অপরাজিত থেকে ফাইনালে উঠেও এককভাবে ট্রফি জেতা হল না ভারতের যুব দলের। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজে আয়োজকদের সঙ্গে যুগ্মজয়ী হয়েই থেকে যেতে হয়🎀 উদয় সাহারানের নেতৃত্বাধীন অনূর্ধ্ܫব-১৯ ভারতীয় দলকে।
ভারত লিগের চারটি ম্যাচেই দাপটের সঙ্গে জয় তুলে নেয়। তারা ২টি ম্যাচে পরাজিত করে আফগানিস্তানের যুব দলকে। ২টি ম্যাচে হাꦏরিয়ে দেয় দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলকে। দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান লিগের ২টি পারস্পরিক লড়াইয়ে ১টি জয়ে জয় তুলে নেয়। নেট রান-রেটের নিরিখে শেষমেশ খেতাবি লড়াইয়ে ভারতের বিরুদ্ধে মাঠে নামার যোগ্যতা অর্জন করে দক্ষিণ আফ্রিকা।
বুধবারের ফাইনাল ম্যাচটি বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়। খেলা শুরু হওয়া তো দূ🍌র꧟ের কথা, মন্দ আবহাওয়ায় টসও অনুষ্ঠিত হয়নি। ম্যাচ ভেস্তে যাওয়ায় উভয় দলকে যুগ্মজয়ী ঘোষণা করা হয়।
ꦕভারত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে পরাজিত করে। লিগের দ্বিতীয় ম্য়াচে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে দেয় ভারত। তৃতীয় ম্যাচে আফগানদের ৯ উইকে༒টে হারায় ভারতের যুব দল। লিগের চতুর্থ তথা শেষ ম্যাচে ভারত ফের পরাজিত করে দক্ষিণ আফ্রিকাকে।
আরও পড়ুন:- খেলা ছাড়ার আগেই ৯ দিন🔴ের জন্য বিদেশি দলকে কোচিং করাতে চললেন কার্তিক
গ্রুপ লিগের পয়েন্ট টেবিল:-
১. ভারত- ৪ ম্যাচে ৮ পয়েন্ট।
২. দক্ষিণ আফ্রিকা- ৪ ম্যাচে ২ পয়েন্ট।
৩. আফগানিস্তান- ৪ ম্যাচে ২ পয়েন্ট।
ভারতের ওপেনার আদর্শ সিং ৩টি ম্যাচে মাঠে নেমে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্ꦬরহকারী হন। ৩টি ইনিংসেই তিনি ব্যক্🔯তিগত ৫০ রানের গণ্ডি টপকে যান। ২টি অর্ধশতরান ও ১টি শতরান-সহ সাকুল্যে ২৩০ রান সংগ্রহ করেন আদর্শ। তাঁর ৩টি ব্যক্তিগত ইনিংস যথাক্রমে অপরাজিত ১১২, ৬৬ ও অপরাজিত ৫২ রানের।
আদর্শ ছাড়া টুর্নামেন্টে ব্যক্তিগত শতরান করেন আর মাত্র ১ জন ক্রিকেটার। টুর্নামেন্টের শেষ লিগ ম্যাচে ভারত বিশ্রাম দেয় আদর্শকে। তাঁর অনুপস্থিতিতে অধিনায়কোচিত শতরানে ভারতকে ম্যাচ জেতান উদয় সাহারান। তিনি সেই ইনিংসে ১১২ রান কর𒆙েন।
টুর্নামেন্টে যুগ্মভাবে সব থেকে বেশি উইকেট সংগ্রহ করেন আফগানিস্তানের গজনফর ও দক্ষিণ আফ্রিকার মাফাকা। উভয়েই ৪টি কর🍨ে ম্যাচে বল করে ১০টি করে উইকেট সংগ্রহ ক💎রেন। ভারতের সৌম্য পান্ডে মাত্র ২টি ম্যাচে বল করে ৯টি উইকেট সংগ্রহ করেন। ভারতের নমন তিওয়ারি ৩টি ম্যাচে বল করে ৭টি উইকেট পকেটে পোরেন।