণ?
যদিও উভয় দল ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গেছে, তবে এই ম্যাচ একেবারেই গুরুত্বহীন🐬 নয়। সেরা দল হিসেবে সেমিফাইনালে ওঠা মানসিকভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। তাছাড়া, এমন ম্যাচগুলো কখনও কখনও দলগুলোর গতি হারানোর কারণ হতে পারে, আবার ভালো পারফরম্যান্স আত্মবিশ্বাস বাড়াতেও সাহায্য করতে পারে। তাই, ভারত ও নিউজিল্যান্ড উভয় দল তাদের সেরা ক্রিকেট খেলতে চাইবে।
IND vs NZ Live: ODI ক্রিকেটে ভারতের টানা ১৩তম টস হার
রোহিত শর্মার অধিনায়কত্বে এটি ১০ম হার ছিল।ওডিআইতে সবচেয়ে বেশি টানা টস হারানো অধিনায়ক:১) ১২ - ব্রায়ান লারা (অক্টোবর ১৯৯৮ - মে ১৯৯৯)২) ১১ - পিটার বোরেন (মার্চ ২০১১ - আগস্ট ২০১৩)৩) ১০🌞 - রোহিত শর্মা (নভেম্বর ২০২৩ - মার্চ ২০২৫) *
IND vs NZ Live: দেখে নিন নিউজিল্যান্ডের একাদশ
দেখে নিন নিউজিল্যান্ডের প্লেয়িং ইলেভেন: উইল ইযং, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম লাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, ম🍃াইকে♑ল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, কাইল জেমিসন, উইলিয়াম ও’রউরকে।
IND vs NZ Live: দেখে নিন ভারতের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়🔥স আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়🧸া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী।
IND vs NZ Live: চার স্পিনারে খেলবে ভারত, হর্ষিতের বদল বরুণ
মহম্মদ শামি খেলছেন, তবে হরꦑ্ষিত রানাকে বসিয়ে বরুণ চক্রবর্তী খেলাবে টিম ইন্ডিয়া। এর ফলে ভারতীয় চার স্পিনারকে নিয়ে মাঠে নামবে টিম ইন্ডিয়া।
IND vs NZ Live: ফের টস হারলেন রোহিত , প্রথমে ব্যাটিং করবে ভারত
ফের টস হারলেন রোহিত শ🏅র্মা। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল নিউজিল্যান্ড। যদিও বিশেষজ্ঞরা পিচ দেখে বলছিলেন এই ম্যাচে প্রথমে ব্যাট করাই দরকার। নিউজিল্যান্ডের ক্যাপ্টেন টস জিতে ফিল্ডিং নিয়েছে
IND vs NZ Live: দেখে নেওয়া যাক বিশ্বকাপ সেমিফাইনালের স্মৃতি
এই দুই দল শেষবার যখন মুখোমুখি হয়েছিল, তখন সেটা ছিল ২০ꦚ২৩ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল, যেখানে মুম্বইয়ের ওয়াংখেড়েতে ভারত ৩৯৭ রানের বিশা𒉰ল স্কোর গড়েছিল। রোহিত-গিলের দুর্দান্ত শুরু, কোহলির রেকর্ড গড়া ৫০তম ওয়ানডে শতক এবং শ্রেয়স আইয়ার ও কেএল রাহুলের ক্যামিও—সব মিলিয়ে ভারতের ব্যাটিং দাপুটে ছিল। যদিও নিউজিল্যান্ডের হয়ে কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল ১৮১ রানের পার্টনারশিপ গড়েন, শেষ পর্যন্ত মহম্মদ শামির দুর্দান্ত ৭-৫৭ বোলিং ফিগারের সামনে হার মানতে হয় নিউজিল্যান্ডকে।তবে এই ম্যাচেও ভারতের পেস আক্রমণে শামিকে মূল দায়িত্ব নিতে হতে পারে, যেখানে জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ নেই। শামি যদি শুরুতেই দায়িত্ব পান, তাহলে হর্ষিত রানার সঙ্গে তার নতুন বলের জুটি কতটা কার্যকর হবে, তা দেখার বিষয়। তবে সূত্রের খবর এই ম্যাচে শামিকে বিশ্রাম দেওয়া হতে পারে ও আর্শদীপ সিং খেলবেন।
IND vs NZ Live: দুবাইয়ের পিচ ও ম্যাচের কৌশল কী হতে পারে?
দুবাইয়ের পিচ সাধারণত প্রথমে ব্যাটিং করা দলের জন্য সহায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ভারত ইতিমধ্যে দুটি ম্যাচে সহজেই রান তাড়া করেছে। তিনজন বিশ্বমানের স্পিনার দিয়ে প্রতিপক্ষের রান আটকে দেওয়ার ক্ষমতা এবং গভীর ব্যাটিং লাইনআপ ভারতের অন্যতম শক্তি। যদিও এখন পর্যন্ত মিডল অর্ডারের হার্দিক পান্ডিয়া, জাদেজা ও অক্ষর প্যাটেলের প্রয়োজন হয়নি, তবে ভারত এবার প্রথমে ব্যাটিং করে বড় রান সংগ্রহ করে সেটিকে ডিফেন্ড করতে চাইতে পারে। তবে, রোহিত শর্মা ভাগ্য পরিবর💯্তনের অপেক্ষায় থাকবেন, কারণ তিনি টানা ১২টি টস হেরেছেন, যার শুরু হয়েছিল আমদাবাদে ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল থেকে।
IND vs NZ Live: ভারতের সম্ভাব্য একাদশ বনাম নিউজিল্যান্ড
ওপেনার: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিলটপ অর্ডার ও মিডল অর্ডার: বিরা🅰ট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার)অলরাউন্ডার: হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজাবোলাꦑর: হর্ষিত রানা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব
IND vs NZ Live ম্যাচের HT লাইভ ব্লগে আপনাকে স্বাগত
IND vs NZ Live Match: গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল নিউজিল্যান্ড, এবার তাদের সামনে ভারত। এদিকে বাংলাদেশকে হারিয়ে অভিযান শুরু করেছিল রোহিত অ্যান্ড কোম্পানি, তাদের সামনে এবার কিউয়ি ব্রিগেড। ভারত ও নিউজিল্যান্ড উভয়ই সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে, এখন শুধুমাত্র নির্ধারিত হবে কে গ্রুপ চ্যাম্পিয়ন হবে এবং কে রানার্সআপ হবে। এই ম্যাচের ফলাফলের ভিত্তিতে নির্ধারিত হবে, সেমিফাইনালে ভারত ও নিউজিল্যান্ডের প্রতিপক্ষ যথাক্রমে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে কারা হব🙈ে।