শুভব্রত মুখার্জি:- বিশ্বের যে কোন প্রান্তেই ভারত বনাম পাকিস্তান ম্যাচ হোক না কেন তাকে ঘিরে যে আলাদা আবেগ কাজ করবে তা বলাই বাহুল্য। দুই দেশের রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটার কারণে এই মুহূর্তে আর দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয় না। আইসিসি বা এসিসি আয়োজিত টুর্নামেন্টেই খেলতে দেখা যায় দুআ চিরপ্রতিদ্বন্দ্বী দেশকে। এই দুই দেশের ম্যাচ ঘিরে মানুষের মধ্যে আবেগ কতটা কাজ করে তা টের পাও🍌য়া যায় ম্যাচ টিকিট বিক্রির সময়ে। ইতিমধ্যেই ম্যাচের সমস্ত টিকিট শেষ।তবে তাজ্জব করা ঘটনাটি ঘটেছে এর পরে। এই ম্যাচে টিকিট এবার 'রিসেল' অর্থাৎ পুনরায় বিক্রির জন্য ছাড়া হয়েছে। যেখানে এই মহারণের একটি টিকিটের দাম ভারতীয় মুদ্রায় দাঁড়িয়েছে ১ কোটি ৪৬ লক্ষ টাকা। হ্যা আশ্চর্যজনক হলেও সত্যি সত্যি বাস্তবে ওই দামেই একটি টিকিট 'রিসেল' টিকিটিং ওয়েবসাইটে ছাড়া হয়েছ🐼ে।
আরও পড়ুন… খারাপ পিচ ও আউটফিল্ড নিয়ে উঠেছে বিতর্কের ঝ🌺ড়, নিউইয়র্ক থেকে কি বাকি ম্যাওচ সরিয়ে নেবে ICC?
নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ৯ জুন অনুষ্ঠিত হবে এই ভারত বনাম পাকিস্তান ম্যাচ। সেই ম্যাচের স্টেডিয়ামের ইস্ট মিডোর সেকশন ২৫২'র ২০ নম্বর রো'র ৩০ নম্বর সিটটির যে টিকিট রিসেল বাজারে ছাড়া হয়েছে সেই টিকিটটির ওই অবিশ্বাস্য মূল্য নির্ধারণ করা হয়েছে। রিসেল মা♋র্কেট স্টাবহাবে ওই টিকিটটির মূল্য ধার্য করা হয়েছে ১,৭৫,৪০০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১.৪৬ কোটি টাকা। মূলত আমেরিকাতে এই স্টাবহাবে এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান এবং ক্রীড়ার অনুষ্ঠানের বিভিন্ন টিকিট রিসেল করা হয়। যা আইনত সিদ্ধ। এই টাকাতেই যে টিকিটটি বিক্রি হবে তার কোন মানে নেই। ওই দামে টিকিটের মালিক বিক্রি করতে চেয়েছেন। যদি কেউ এর থেকে বেশি দাম দিতে পারে তাহলে ওই টিকিটটি তাকেই দেওয়া হবে।
আরও পড়ুন… পাকিস্তানের বিরুদ্ধেও কি তি💮ন নম্বরে ব্যাট করবেন ঋষভ পন্ত? উত্তর দিলেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ
ঘটনাচক্রে এই টিকিটটির আশপাশের যে রো'গুলি রয়েছে তার অনেক টিকিট এ🐼র থেকে অনেক কম দামে বিক্রির জন্য ধার্য করা হয়েছে। যেমন ২৫২ সেকশনের জন্য ৬৯৩ ডলার,রো ২১ এবং ১৯'র টিকিট ৮০১ ডলার ধার্য করা হয়েছে। আইসিসির ওয়েবসাইটে অবশ্য এখনও কয়েকটি টিকিট রয়েছে। যার মধ্যে বাউন্ডারি ক্লাব সেকশনে টিকিটের দাম দেখাচ্ছে ১৫০০ ডলার। ডায়মন্ড ক্লাব সেকশনে দেখাচ্ছে ১০০০০ ডলার। প্ল্যাটিনাম ক্লাব লাউঞ্জের কর্ণার ক্লাব সেকশনের টিকিটের দাম দেখাচ্ছে ২৭৫০ ডলার এবং কাবানাস সেকশনের টিকিটের দাম দেখাচ্ছে ৩০০০ ডলার। আইসিসির তরফে জানানো হয়েছে ৩৪ হাজার দর্শকাসন বিশিষ্ট নিউ ইয়র্কের ওই স্টেডিয়ামে টিকিটের ডিমান্ড, যোগানের তুলনায় ২০০ ভাগ বেশি। ফলে এত চড়া দামে রিসেল মার্কেটে টিকিট বিক্রি হচ্ছে।